রূপগঞ্জে পুলিশের উপর হামলা ও মারধরে ৫ সিএনজি চালক গ্রেপ্তার
Published: 6th, March 2025 GMT
রূপগঞ্জে পুলিশের উপর সিএনজি চালকদের হামলা ও পুলিশকে মারধরের ঘটনায় অভিযুক্ত ৫ সিএনজি চালককে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৫ মার্চ) রাত থেকে বৃহস্পতিবার (৬ মার্চ) ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে রূপগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতাকৃতরা হলো- উপজেলার গুতিয়াবো এলাকার সিএনজি চালক আব্দুর রউফ, পিতলগঞ্জ এলাকার কাউসার, কাঞ্চন মায়াবাড়ী এলাকার ফরদৌস, আরিফ ও বাদল।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, গতকাল বুধবার (৫ মার্চ) পুলিশের উপর চড়াও হয়ে দুজনকে আহত করার ঘটনায় রূপগঞ্জ থানার এসআই ফরহাদ হোসেন বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আর ও ১৫০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেন।
সেই মামলার ভিত্তিতে পুলিশ বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আব্দুর রউফ, কাউসার, ফেরদৌস, আরিফ ও বাদলকে গ্রেফতার করে।
পরে গ্রেফতারকৃতদের জজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয় বলে জানান রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী।
এর আগে বুধবার (৫ মার্চ) সকালে পূর্বাচল উপশহরের কুঁড়িল বিশ্বরোড এলাকায় তিনশ' ফুট সড়কে চলাচলরত সিএনজি চালকদের কাছ থেকে প্রতি মাসে গাড়ি প্রতি তিন থেকে চার হাজার টাকা চাঁদা দাবি করে বিআরটিসি বাসের ঠিকাদারের নিয়োজিত রাকিব ও জিহাদের লোকজন। চাঁদা না দেয়ায় বেশ কয়েকজন সিএনজি চালকদের মারধেরসহ কয়েকটি সিএনজি ভাংচুর করে তারা।
এ ঘটনার প্রতিবাদে দুপুরে সিএনজি চালকরা একত্রিত হয়ে তিনশ' ফুট সড়কের কাঞ্চন সেতুর পশ্চিমপাড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে এবং বিআরটিসি বাস চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে পূর্বাচল চায়না ক্যাম্প থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করার চেষ্টা করে। এসময় বিক্ষুব্ধ সিএনজি চালকরা পুলিশের এসআই আবু ছাইম ও কনস্টেবল বাচ্চু মিয়াকে মারধর করে আহত করে।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ র পগঞ জ থ ন স এনজ
এছাড়াও পড়ুন:
এক লাল কার্ডে ৯ মাস নিষিদ্ধ কোচ
ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে গেল ২ মার্চ অলিম্পিক লিওঁ’র কোচ পাউলো ফন্সেকা লাল কার্ড দেখেছিলেন। আর সেই এক লাল কার্ডে ৯ মাস নিষিদ্ধ হলেন তিনি।
ব্রেস্টের বিপক্ষের ওই ম্যাচে পেনাল্টি সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে রেফারির সঙ্গে তর্ক শুরু করেছিলেন তিনি। এক পর্যায়ে রেফারিকে মাথা দিয়ে আঘাতও করে বসেন। রেফারি বেনোয়া মিয়ে’র সিদ্ধান্ত ভিএআরের মাধ্যমে বদলে গেলেও রেফারির প্রতি ফন্সেকা অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানোয় তাকে লাল কার্ড দেখাতে বাধ্য হন। সেই ম্যাচে লিওঁ ২-১ গোলে ব্রেস্টকে হারিয়েছিল। কিন্তু লাল কার্ড দেখে তাদের কোচ ৯ মাসের জন্য নিষিদ্ধ হলেন।
ফ্রেঞ্চ ফুটবল লিগ এক বিবৃতিতে জানায়, পর্তুগালের এই কোচ চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত ম্যাচ অফিসিয়ালদের কাছ থেকে দূরে থাকবেন এবং ১৫ সেপ্টেম্বর পর্যন্ত তাকে ড্রেসিংরুম, মাঠ কিংবা টানেলেও যেতে পারবেন না।
আরো পড়ুন:
আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের দল ঘোষণা, ফিরলেন নেইমার
বিশ্বকাপের চেয়ে ‘দ্বিগুণ প্রাইজমানি’ থাকছে ফিফা ক্লাব বিশ্বকাপে
ক্লাব লিওঁ ফন্সেকার শাস্তিকে অবশ্য ‘অভূতপূর্ব’ বলে উল্লেখ করেছে। ফন্সেকার অধীনে লিওঁ ৫ ম্যাচ খেলে ৩টিতে জয় ও ২টিতে হেরেছে। বর্তমানে লিওঁ ২৪ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে।
ফন্সেকা ছাড়াও অলিম্পিক মার্শেইয়ের সভাপতি পাবলো লোঙ্গোরিয়াও সম্প্রতি ১৫ ম্যাচের জন্য নিষিদ্ধ হন।
ঢাকা/আমিনুল