শিগগিরই ঘরে আসছে নতুন অতিথি। তাই কিয়ারা আদভানির বাড়িতে বইছে আনন্দের বন্যা। অভিনেত্রীর এই সুসময়ে দুশ্চিন্তায় কপালে ভাঁজ পড়েছে অভিনেতা ও নির্মাতা ফারহান আখতারের। এর কারণ একটাই, এ নির্মাতার ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা ‘ডন থ্রি’ থেকে সরে দাঁড়িয়েছেন কিয়ারা।
মাতৃত্বের কারণেই এই বলিউড অভিনেত্রীর এমন সিদ্ধান্ত। ‘ডন থ্রি’ সিনেমার সবকিছু গুছিয়ে এনেও মূল অভিনেত্রীর এভাবে সরে যাওয়ায় খানিকটা বিপাকে পড়েছেন ফারহান। এই মুহূর্তে কী করবেন, কিয়ারার পরিবর্তে কাকে নিয়ে কাজ করবেন, তা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে এ নির্মাতাকে। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, সাম্প্রতিক সময়ে একের পর এক সিনেমা হিট হওয়ায় বলিউডের ডাকসাইটে পরিচালক, প্রযোজকদের প্রিয় পাত্রী হয়ে উঠেছেন কিয়ারা আদভানি। সে কারণে পরিচালক ফারহান আখতারের তাঁর ‘ডন থ্রি’ সিনেমার মুখ্য অভিনেত্রীর চরিত্রের জন্য কিয়ারাকে নির্বাচন করেছিলেন। যে চরিত্রের জন্য বলিউডের আলোচিত অভিনেত্রীর অনেকে পরিচালকের দ্বারস্থ হয়েছিলেন, সেই চরিত্র হাতে পেয়েও অভিনয় করা হয়ে উঠছে না কিয়ারার। কারণ অন্তঃসত্ত্বার এই সময়টা অভিনেত্রী তাঁর পরিবারের সঙ্গেই কাটাতে চান।
তাঁর সিদ্ধান্ত নির্মাতারা সসম্মানের সঙ্গে মেনে নিলেও দুশ্চিন্তায় আছেন, নতুন নায়িকা নির্বাচন নিয়ে। এদিকে ‘টক্সিক’ ও ‘ওয়ার টু’ সিনেমার যে ক’টি দৃশ্যের শুটিং বাকি আছে, তা শেষ করেই অভিনয়ে বিরতি নেবেন বলে জানিয়েছেন কিয়ারা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ক য় র আদভ ন
এছাড়াও পড়ুন:
আইপিএলে আজ অনন্য কীর্তি গড়তে পারেন কোহলি
ছক্কার রাজা ক্রিস গেইল আইপিএলেও সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন (৩৫৭টি)। সবচেয়ে বেশি চার মেরেছেন শিখর ধাওয়ান (৭৬৮)।
তবে চার-ছক্কা মিলিয়ে সবার ওপরে বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে সব মৌসুম খেলা ‘কিং কোহলি’ এখন পর্যন্ত বাউন্ডারি মেরেছেন ৯৯৮টি।
বুঝতেই পারছেন, আইপিএল ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০০০ বাউন্ডারি থেকে কোহলি মাত্র দুটি শট দূরে। সেই মাইলফলকে তিনি আজই পৌঁছে যেতে পারেন।
আজ রাতে নিজেদের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলটির হয়ে ওপেনিংয়ে ব্যাট করা কোহলি হাজার বাউন্ডারির মাইলফলক ছুঁতে পারেন পাওয়ারপ্লেতেই।
গত বছর আইপিএলের সর্বোচ্চ রানসংগ্রাহক (৭৪১) কোহলি এবারও বেশ ছন্দে আছেন। বেঙ্গালুরুর হয়ে প্রথম চার ম্যাচে ৫৪.৬৬ গড়ে করেছেন ১৬৪ রান। ফিফটি আছে দুটি। ৯৭৭ বাউন্ডারি নিয়ে আইপিএলের ১৮তম আসরে খেলতে নামা কোহলি মেরেছেন আরও ১৫টি চার ও ৬টি ছক্কা।
৩৬ বছর বয়সী এই রানমেশিন এবারের আইপিএলেই স্বীকৃত টি-টোয়েন্টিতে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ১৩ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন। চিন্নাস্বামী স্টেডিয়ামে ১২৮ ছক্কা মেরে আইপিএলের এক ভেন্যুতে সর্বোচ্চ ছক্কায় ক্রিস গেইলের রেকর্ডও (১২৭) ভেঙেছেন। একই ভেন্যুতে আজ দুটি বাউন্ডারি মারলেই আরেকটি কীর্তি গড়ে ফেলবেন কোহলি।
আরও পড়ুনকোন ওষুধে কাজ হচ্ছে কোহলির বেঙ্গালুরুর০৮ এপ্রিল ২০২৫আইপিএলে সবচেয়ে বেশি বাউন্ডারির রেকর্ডটা অনেক আগে থেকেই কোহলির। ৯২০ বাউন্ডারি মেরে দুইয়ে থাকা শিখর ধাওয়ান গত বছর খেলোয়াড়ি জীবনকে বিদায় বলে দিয়েছেন।
আইপিএলে চার–ছক্কায় কোহলিকে অদূর ভবিষ্যতে কেউ ছুঁতে পারবেন বলে মনে হয় না