ধর্ষণ ও নৈরাজ্যের বিরুদ্ধে গবিতে বিক্ষোভ
Published: 6th, March 2025 GMT
দেশজুড়ে চলমান নৈরাজ্য, নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন থেকে শুরু হয়ে বাদামতলায় অবস্থান নেয় বিক্ষোভকারীরা। সেখান থেকে মূল ফটক ঘুরে আবার একাডেমিক ভবনের সামনে কর্মসূচি শেষ হয়।
এ সময় শিক্ষার্থীরা 'সাঈদ, শাকিল, মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
আরো পড়ুন:
নোয়াখালীতে স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ
ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা, আসামির বাড়ি ভাঙচুর
দেশের বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাসিম খান বলেন, “বর্তমান আইন ব্যবস্থা আরো কঠোর হওয়া প্রয়োজন। সরকার নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ। ধর্ষক, চাঁদাবাজদের দ্রুততম সময়ে বিচার না করলে, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাস্তায় নামব।
বাংলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস রিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, “দেশে মা-বোন কেউ নিরাপদ নয়। শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত ধর্ষণের শিকার হচ্ছে। আমরা বিচারহীনতার সংস্কৃতির অবসান চাই। আওয়ামী ফ্যাসিস্ট শাসনের বিচারহীনতা এখনো চলছে। আমরা ২৪-এর পর নিরাপত্তার যে আশা করেছিলাম, তা ভেঙে গেছে। এখনই ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”
বিক্ষোভে সংহতি প্রকাশ করে আইন বিভাগের প্রভাষক লিমন হোসাইন বলেন, “আমাদের শিক্ষার্থীরা জুলাই আন্দোলনের সময় ১১ জন নিয়ে মাঠে নেমেছিল, যা পরবর্তীতে গণ-অভ্যুত্থানে রূপ নেয়। আমরা ফ্যাসিস্ট শাসককে বিদায় করতে পেরেছি। এবারও আমরা ধর্ষণ ও নৈরাজ্যের বিরুদ্ধে আন্দোলনে সফল হব।”
ঢাকা/সানজিদা/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রোহিঙ্গা নারীকে জন্মসনদ দেওয়ায় রংপুরে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
ছবি: সংগৃহীত