মব তৈরির অভিযোগে গণতান্ত্রিক ছাত্রসংসদে কাজী মাযহারুলের পদ স্থগিত
Published: 6th, March 2025 GMT
পোশাক নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হেনস্তার ঘটনাকে ভুলভাবে উপস্থাপন করে মব তৈরি করার অভিযোগে গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সংগঠক কাজী মাযহারুল ইসলামের সদস্যপদ স্থগিত করা হয়েছে।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রথম অভিযুক্তের পক্ষে অবস্থান নিয়ে জনমত তৈরি করেন, যার প্রেক্ষিতে শাহবাগ থানায় মব পরিস্থিতির অবতারণা হয়।
ছাত্রসংসদের সদস্যসচিব জাহিদ আহসানের পাঠানো বার্তায় বলা হয়, ভুল তথ্য ছড়িয়ে মব উসকে অরাজক পরিস্থিতি তৈরির জন্য কাজী মাজহারুল ইসলামের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য পদ স্থগিত করা হয়েছে। এছাড়া তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না এজন্য এক কার্যদিবসের মধ্যে আহ্বায়ক বরাবর সদুত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সংগঠনের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানানো হয়।
এদিকে এ হেনস্তার ঘটনায় সহকারী প্রক্টর রফিকুল ইসলামকে আহ্বায়ক রেখে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত চলাকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার অভিযুক্ত মোস্তফা আসিফ অর্নব অব্যাহতিতে থাকবেন বলে জানানো হয়েছে। তদন্ত প্রতিবেদন সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট তার ব্যাপারে ব্যবস্থা নেবে।
বৃহস্পতিবার বিকেলে প্রক্টর সাইফুদ্দীন আহমেদ সমকালকে এ তথ্য জানিয়েছেন। তিন তদস্যের তদন্ত কমিটিতে আরও রয়েছেন- সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া এবং কেন্দ্রীয় গ্রন্থাগারের ডেপুটি লাইব্রেরিয়ান। তাদের দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সাইফুদ্দীন আহমেদ বলেন, তদন্ত কমিটি ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করবে। ভুক্তভোগী, অভিযুক্ত সবার সঙ্গে কথা বলবে এবং প্রকৃত ঘটনা উদঘাটন করতে যা যা করার তা করবে। তদন্ত প্রতিবেদন পেলে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট অভিযুক্তের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তদন্ত চলাকালে অভিযুক্ত চাকরিতে থাকতে পারবে না।
সহকারী প্রক্টর রফিকুল ইসলাম বলেছেন, তারা যাবতীয় ঘটনার বিশ্লেষণ করা শুরু করেছেন। দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ল ইসল ম সহক র তদন ত সদস য
এছাড়াও পড়ুন:
ফেব্রুয়ারিতে ২০০০ কোটি টাকার নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন
ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ নেটওয়ার্ক ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসেই ২ হাজার কোটি টাকার নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন করেছে।
ব্যাংকের ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ধারাবাহিকতা বজায় রেখে ডিপোজিট গ্রোথ অর্জন করার সক্ষমতা অর্জন করেছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) ব্র্যাক ব্যাংকের কমিউনিকেশন ডিভিশনের সিনিয়র ম্যানেজার মোহাম্মদ আব্দুর রহিমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য তুলে ধরা হয়েছে।
আরো পড়ুন:
কিছু ব্যাংকের বাঁচার সম্ভাবনা ক্ষীণ: গভর্নর
২৪৮ কোটি টাকার অবৈধ সম্পদ: স্ত্রী-সন্তানসহ বাচ্চুর বিরুদ্ধে ৪ মামলা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের এই অর্জন উদ্যাপনের লক্ষ্যে ৪ মার্চ ২০২৫ ঢাকায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক,
সিনিয়র জোনাল হেড- নর্থ এ.কে.এম. তারেক, সিনিয়র জোনাল হেড- সাউথ তাহের হাসান আল মামুন এবং ব্রাঞ্চ নেটওয়ার্কের রিজিওনাল হেড, ক্লাস্টার হেড ও ব্রাঞ্চ ম্যানেজাররা উপস্থিত ছিলেন।
ব্যাংকটির ব্রাঞ্চ নেটওয়ার্কের এমন অর্জন সম্পর্কে শেখ মোহাম্মদ আশফাক বলেন, “গ্রাহক আমানতে লক্ষ্যণীয় প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে আমাদের সাফল্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে গ্রাহকদের সাথে আমাদের সম্পর্ক এবং যোগাযোগ। আমাদের ব্রাঞ্চ নেটওয়ার্কের সম্প্রসারণ, গ্রাহক সেবার উন্নয়ন এবং ডিজিটাল ব্যাংকিং সেবার আধুনিকায়নে আমাদের অব্যাহত প্রচেষ্টাই এই প্রবৃদ্ধিকে ত্বরান্ত্বিত করেছে।”
“আমরা আশাবাদী, ডিপোজিটের এই অনন্য মাইলফলক ২০২৫ ও পরবর্তী সালগুলোতে আরও বড় ধরনের সাফল্য অর্জনে সাহায্য করবে।”
ঢাকা/রাসেল