গার্ড অব অনারের পর তিন ডিসমিশাল মুশফিকের, মোহামেডান-আবাহনীর জয়
Published: 6th, March 2025 GMT
বুধবার রাতে ফেসবুকে পোস্ট দিয়ে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ডিপিএলের ম্যাচ ছিল তার। রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ম্যাচের আগে তাকে গার্ড অব অনার দেন সতীর্থরা। ম্যাচে ব্যাট করতে হয়নি, তবে তিন ডিসমিশাল করেন মুশফিক। হার দিয়ে আসর শুরু করা মোহামেডানও পেয়েছে ৭ উইকেটের বড় জয়।
মোহামেডানের মতো হার দিয়ে ডিপিএল মৌসুম শুরু করেছিল গত মৌসুমের অপরাজিত চ্যাম্পিয়ন আবাহনী। বৃহস্পতিবার তারা গুলশান ক্রিকেট ক্লাবকে ধসিয়ে ১৬৫ রানের বিশাল জয় পেয়েছে। এছাড়া প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৩ উইকেটে জিতেছে পারটেক্স গ্রুপ।
মিরপুরে রূপগঞ্জ ৯ উইকেটে ২২২ রান করে। মোহামেডান ৩৭.
বিকেএসপির চার নম্বর মাঠে গুলশান ক্লাবের বিপক্ষে শুরুতে ব্যাট করে আবাহনী ৬ উইকেটে ৩২৬ রান তোলে। পারভেজ ইমন ১২৪ বলে ১২৬ রান করেন। নয়টি চার ও আটটি ছক্কা মারেন তিনি। মোহাম্মদ মিঠুন ৬৫ বলে ৭২ রানের ইনিংস খেলেন। জবাবে লিটন দাস, জাওয়াদ আবরার, আজিজুল হাকিম, ইফতিদের গুলশান ক্লাব ২৯.৪ ওভারে ১৬১ রানে অলআউট হয়।
বিকেএসপির তিন নম্বর মাঠে প্রাইম ব্যাংক শুরুতে ব্যাট করে ৮ উইকেটে ২৯৯ রান তোলে। ওপেনার নাঈম শেখ ৪৬ রান করেন। তিনে নামা জাকির হাসান ৩৯ রান যোগ করেন। শাহাদাত দিপু ৬৪ রান করেন। শামীম পাটোয়ারি ৬৯ রানের ইনিংস খেলেন। জবাবে পারটেক্সের রুবেল মিয়া ৪১, অধিনায়ক সাব্বির রহমান ৪৩ বলে ৫৩ এবং আলাউদ্দিন বাবু ৩২ বলে ৭৮ রানের ইনিংস খেলে পারটেক্সকে জেতান।
উৎস: Samakal
কীওয়ার্ড: ড প এল র ন কর ন উইক ট
এছাড়াও পড়ুন:
ভেঙে গেল ৯ বছরের সংসার
বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন ভারতীয় দুই টিভি তারকা মুগ্ধ ছাপকার ও রাভিস দেশাই। এক বিবৃতিতে ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্তের কথা জানান তাঁরা। খবর বলিউড হাঙ্গামার
২০১৪ সালে জিটিভির সিরিয়াল ‘শতরঙ্গি শ্বশুরাল’-এর শুটিং সেটে তাঁদের পরিচয়। এরপর দ্রুতই দুজনের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৬ সালে বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে রাভিস লিখেছেন, ‘অনেক ভাবনাচিন্তা করার পর আমি আর মুগ্ধ স্বামী-স্ত্রী হিসেবে আমাদের পথচলা শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। একসঙ্গে আমাদের পথচলাটা দারুণ ছিল। দাম্পত্য জীবন শেষ হলেও বন্ধু হিসেবে আমাদের সম্পর্ক অটুট থাকবে।’
এই বিবৃতিতে তাঁর ব্যক্তিগত জীবনের প্রতি ভক্তদের শ্রদ্ধাশীল হওয়ারও আহ্বান জানিয়েছেন রাভিস।
টিভি সিরিজ ছাড়াও হিন্দি সিনেমা ‘হরর স্টোরি’, ‘কনট্রোল’, ‘বিজয় ৬৯’ ইত্যাদি সিনেমায় দেখা গেছে রাভিসকে।
অন্যদিকে মুগ্ধ ক্যারিয়ার শুরু করেন শিশুশিল্পী হিসেবে। ১৯৯৫ সালে হিন্দি সিনেমা ‘আজমাইশ’-এ দেখা গিয়েছিল তাঁকে। এরপর করেছেন ‘জিতা’, ‘রূপনগর কে ছিটি’ ইত্যাদি মারাঠি সিনেমা।
আরও পড়ুন‘সিনেমা নিয়ে এই উন্মাদনা থাকা জরুরি’০৫ এপ্রিল ২০২৫তবে সিনেমার চেয়ে টিভিতে কাজ করেই বেশি পরিচিতি পেয়েছেন মুগ্ধ। গত এক দশকে করেছেন ১০টির বেশি টিভি সিরিয়াল।