অবশেষে ৮৬ মিনিটে মোহাম্মদ সালাহকে তুলে নিলেন আর্নে স্লট। সম্ভবত সালাহর মাঠ ছেড়ে যাওয়ায় এত স্বস্তি লিভারপুল সমর্থকেরা আর কখনোই অনুভব করেনি। এমনকি মাঠ ছাড়তে পেরে সালাহ নিজেও যেন হাঁপ ছেড়ে বাঁচলেন।

পিএসজির বিপক্ষে গতকাল রাতে ৮৬ মিনিট ধরে যেভাবে খেলেছেন, সালাহ হয়তো তা দ্রুতই ভুলে যেতে চাইবেন। চলতি মৌসুমে ইউরোপিয়ান ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় সালাহ। কিন্তু সেই সালাহকে প্যারিসে সেরার আশপাশেও দেখা যায়নি। মাঠজুড়ে সালাহর ১১ নম্বর জার্সি পরে যেন দৌড়ে বেড়িয়েছে তাঁর অপরিচিত কোনো ছায়া।

গতকাল রাতটি শুধু সালাহর জন্যই নয়, পুরো লিভারপুল দলের জন্য ছিল ভুলে যাওয়ার মতো। পিএসজির আক্রমণের চাপে পিষ্ট হতে থাকা ‘অল রেড’রা যেন অপেক্ষায় ছিল শেষ বাঁশি বাজার।

আরও পড়ুনঅবিশ্বাস্য আলিসন, নেমেই গোল এলিয়টের, লিভারপুলের পিএসজি জয়১৬ ঘণ্টা আগে

পরিস্থিতি এমন যে ড্রও মনে হচ্ছিল জয়ের চেয়ে বড় কিছু। কিন্তু পাশার দান বদলে দেন হার্ভে এলিয়ট। সালাহর বদলি হিসেবে মাঠে নামার এক মিনিটের মধ্যে গোল করে পার্থক্য গড়ে দেন ম্যাচে। অপ্রত্যাশিত ও স্রোতের বিপরীতে পাওয়া এক গোল। যে গোলে লিভারপুলও পেয়ে যায় ১–০ ব্যবধানের জয়।

হতাশা নিয়ে বেরিয়ে যাচ্ছেন সালাহ.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প এসজ

এছাড়াও পড়ুন:

আবারও বাসিন্দাদের সরিয়ে গাজা খালি করার কথা বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গাজার ফিলিস্তিনিদের অন্য দেশে সরিয়ে নিয়ে গাজা উপত্যকা খালি করার কথা বলেছেন। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তবে ফিলিস্তিনিদের কোন দেশে সরিয়ে নিতে চান সে বিষয়ে কিছু বলেননি তিনি।

সংবাদ সম্মেলনে গাজাকে আবাসন নির্মাণের জন্য দারুণ স্থান হিসেবে বর্ণনা করেন ট্রাম্প। তিনি বলেন, গাজা উপত্যকার ‘নিয়ন্ত্রণ ও মালিকানার’ জন্য যুক্তরাষ্ট্রের একটি শান্তি বাহিনী থাকলে ভালো হবে।

আরও পড়ুনবাসিন্দাদের অন্য দেশে পাঠিয়ে গাজা খালি করতে চান ট্রাম্প২৬ জানুয়ারি ২০২৫

গাজায় একটি মুক্তাঞ্চল প্রতিষ্ঠা করতে চান ট্রাম্প। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে কেউ গাজায় বসবাস করতে চায় না।

অপরদিকে গাজা নিয়ে ট্রাম্পের সুরে কথা বলেন নেতানিয়াহু। তিনি বলেন, দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের পর গাজা পুনর্নির্মাণ করতে অনেক সময় লাগবে। গাজা নিয়ে ট্রাম্পের একটি পরিকল্পনা রয়েছে। তাঁরা সেটি নিয়ে কাজ করছেন।

আরও পড়ুন১৫ চিকিৎসাকর্মী হত্যার ভিডিও প্রকাশ, কী আছে ভিডিওতে০৬ এপ্রিল ২০২৫

গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর গাজার ফিলিস্তিনিদের অন্য দেশে সরিয়ে নিয়ে গাজা উপত্যকা খালি করার ইচ্ছা প্রকাশ করেন ট্রাম্প। এ জন্য গাজার বাসিন্দাদের আশ্রয় দিতে মিসর ও জর্ডানের প্রতি আহ্বান জানান তিনি।

তবে ট্রাম্পের এমন মন্তব্যের তীব্র সমালোচনা করে গাজার সশস্ত্র প্রতিরোধ সংগঠন প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদ (পিআইজে)। গাজার শাসকগোষ্ঠী হামাসের সঙ্গে মিলে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধযুদ্ধ করে আসা এই সংগঠনটি বলেছে, ফিলিস্তিনিদের তাদের নিজ ভূখণ্ড ছেড়ে যেতে বাধ্য করতে ট্রাম্পের এমন মন্তব্য যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ উসকে দেওয়ার শামিল।

সম্পর্কিত নিবন্ধ