হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন, ফি প্রদান ও ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখার ভারপ্রাপ্ত পরিচালক মো. খাদেমুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাবিপ্রবির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ভর্তির জন্য আবেদন ও ফি পরিশোধের সময়সীমা আগামী ১৩ মার্চ রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

এছাড়াও পূর্বঘোষিত ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ৫ মে ‘এ’ ইউনিট, ৬ মে ‘বি’ ইউনিট এবং ৭ মে ‘সি’ ও ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.

hstu.ac.bd) পাওয়া যাবে।

এ বিষয়ে জনসংযোগ ও প্রকাশনা শাখার (ভারপ্রাপ্ত) পরিচালক মো. খাদেমুল ইসলাম বলেন, “ভর্তি কমিটির আলোচনার ভিত্তিতে ভর্তি আবেদন, ফি প্রদান ও পরীক্ষার তারিখ পরিবর্তন করে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।”

ঢাকা/সংগ্রাম/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

এক লাখ মে. টন চাল ক্রয়ের প্রস্তাব বাতিল, কেনা হচ্ছে ডাল

বৈদেশিক উৎস থেকে বেসরকারি খাতে আমদানিকৃত চাল স্থানীয় দরপত্রের মাধ্যমে ক্রয়ের প্রস্তাব বাতিলের সিদ্ধান্ত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিকে অবহিত করেছে খাদ্য মন্ত্রণালয়। পাশাপাশি টিসিবি’র মাধ্যমে বিক্রির জন্য ১০ হাজার মে. টন মসুর ডাল ক্রয়ের প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। এতে ব্যয় হবে ৯৫ কোটি ৪০ লাখ টাকা।

বুধবার (৫ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় প্রস্তাব দুটিতে অনুমোদন দেওয়া হয়েছে। সভায় কমিটির সদস্য ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

সভা সূত্রে জানা গেছে, জরুরি প্রয়োজনে বৈদেশিক উৎস থেকে বেসরকারি খাতে ১ লাখ মে. টন চাল আমদানির একটি প্রস্তাব গত ৪ ফেব্রুয়ারি তারিখের ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির’ সভায় সিদ্ধান্ত হয়। পরবর্তীতে বৈদেশিক উৎস থেকে বেসরকারি খাতে স্থানীয় দরপত্রের মাধ্যমে ৫০ হাজার মে. টন বাসমতি চাল আমদানির জন্য উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলে ৯টি দরপত্র জমা পড়ে। এর মধ্যে ৮টি লটের দরদাতার মধ্যে সর্বনিম্ন দরদাতা কর্তৃক দাখিলকৃত দরপত্রে ৫০ হাজার মে. টন বাসমতি সিদ্ধ চালের জন্য উদ্ধৃত দর প্রাক্কলিত বাজার দরের চেয়ে তুলনামূলক  অনেক বেশি হওয়ায় টিইসি কর্তৃক দরগ্রহণ না করার সুপারিশ করে। সিদ্ধান্ত বাতিলের বিষয়টি উপস্থাপন করা হলে কমিটির সভায় তাতে সম্মতি দেওয়া হয়।

সভা সূত্রে জানা গেছে, সভায় ২০২৪-২০২৫ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১০ হাজার মে. টন মসুর ডাল (৫০ কেজির বস্তায়) ক্রয়ের একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। 

টিসিবি’র ফ্যামিলি কার্ডধারী ১ কোটি পরিবারের নিকট ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে ১০ হাজার মে. টন মসুর ডাল ক্রয়ের জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ৪টি দরপ্রস্তাব জমা পড়ে। টিইসি কর্তৃক সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান শেখ এগ্রো ফুড ইন্ডাষ্ট্রিজ এই ডাল সরবরাহ করবে। এতে ব্যয় হবে ৯৫ কোটি ৪০ লাখ টাকা। 

উল্লেখ্য ২০২৪-২০২৫ অর্থবছরে মসুর ডাল ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ লাখ ৮৮ হাজার মে. টন। এ পর্যন্ত ক্রয় চুক্তি সম্পাদন হয়েছে ১ লাখ ৪২ হাজার ৯৫০ মে. টন।

ঢাকা/হাসানাত

সম্পর্কিত নিবন্ধ

  • এক ইউপি চেয়ারম্যানের ৪৯ ব্যাংক হিসাব, লেনদেন ১৪,৩৭৬ কোটি টাকা
  • ২৫% নগদ লভ্যাংশ দেবে পাইওনিয়ার ইনস্যুরেন্স
  • লাফার্জহোলসিমের লভ্যাংশ সংক্রান্ত পর্ষদ সভা ১২ মার্চ
  • এক লাখ মে. টন চাল ক্রয়ের প্রস্তাব বাতিল, কেনা হচ্ছে ডাল
  • ডিজিটাল লেনদেনের ৮০% ঢাকায়
  • ভর্তিতে জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের জন্য আসন সংরক্ষণের সিদ্ধান্তে পরিবর্তন
  • শাহজালাল বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল ৯ মার্চ
  • শেয়ার হোল্ডারদের নগদ লভ্যাংশ দিলো ইন্দো-বাংলা ফার্মা
  • পারিবারিক সহিংসতা বাড়ছে