বুধবার রাতে ফেসবুকে পোস্ট দিয়ে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ডিপিএলের ম্যাচ ছিল তার। রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ম্যাচের আগে তাকে গার্ড অব অনার দেন সতীর্থরা। ম্যাচে ব্যাট করতে হয়নি, তবে তিন ডিসমিশাল করেন মুশফিক। হার দিয়ে আসর শুরু করা মোহামেডানও পেয়েছে ৭ উইকেটের বড় জয়।

মোহামেডানের মতো হার দিয়ে ডিপিএল মৌসুম শুরু করেছিল গত মৌসুমের অপরাজিত চ্যাম্পিয়ন আবাহনী। বৃহস্পতিবার তারা গুলশান ক্রিকেট ক্লাবকে ধসিয়ে ১৬৫ রানের বিশাল জয় পেয়েছে। এছাড়া প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৩ উইকেটে জিতেছে পারটেক্স গ্রুপ।

মিরপুরে রূপগঞ্জ ৯ উইকেটে ২২২ রান করে। মোহামেডান ৩৭.

৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ওই রান তুলে ফেলে। মোহামেডানের হয়ে ওপেনার তামিম ইকবাল ১৪ রান করে ফিরে যান। তিনে নামা মাহিদুল অঙ্কন ৯৭ বলে ৮১ রান করেন। পাঁচটি চার ও দুটি ছক্কা মারেন। তাওহীদ হৃদয় ৪৭ বলে ৭৪ রানের হার না মানা ইনিংস খেলেন। ১১টি চারের সঙ্গে একটি ছক্কা তোলেন তিনি।

বিকেএসপির চার নম্বর মাঠে গুলশান ক্লাবের বিপক্ষে শুরুতে ব্যাট করে আবাহনী ৬ উইকেটে ৩২৬ রান তোলে। পারভেজ ইমন ১২৪ বলে ১২৬ রান করেন। নয়টি চার ও আটটি ছক্কা মারেন তিনি। মোহাম্মদ মিঠুন ৬৫ বলে ৭২ রানের ইনিংস খেলেন। জবাবে লিটন দাস, জাওয়াদ আবরার, আজিজুল হাকিম, ইফতিদের গুলশান ক্লাব ২৯.৪ ওভারে ১৬১ রানে অলআউট হয়।

বিকেএসপির তিন নম্বর মাঠে প্রাইম ব্যাংক শুরুতে ব্যাট করে ৮ উইকেটে ২৯৯ রান তোলে। ওপেনার নাঈম শেখ ৪৬ রান করেন। তিনে নামা জাকির হাসান ৩৯ রান যোগ করেন। শাহাদাত দিপু ৬৪ রান করেন। শামীম পাটোয়ারি ৬৯ রানের ইনিংস খেলেন। জবাবে পারটেক্সের রুবেল মিয়া ৪১, অধিনায়ক সাব্বির রহমান ৪৩ বলে ৫৩ এবং আলাউদ্দিন বাবু ৩২ বলে ৭৮ রানের ইনিংস খেলে পারটেক্সকে জেতান।   

উৎস: Samakal

কীওয়ার্ড: ড প এল র ন কর ন উইক ট

এছাড়াও পড়ুন:

সাবেক স্ত্রীর বিরুদ্ধে ৩ সংসার ভাঙার অভিযোগ করলেন হিরো আলম 

বাংলাদেশী সঙ্গীত ভিডিও মডেল, অভিনেতা, গায়ক হিরো আলমের সাবেক স্ত্রী রিয়া মনি তিনটি সংসার ভেঙেছেন বলে জানিয়েছেন তিনি। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে এক নারী মডেলকে সঙ্গে নিয়ে গাজীপুরের একটি পার্কে সংবাদ সম্মেলনে হিরো আলম এ সব কথা জানান।

হিরো আলম বলেন, ‘‘আমার পাশে যিনি বসে আছেন, তার নাম ইতি। তিনি একজন মডেল, গাজীপুরেই বাড়ি। আপনারা জানেন, কিছু দিন আগে আমার বাবা মারা গেছে। এরপরে রিয়া মনির সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে। আমার সেই সাবেক বউ তিন তিনটি সংসার নষ্ট করেছেন। আমার পাশে বসা এই আপুটির সংসার নষ্ট করেছেন, আমার নিজের সংসার নষ্ট করেছেন। এছাড়াও আমার বাবাকে দেখাশোনা করতেন, যে মেয়ে তার সংসারও নষ্ট করেছেন।’’

হিরো আলম অভিযোগ করে বলেন, ‘‘রিয়া মনি বিভিন্ন ইউটিউব চ্যানেলে টাকা দিয়ে আমার নামে অপবাদ ছড়াচ্ছেন। আমার পাশে বসা এই ইতির স্বামীর সঙ্গে প্রেম করছেন। যার ফলে তাকেও ডিভোর্স দিয়েছেন।’’

আরো পড়ুন:

তসলিমা নাসরিনের প্রশ্ন
রিয়ামণির মতো স্মার্ট মেয়ে কী কারণে হিরো আলমকে বিয়ে করেছিল

হিরো আলমকে মারধর, ৫ আসামি পেলেন জামিন

মডেল অভিনেত্রী ইতি বলেন, ‘‘আমি প্রেম করে বিয়ে করেছিলাম। আমার স্বামী ড্যান্সার। তিন বছরের সংসার আমাদের। তবে হিরো আলমের সাবেক বউ রিয়া মনি আমার স্বামীর সঙ্গে প্রেমে জড়ান। এরপর রিয়া মনির প্রলোভনে আমাকে ডিভোর্স দিয়েছেন। আমরা আজ তাদের চরিত্র জাতির সামনে তুলে ধরলাম।’’

ঢাকা/রেজাউল/বকুল

সম্পর্কিত নিবন্ধ