কোরিয়ান থিসিস ফ্লিম ‘হুইসপার অফ নেচারের’ শুটিং
Published: 6th, March 2025 GMT
গবেষণা ফেলো নাজমুস গালিব তন্ময় গবেষণা ফ্লিম ‘উইচপার অফ নেচার’ নামের সিনেমা নির্মাণ করছেন। বান্দরবানে সিনেমাটির শুটিং চলছে।এটি তার থিসিস প্রজেক্টের অংশ। থিসিসের বিষয়- ভিশন্স অব দ্য আনকনসিয়াস: এন এক্সপ্লোরেশন অব মাইস এন-সেন্স ইন ড্রিম সিকুয়েন্স (Visions of the Unconscious: An Exploration of Mise en Scène in Dream sequences)’।
নাসমুস গালিব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশুনা করেছেন। বর্তমানে তিনি দক্ষিণ কোরিয়ার ডংসিও ইউনিভার্সিটির ফিল্ম এন্ড ভিএফএক্স বিভাগে সিনেমা নিয়ে গবেষণা কর্মে নিয়োজিত আছেন। দক্ষিণ কোরিয়ার বিখ্যাত সিনেমাবোদ্ধা ও প্রযোজক সাংহান চো-এর অধীনে গবেষণায় কর্মে নিয়োজিত আছেন সিনেমার নির্মাতা।
সিনেমাটি একজন কিশোরের জীবন ঘিরে। শহুরে ও অপ্রাকৃতিক জীবনে অভ্যস্ত হয়ে থৈ হারিয়ে ফেলা কিশোর প্রকৃতির ভেতর দিয়ে নতুন এক জীবনে ফিরে আসে। গল্পের সঙ্গে দর্শকের চোখের শান্তি হয়ে আসতে পারে গ্রাম ও পাহাড়ের প্রাকৃতিক দৃশ্য।
‘হুইসপার অফ নেচার’ সিনেমাটির পরিচালনায় ও প্রযোজনায় সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশি প্রডাকশন হাউজ সিনেমা এক্সপেরিয়ান্স ও ফিল্মিক স্টেশনের টিম। নির্মাতা গালিব বলেন, সভ্যতার নামে দ্রুত আমরা যেদিকে এগিয়ে যাচ্ছি তা আমাদের ভাবনা, কাজ ও জীবন গিলে খাচ্ছে। এই চোরাবালিতে একবার পড়লে আর বেরোতে পারছে না। অথচ আমাদের ফিরতেই হবে সহজ জীবনে। সিনেমাটি সকল শ্রেণীর দর্শকের চাহিদা পূরণ করবে এমন বিশ্বাস তার।
প্রডাকশন হাউজ সিনেমা এক্সপেরিয়ান্স ও ফিল্মিক স্টেশনের প্রধান সেজান মাহমুদ তমাল বলেন, গল্পের চিত্রনাট্যে সচারাচর চলিত গল্প থেকে বেরোনের চেষ্টায় আছি। তরুণ নির্মাতা গালিবকে সহয়তা করতে পেরে ভালো লাগছে। সিনেমাটিতে অভিনয় করেছেন আয়ান খান, নাজিম মাহমুদ, প্রণয় প্রান্ত, শাহীন সরকার প্রমূখ। সিনেমাটোগ্রাফি করছেন নাজিম মাহমুদ।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নোয়াখালীতে গাছ কাটার কাজ করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু
নোয়াখালীর সদর উপজেলায় বজ্রপাতে নুরুল আমিন (৪০) নামে একজন দিনমজুরের মৃত্যু হয়েছে। গাছ কাটার কাজ করতে গিয়ে তিনি এই বজ্রপাতের শিকার হন।
রবিবার (২৭ এপ্রিল) দুপুরে নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াল গ্রামের দালাল বাড়িতে এ বজ্রপাত ঘটে।
নিহত নুরুল আমিন উপজেলার নোয়াখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সল্যাঘটাইয়া গ্রামের নূর আহমেদ ছেলে।
স্থানীয়রা জানান, নোয়াখালীতে সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিলো। নুরুল আমিনসহ চারজন দিনমজুর জালিয়াল গ্রামের দালাল বাড়িতে গাছ কাটার কাজ করছিলেন। বৃষ্টির সাথে দুপুরের দিকে বিকট শব্দে বজ্রপাত হয়। এ সময় তিন দিনমজুর দৌঁড়ে নিরাপদে চলে যেতে সক্ষম হলেও নুরুল আমিনের হাতে গাছ কাটার করাত থাকায় তিনি নিরাপদে যেতে পারেননি। এসময় বজ্রপাতের শব্দে তার হ্রদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। সাথে চোখ ও কান দিয়ে রক্তক্ষরণ হয়। তিনি ঘটনাস্থলেই মারা যান।
সুধারাম মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এএসআই) রহমান মন্জুর বলেন, “বিষয়টি পুলিশকে জানানো হয়নি। তবে খোঁজ নেওয়া হবে।”
নোয়াখালী আওহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রফিকুল ইসলাম জানিয়েছেন, জেলা শহর মাইজদীতে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত তিন ঘণ্টায় ২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ (রবিবার) সারাদিন থেমে থেমে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ঢাকা/সুজন/টিপু