বাংলাদেশ ঋণগ্রস্ত জাতি হয়ে যাচ্ছে: এনবিআর চেয়ারম্যান
Published: 6th, March 2025 GMT
দেশে ভ্যাট ট্যাক্স আদায় কম বলে বাংলাদেশ ঋণগ্রস্ত জাতি হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। তিনি বলেন, ‘‘বহির্বিশ্বের চেয়ে বাংলাদেশের ভ্যাট-ট্যাক্স আদায় কম। তাই বাংলাদেশ ঋণগ্রস্ত জাতি হয়ে যাচ্ছে। বিদেশি সহায়তার ওপর নির্ভরশীলতা বাড়ছেই।’’
তিনি আরো বলেন, ‘‘দেশের উন্নয়নে রাজস্ব বাড়ানোর বিকল্প নেই। আর বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে যার যার সামর্থ্য অনুযায়ী সবাইকে ট্যাক্স দিতে হবে।’’
বৃহস্পতিবার (০৬ মার্চ) দুপুরে বরিশাল ক্লাবের কনফারেন্স কক্ষে ২০২৫-২৬ অর্থ বছরের প্রাক বাজেট আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয় রাজস্ব বোর্ড ও বরিশাল চেম্বার অব কমার্সের আয়োজনে এ সভা হয়েছে।
আরো পড়ুন:
মহাসড়কের হোটেল-রেস্তোরাঁয় ভ্যাট মেশিন বাধ্যতামূলক, লটারি জেতার সুযোগ ভোক্তার
ভ্যাট নিবন্ধন: ৬ মাসে এনবিআরের ২৬ শতাংশ প্রবৃদ্ধি
এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান বলেন, ‘‘দেশে ট্যাক্স আদায়ের পরিমাণ অনেক কম। উন্নত বিশ্বের ইউরোপ ৪৫ শতাংশ, আমেরিকা ৩৫ শতাংশ, জাপান ২৪ শতাংশ ট্যাক্স আদায় করলেও বাংলাদেশের ৭ শতাংশের এর সামান্য বেশি আদায় হচ্ছে। এ কারণে আমাদের ঋণ করতে হয়। বিশাল জনগোষ্ঠীর চাহিদা পূরণে অর্থ প্রয়োজন, তাই রাজস্ব আয় বাড়াতে হবে।’’
এনবিআর চেয়ারম্যান সেবাগ্রহিতাদের উদ্দেশে বলেন, ‘‘অনলাইনে রিটার্ন জমা দেয়াকে আরো সহজ করা হচ্ছে। আয়কর বিভাগের কোনো কর্মকর্তা, কর্মচারী যদি দুর্নীতির আশ্রয় নেয় কিংবা কেউ হয়রানি হলে অনলাইনে অভিযোগ করবেন।’’
তিনি বলেন, একেকজনে একেক রকম নয়, সবাইকে নিয়ে একই প্রক্রিয়ায় ভ্যাট আইন সিস্টেমকে পুনর্গঠন করতে চায় এনবিআর।
সভায় সভাপতিত্ব করেন বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি এবায়দুল হক চান। এ সময় এনবিআর মেম্বার বদিউল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও বরিশাল বিভাগের ৬ জেলার ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। এ সময় ব্যবসায়ীরা ট্যাক্স, ভ্যাট প্রদানে হয়রানি বন্ধ ও নানা দাবি তুলে ধরেন।
ঢাকা/বরিশাল/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
টেকনাফে নৌবাহিনী-পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফে পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল খায়েরকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তিনটি লম্বা দা ও শতাধিক ইয়াবা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেল পৌনে ৫টায় টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার আবুল খায়ের (৩১) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লামার পাড়ার বাসিন্দা। তার সহযোগী কোহিনূর আক্তার (২৮) হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাঘঘোনা এলাকার বাসিন্দা।
ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, গ্রেপ্তার আবুল খায়েরের বিরুদ্ধে হত্যা, অপহরণ ও ডাকাতিসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে টেকনাফ থানায় আটটির বেশি মামলা রয়েছে। এসব মামলায় সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
তিনি বলেন, “বুধবার (৫ মার্চ) মধ্যরাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লামার পাড়ায় কুখ্যাত ডাকাত আবুল খায়ের অবস্থান করছে— এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ও নৌবাহিনীর যৌথ দল সেখানে অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। সেসময় সে জলাশয়ে ঝাঁপ দেয়। পরে তাকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়।”
তিনি আরো বলেন, “গ্রেপ্তার ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে রাতেই হোয়াইক্যং ইউনিয়নের বাঘঘোনা এলাকার অপর একটি গোপন আস্তানায় অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে এক নারী সহযোগীকে আটক করা হয়। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিনটি লম্বা দা ও শতাধিক ইয়াবা উদ্ধার করা হয়।”
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
ঢাকা/তারেকুর/এস