পোশাক নিয়ে ঢাবি ছাত্রীকে হেনস্তা: গ্রেপ্তার আসামির জামিন
Published: 6th, March 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে পোশাক নিয়ে ছাত্রীকে হেনস্তার অভিযোগে গ্রেপ্তার মোস্তফা আসিফের জামিন মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব এ আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তার কাছে মামলা প্রত্যাহারের আবেদন করেন বাদী। এ-সংক্রান্ত আবেদন আদালতে উপস্থাপন করে আসামির জামিন চাওয়া হয়। শুনানি শেষে জামিন মঞ্জুর করেন বিচারক।
অভিযুক্ত মোস্তফা আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার। ভুক্তভোগীর অভিযোগ পাওয়ার পরপরই বুধবার সন্ধ্যায় তাকে আটক করে শাহবাগ থানা পুলিশ। এরপর মধ্যরাতে অভিযুক্তকে ছাড়াতে শাহবাগ থানায় যান একদল লোক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্তা করেছেন মোস্তফা আসিফ– এমন অভিযোগ করে ভুক্তভোগী ছাত্রী ঘটনার বিবরণ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন। সেখানে অভিযুক্ত মোস্তফার ছবি দিয়ে তিনি লেখেন, ‘এই লোকটা আজ আমাকে শাহবাগ থেকে আসার পথে হ্যারাস করেছে। সে আমাকে হুট করে রাস্তায় দাঁড় করিয়ে দিয়ে বলে আমার ড্রেস ঠিক নাই, আমি পর্দা করি নাই ইত্যাদি ইত্যাদি। তার আচরণ খুবই অ্যাগ্রেসিভ ছিল। পরে তাকে আমি জিজ্ঞাসা করি, আপনি কোন হলে থাকেন, কোন ডিপার্টমেন্টে পড়েন। সে বলে এই ক্যাম্পাসের কেউ না।’
হেনস্তার শিকার শিক্ষার্থী প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে অভিযোগ করেন। পরে শাহবাগ থানায় মামলা করেন তিনি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আকাঙ্ক্ষা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটেনি: নাহিদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সমাজে এখন নানারকম অস্থিরতা দেখতে পাচ্ছি, আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নয়ন ঘটেনি আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী। আমাদের আহ্বান প্রত্যাশা থাকবে আমরা সকলে সহযোগিতা করব এবং পুলিশকে অবশ্যই সক্রিয় হতে হবে।
বৃহস্পতিবার এনসিপির মাসব্যাপী গণ-ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারের সংলগ্ন ইস্কাটন গার্ডেন রোডে দল-মত নির্বিশেষে পথচারী, দিনমজুর, রিকশাওয়ালা, শ্রমিকসহ গণমানুষের সঙ্গে প্রতিদিন এই ইফতার আয়োজন চালিয়ে যাবে এনসিপি।
অনুষ্ঠানের প্রথম দিনে যোগ দিয়ে নাহিদ বলেন, রমজান আমাদের আত্মসংযম, ধৈর্য এবং সহনশীলতার শিক্ষা দেয়, আমরা সেটা ধারণ করব। সমাজে সম্প্রীতি, সহিষ্ণুতার শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়, সেটা শুধু রমজান মাস নয় বছরব্যাপী আমরা তা চর্চা করব। সমাজে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠা হয় সেজন্য আমরা কাজ করব।
তিনি বলেন, আমাদের সমাজে এখন নানারকম অস্থিরতা দেখতে পাচ্ছি, আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নয়ন ঘটেনি আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী। পুলিশকে অবশ্যই সক্রিয় হতে হবে। পুলিশের কাজ পুলিশকে করতে দিতে হবে। নিজেরা কেউ আইন হাতে তুলে নেব না। শান্তি, সহনশীলতার কাজটি প্রত্যেকের নিজ জায়গা থেকে আমাদের করতে হবে।
নাহিদ বলেন, রমজান জুড়েই যেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রিত থাকে। ইদের সময়ও মানুষ স্বস্তিতে বাজার করতে পারে। সড়কে যেন নিরাপত্তা থাকে। এনসিপির কর্মসূচি নিয়ে নাহিদ বলেন, রমজানে আমাদের বড় কর্মসূচি থাকবে না, আমাদের গঠনতন্ত্র পরবর্তী পরিকল্পনা সাংগঠনিক কাজ করব। রমজানের পর দেশব্যাপী আমাদের কাজ শুরু হবে।
অনুষ্ঠানে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত, যুগ্ম সদস্যসচিব সাইফ মুস্তাফিজসহ অন্যরা উপস্থিত ছিলেন।