ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফলাইন শিক্ষা কার্যক্রম ১০ রমজানের মধ্যে শেষ করতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ নিয়াজ আহমেদ খানের কাছে স্মারকলিপি দিয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। প্রয়োজন অনুযায়ী অনলাইন পদ্ধতিতে ক্লাস পরিচালনার দাবি জানিয়েছে তারা।

আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে এ স্মারকলিপি দেন গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আবদুল কাদের, সদস্যসচিব মহির আলম, মুখপাত্র রাফিয়া রেহনুমা হৃদিসহ সংগঠনের নেতাকর্মীরা।

স্মারকলিপিতে বলা হয়, ২ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হলেও বিশ্ববিদ্যালয় এলাকায় ন্যায্য মূল্যে পুষ্টিকর খাবারের সুব্যবস্থা নেই। হলগুলোর ক্যানটিন ও মেসের নিম্নমানের খাবার খেয়ে শিক্ষার্থীদের জন্য রোজা রাখা কষ্টকর। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ক্যালেন্ডার অনুযায়ী আগামী ২৪ মার্চ পর্যন্ত বিভিন্ন বিভাগের ক্লাস-পরীক্ষা-অ্যাসাইনমেন্টসহ সব শিক্ষা কার্যক্রম চলমান থাকবে। হলের খাবারের দাম ও মান বিবেচনায় রমজানে দীর্ঘদিন হলে অবস্থান করা শিক্ষার্থীদের জন্য কষ্টকর। অপর দিকে রমজান মাসে বিশ্ববিদ্যালয় এলাকায় খাবারের অপ্রাপ্যতার কারণে অমুসলিম শিক্ষার্থীদেরও অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। আবার মূল ক্যাম্পাস থেকে দূরে থাকা শিক্ষার্থীদের জন্য রোজা রেখে ক্লাসে আসাটাও কঠিন হয়ে পড়েছে।

এমন অবস্থায় ১০ রমজানের মধ্যে অফলাইনে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম শেষ করার দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ম রকল প রমজ ন

এছাড়াও পড়ুন:

অস্ট্রেলিয়ায় সিনেমা বানাচ্ছেন চট্টগ্রামের অর্ক

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফিজির প্রেক্ষাগৃহে গতকাল মুক্তি পেয়েছে ‘মাই মেলবোর্ন’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত অ্যানথোলজি সিনেমাটিতে ইন্দ্রনীল চরিত্রে অভিনয় করেছেন চট্টগ্রামের সন্তান অর্ক দাশ। ছবিটিতে উঠে এসেছে অস্ট্রেলিয়াপ্রবাসীদের জীবনের গল্প। সিনেমাটি নির্মাণ করেছেন ইমতিয়াজ আলী, কবির খান, রিমা দাস, ওনিরের মতো ভারতের প্রথম সারির নির্মাতারা। গত বছরের আগস্টে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নে সিনেমাটির প্রিমিয়ার হয়। ১৪ মার্চ ভারতে মুক্তি পাবে।

চট্টগ্রামের সন্তান অর্ক দাশ ইতিমধ্যে অস্ট্রেলিয়ান চলচ্চিত্রশিল্পে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন। তিনি অভিনেত্রী নিকোল কিডম্যান, দেব প্যাটেল অভিনীত ‘লায়ন’, ক্রিকেটার ব্র্যাড লি অভিনীত ‘আনইন্ডিয়ান’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া বলিউড ও হলিউডের মূলধারার বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে নতুন সংযোজন ‘মাই মেলবোর্ন’।

সিনেমার দৃশ্যে অর্ক দাশ। আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ