বিচারে গাফলতি দেখলে আবারও মাঠে নামবে ছাত্র-জনতা: মীর স্নিগ্ধ
Published: 6th, March 2025 GMT
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার কার্যক্রমে বিন্দু পরিমাণ গাফিলতি দেখলে আবু সাঈদের মতো বুক চিতিয়ে, মীর মুগ্ধের মতো পানি নিয়ে ছাত্র-জনতা আবারও মাঠে নামবে বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
বৃহস্পতিবার দুপুরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে কক্সবাজার জেলা প্রশাসনের সহায়তায় আয়োজিত ‘জুলাই-আগস্ট অভ্যুত্থানে হতাহতদের’ আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে ‘আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ’ শিরোনামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পূর্ব গজালিয়া এলাকার শহীদ ছাত্রদল নেতা নুরুল আমিনের পরিবারকে ৫ লাখ টাকা এবং জেলার আহত ৪৭ যোদ্ধাকে এক লাখ টাকা করে চেক দেওয়া হয়।
অনুষ্ঠানে স্নিগ্ধ বলেন, আন্দোলনে শহীদদের ও আহতদের এই ত্যাগ কোনোভাবে পূরণ করা সম্ভব নয়। দেশের জন্য ত্যাগের সাহস সবার থাকে না। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সবসময় তাদের পাশে থাকবে।
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, কক্সবাজারে আহত ও শহীদ পরিবারগুলো বর্তমানে অত্যন্ত কষ্টে দিনযাপন করছে। প্রশাসন সাধ্যমতো তাদের পাশে দাঁড়িয়েছে। রমজানের শুভেচ্ছা উপহার প্রদানসহ ইতোপূর্বেও এসব সাহসী যোদ্ধাদের সহায়তা করা হয়েছিল।
অনুষ্ঠানের শুরুতে আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণ ও শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা জানিয়েছেন, আন্দোলনে কক্সবাজার জেলায় ৪ জন শহীদ এবং ৮২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৬২ জনের কাগজপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এদের মধ্যে একজন শহীদসহ আহত ৪৮ জনকে বৃহস্পতিবার সহায়তা দেওয়া হয়েছে।
এর আগে জেলার আরও ৩ শহীদ পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।
.উৎস: Samakal
কীওয়ার্ড: অন ষ ঠ ন
এছাড়াও পড়ুন:
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, আহত ৫
ঢাকা শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। এতে পাঁচ শ্রমিক আহত হয়েছে।
বুধবার (৫ মার্চ) সকাল ১০টার দিকে শিল্পাঞ্চলের বারইপাড়া এলাকায় তানজিলা টেক্সটাইল লিমিটেড কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
আরো পড়ুন:
পাবনায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল গৃহণবধূর
বরিশালে যুবদল নেতাকে হত্যার ঘটনায় অভিযুক্তের বাড়িতে আবার আগুন
ফায়ার সার্ভিস সুত্রে জানায়, কারখানার ফিনিশিং ফ্লোরে মেশিন থেকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে পাঁচ জন আহত হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডিইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, আহতদের দুজনের অবস্থা গুরুতর। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।
ঢাকা/সাব্বির/বকুল