ঢাকা-সিলেট মহাসড়কে নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এ অভিযানের পর যানজট মুক্ত হয়েছে ঢাকা-সিলেট মহাসড়ের ভুলতা-গোলাকান্দাইল ও মদনপুর-গাজীপুর মহাসড়কের গোলাকান্দাইল-কাঞ্চন এলাকা। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে এ উচ্ছেদ অভিযান চালায় রূপগঞ্জ উপজেলা প্রশাসন।

এ সময় উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তারিকুল আলম, পূর্বাচল অঞ্চলের সহকারী কমিশনার (ভুমি) উবায়দুল রহমান শাহেল, নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) সালাহউদ্দিন সহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা। 

রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তারিকুল আলম বলেন, দীর্ঘদিন ধরে রূপগঞ্জের ভুলতা, গোলাকান্দাইল এলাকার দুই তৃতীয়াংশ সড়ক দখল করে ক্ষুদ্র ব্যবসায়ী ঢাকা-সিলেট মহাসড়কে ভাসমান দোকান বসিয়ে ব্যবসা করে আসছিল।

এর আগেও বহুবার এসব ফুটপাত ও মহাসড়কে অভিযান চালিয়ে উচ্ছেদ করা হলেও একটি চাঁদাবাজ চক্র লাখ লাখ টাকার বিনিময়ে পুনরায় দোকান বসাতে সহায়তা করে থাকে। সড়কে পুনরায় কোনো দোকান বসানো হলে গ্রেপ্তারসহ আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাতের আধারে চাঁদাবাজ চক্র দোকান বসিয়ে প্রতিদিন ২০০ টাকা করে আদায় করতো। রূপগঞ্জের ভুলতা, গোলাকান্দাইল এলাকার ফুটপাত ও মহাসড়কে বসা দোকান থেকে দৈনিক ৩ লাখ টাকা আদায় করতো। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ফুটপাত ও মহাসড়কে ভাসমান দোকানের কারণে প্রতিনিয়ত যানজট লেগেই থাকতো। তাছাড়া ফুটপাত দিয়ে মানুষ হাটাচলাও করতে পারতো না। বৃহস্পতিবার অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় মহাসড়ক যানজট মুক্ত হয়েছে। সেই সাথে ভুলতা-গাউছিয়া এলাকার পরিবেশ সুন্দর হয়েছে। 

নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলে, মহাসড়ক যানজট মুক্ত করতে এ অভিযান চালানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।  
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ য নজট ম ক ত র পগঞ জ সহক র

এছাড়াও পড়ুন:

আলী রেজা রিপনের মৃত্যু নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন’র শোক

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ছোট ভাই মোহাম্মদ আলী রেজা রিপনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন। 

সোমবার সকালে (৭ এপ্রিল) হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লালে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। 

মোহাম্মদ আলী রেজা রিপনের মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৫৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সাবেক পৌরপিতা আলী আহাম্মদ চুনকার তৃতীয় সন্তান মোহাম্মদ আলী রেজা রিপন। দুই ভাইয়ের মধ্যে রিপন বড়। ছোট ভাই আহাম্মদ আলী রেজা উজ্জল মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক ।

উজ্জল জানান, সেহেরী খেয়ে ঘুমানোর পর ভোরে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন রিপণ ভাই। সোমবার ও বৃহস্পতিবার সাপ্তাহিক রোজা নিয়মিত করেন তিনি। এ অবস্থায় হৃদরোগে আক্রান্ত হলে রিপন ভাইকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

মরহুমের মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের (এনজেটিজেএ) সভাপতি নাফিজ আশরাফ ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক গভীর শোক প্রকাশ করেছেন। সেই সাথে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • মাফিয়াতন্ত্র এখন বিএনপির দখলে : রফিউর রাব্বি
  • ওসমান পরিবারের বিদেশে পালিয়ে যাওয়ার দায় সরকার এড়াতে পারে না : রফিউর রাব্বি
  • নারায়ণগঞ্জ জেলা কারাগারের পুকুর থেকে কিশোরের লাশ উদ্ধার
  • নিতাইগঞ্জে কোকাকোলার গুদামে হামলার চেষ্টা, আটক ৪  
  • নারায়ণগঞ্জ জেলা কারাগারের সামনের পুকুরে কিশোরের লাশ
  • বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহুত হরতালের পূর্ণ সমর্থনে 
  • নারায়ণগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • রেজা রিপনের ইন্তেকালে সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ’র শোক
  • রেজা রিপনের ইন্তেকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক
  • আলী রেজা রিপনের মৃত্যু নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন’র শোক