যুগ পেরিয়েও কিছু গানের আবেদন এতটুকু ম্লান হয়নি। আহমেদ রাজীবের গাওয়া তেমনই একটি গান ‘আজ দুঃখ ভোলার দিন’; যা এখনও শ্রোতা মনে অনুরণন তুলে যাচ্ছে। সে কারণেই একুশ বছর পর এ গানের রিক্রিয়েশন ভার্সন তৈরি করেছেন রাজীব।
প্রকাশ করেছেন জি-সিরিজের গ্লোবাল মিউজিক স্টোরে। শিগগিরই গানের ভিডিওটি ইউটিউবেও প্রকাশ করবেন বলে এই গানের শিল্পী, গীতিকার ও সুরকার রাজীব জানান।
এদিকে ‘আজ দুঃখ ভোলার দিন’-এর রিক্রিয়েশন ভার্সন প্রকাশের পাশাপাশি রাজীব ব্যস্ত সময় পার করছেন নতুন একক ও হ্যালির ধূমকেতু ব্যান্ডের বেশ কিছু গানের আয়োজন নিয়ে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ঈদের মাসে রেকর্ড ৩২৯ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা
গত ঈদুল ফিতরের আগে রেকর্ড পরিমাণ আয় পাঠিয়েছেন প্রবাসীরা। ১ মাসেই এসেছে ৩২৯ কোটি ডলার, যা এক মাসের হিসাবে যেকোনো সময়ের চেয়ে বেশি। বিদেশ থেকে প্রবাসীরা বৈধ পথে অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠিয়েছেন।
ব্যাংকাররা বলছেন, মূলত অর্থ পাচার কমে আসায় প্রবাসীরা তাঁদের আয় পাঠাতে বৈধ পথ বেছে নিয়েছেন। এর ফলে রমজান মাসে প্রবাসী আয়ে নতুন রেকর্ডের সৃষ্টি হয়েছে। গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর এটাই ছিল প্রথম ঈদ।
মার্চে মাসের প্রথম ২৪ দিনে ব্যাংকিং চ্যানেলে এসেছে ২৭০ কোটি মার্কিন ডলার। পুরো মাস শেষে যা বেড়ে হয়েছে ৩২৯ কোটি ডলার। এর আগে গত বছরের মার্চে এসেছিল ১৯৯ কোটি ডলার। ফলে মার্চে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে ৬৪ শতাংশ। এর আগে ফেব্রুয়ারি মাসে সব মিলিয়ে প্রবাসী আয় এসেছিল ২৫২ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে এমন তথ্য পাওয়া গেছে।
প্রবাসী আয় হলো দেশে ডলার জোগানের একমাত্র দায়বিহীন উৎস। কারণ, এই আয়ের বিপরীতে কোনো বিদেশি মুদ্রা খরচ করতে হয় না বা কোনো দায়ও পরিশোধ করার দরকার পড়ে না। অন্যদিকে রপ্তানি আয়ের বিপরীতে দেশে ডলার এলেও তার জন্য কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানি করতে আবার বিদেশি মুদ্রা খরচ করতে হয়। আবার বিদেশি ঋণ পরিশোধ করতেও ডলারের প্রয়োজন হয়। ফলে প্রবাসী আয় বাড়লে দেশের কেন্দ্রীয় ব্যাংকে ডলারের রিজার্ভ বা মজুত দ্রুত বৃদ্ধি পায়।
প্রবাসী আয় বৃদ্ধি পাওয়ায় ব্যাংকগুলোয় ডলারের যে সংকট চলছিল, তা অনেকটা কেটে গেছে বলে জানান কর্মকর্তারা। তাঁরা বলেন, ডলারের দাম নিয়ে যে অস্থিরতা ছিল, তা–ও কিছুটা কমে এসেছে। ব্যাংকগুলো এখন কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া সর্বোচ্চ ১২৩ টাকার মধ্যেই প্রবাসী আয় কিনছে।
সাধারণত দুই ঈদের আগে প্রবাসী আয় বছরের অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি আসে। তবে এবারের ঈদে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।
দেশে গত বছরের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর টানা ৭ মাস ধরে প্রতি মাসে ২০০ কোটি মার্কিন ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা। ফেব্রুয়ারিতে প্রবাসীরা পাঠিয়েছেন ২৫২ কোটি ৮০ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ বেশি। এ বছরের জানুয়ারিতে গত বছরের একই সময়ের চেয়ে প্রবাসী আয় ৩ শতাংশ বেশি আসে।
সব মিলিয়ে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম আট মাস জুলাই-মার্চে প্রবাসীরা দেশে ২ হাজার ১৭৭ কোটি ডলার পাঠিয়েছেন, যা এর আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ২৮ শতাংশ বেশি। আগের ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ১ হাজার ৭০৭ কোটি ডলার।
গত ৬৯ মাসের চিত্রবাংলাদেশ ব্যাংকের তথ্যভান্ডার ঘেঁটে গত ৫ বছর ৯ মাসের মাসওয়ারি প্রবাসী আয়ের চিত্র পাওয়া গেছে। সেখানে দেখা গেছে, চলতি মার্চ মাসেই সর্বোচ্চ ৩২৯ কোটি ডলার এসেছে। এর আগে ডিসেম্বরে সর্বোচ্চ ২৬৩ কোটি ডলার এসেছিল। ২০১৯-২০ সালের পর মাত্র ২৪ মাসে ২০০ কোটি ডলারের বেশি এসেছে।
জানা গেছে, ব্যাংকগুলোর মধ্যে প্রতিযোগিতা করে প্রবাসী আয়ের ডলার কেনা এখন অনেকটা কমে এসেছে। ফলে ডলারের দাম ১২৩ টাকার মধ্যেই রয়েছে। এতে পণ্য আমদানিতেও ডলারের দাম কম পড়ছে। ফলে আমদানি খাদ্যপণ্যের দাম সেভাবে বাড়েনি। আগে একসময় প্রতি ডলারের দাম ১২৮ টাকা পর্যন্ত উঠেছিল।