২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতিমূলক সভা
Published: 6th, March 2025 GMT
"২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১১ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ স্থানীয় সরকার বিষয়ক উপ-পরিচালক ( উপ- সচিব) ড.
সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে পঞ্চবট্টি বৌদ্ধভূমিতে শ্রদ্ধা নিবেদন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় জাতীয় দিবসে তোপধ্বনী, পুষ্পস্তবক অর্পণ, সকাল সাড়ে ৮টায় কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শণী, বেলা ১২টায় বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধণা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহিত হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ ইসল ম
এছাড়াও পড়ুন:
টানা ৯ দিনের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের ছুটি শেষে খুলছে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত অফিস ও আদালত।
রবিবার (৬ এপ্রিল) সকালে কর্মস্থলে যোগ দিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। খুলেছে ব্যাংক-বিমা এবং শেয়ারবাজারও। যদিও অফিস পাড়ায় কর্মচাঞ্চল্য পুরোপুরি আসেনি। এখনো রয়েছে ছুটির আমেজ।
মতিঝিল অফিস পাড়া ও সচিবালয় এলাকা ঘুরে দেখা গেছে, ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে তেমন কর্মব্যস্ততা নেই। নির্ধারিত সময়ের মধ্যেই আসছেন সবাই। সহকর্মীরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ব্যাংকগুলোতেও মানুষের আনাগোনা কম।
ঈদের আগে গত ২৭ মার্চ (বৃহস্পতিবার) ছিল শেষ কর্মদিবস। শুক্রবার (২৮ মার্চ) থেকে শুরু হয় টানা ৯ দিনের সরকারি ছুটি।
২০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়। এ জন্য টানা ৯ দিনের ছুটি মেলে। চাঁদ দেখার ওপর নির্ভর করে গত ৩১ মার্চ সোমবার দেশে ঈদুল ফিতর উদ্যাপিত হয়।
এদিকে, ছুটি শেষে ঢাকায় ফিরেছেন লোকজন। গতকাল ছিলো ঢাকা ফেরা মানুষের ভিড়। আজ সকালেও অনেকে ঢাকায় এসে সরাসরি অফিসে যোগদান করেছেন। বিশেষ করে ঢাকার আশপাশের জেলার লোকজন ভোরে বাড়ি থেকে রওনা দিয়ে অফিস করছেন।
ঢাকা/হাসান/ইভা