এই মুহূর্তে বাবর আজমের পাশে কে আছেন? কথা যেহেতু পাকিস্তান ক্রিকেট নিয়ে হচ্ছে, খারাপ সময়ে খুব বেশি মানুষকে বাবর পাশে পাবেন না। পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা যে অন্যের সমালোচনার জন্য ‘বিখ্যাত’! এই সময়ে তাঁর পাশে থাকার জন্য নয় তাঁদের।

খারাপ সময়ে বাবর পাশে পেয়েছেন শুধু তাঁর বাবাকেই। টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়ার পর বাবরের বাবা আজম সিদ্দিকই আবার বাবরের হয়ে ব্যাট ধরলেন। বাবরের সমালোচনা করা সাবেক ক্রিকেটারদের সতর্ক করেও দিয়েছেন তিনি।

বাবর টি-টোয়েন্টি দল থেকে কেন বাদ পড়েছেন? এই বাবর গত বছরের আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলেও ছিলেন। ২৪ ম্যাচে রান করেছিলেন ৭৩৮, সেটিও ১৩৩.

২১ স্ট্রাইক রেটে। পাকিস্তানের হয়ে গত বছর সর্বোচ্চ রান এই বাবরের ব্যাট থেকেই এসেছে। এরপরও তাঁকে টি-টোয়েন্টির নতুন শুরুর পথে বাধা মনে করছেন নির্বাচকেরা। সে কারণেই তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।

আমি সব সম্মানিত ও কিংবদন্তি খেলোয়াড়কে অনুরোধ করছি, কথা বলার সময় সতর্ক থাকুন। যদি কেউ জবাব দেয়, তাহলে হয়তো সহ্য করতে পারবেন না।বাবর আজমের বাবা

দল থেকে বাদ পড়েছেন, সঙ্গে নিয়মিত সাবেকদের কড়া কথার মুখে পড়তে হচ্ছে পাকিস্তানের সাবেক অধিনায়ককে। চ্যাম্পিয়নস ট্রফিতে বাবর ব্যর্থ হয়েছেন, এটা ঠিক। তবে ব্যর্থতা তাঁর একার ছিল না। এই দলে থাকা বেশির ভাগ ক্রিকেটারই তো পারফর্ম করতে পারেননি। সে কারণেই তো দল হিসেবে জয়হীন থেকে সবার আগে বাদ পড়েছে দলটি। তবে সব সমালোচনা যে শুনতে হয় বাবরকেই, যা অনেক সময় ছাড়িয়ে যায় ভদ্রতার সীমাও।

সে কারণেই বাবরের বাবা সবাইকে সতর্ক করে দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘আমি সব সম্মানিত ও কিংবদন্তি খেলোয়াড়কে অনুরোধ করছি, কথা বলার সময় সতর্ক থাকুন। যদি কেউ জবাব দেয়, তাহলে হয়তো সহ্য করতে পারবেন না। আপনারা অতীত, আর এই দরজা কখনো খুলবে না।’

টি-টোয়েন্টির বর্ষসেরা দলে থাকার পরও বাদ পড়া নিয়ে কথা বলেছেন বাবরের বাবা, ‘আইসিসি টি-টোয়েন্টি দলের বছরের সেরা দলে থাকা এবং ক্যাপ পাওয়া সত্ত্বেও দল থেকে বাবর বাদ পড়েছে। এটি ব্যাপার নয়। সে জাতীয় টি-টোয়েন্টি ও পিএসএলে ভালো পারফরম্যান্স করবে এবং শিগগিরই দলে ফিরে আসবে।’

আরও পড়ুনপারভেজের সেঞ্চুরিতে আবাহনীর জয়, জিতেছে মোহামেডানও১ ঘণ্টা আগে

পাকিস্তানের সমর্থকদের বাবরের রেকর্ডের দিকে চোখ বোলানোর অনুরোধ করেছেন তিনি, ‘যারা ক্রিকেট ভালোবাসেন, আমি তাঁদের অনুরোধ করছি, সারা দিন অনেক কথা বলে যারা সমস্যা তৈরি করে, তাদের কথা শোনার আগে একবার পিসিবির ওয়েবসাইটে তার পারফরম্যান্স দেখে নিন। বাকিদের জন্য এটুকুই যথেষ্ট। পাকিস্তান চিরজীবী হোক।’

বাবরের বাবা বাবরের বিষয়ে অনেক কথা বলেন, এমন একটা কথা পাকিস্তান ক্রিকেটে শোনা যায়। এই অভিযোগেরও কড়া জবাব দিয়েছেন বাবরের বাবা, ‘কেউ কেউ বলে, বাবরের বাবা অনেক কথা বলে। আমি তার (বাবরের) প্রথম ও শেষ কোচ, মুখপাত্র, পরামর্শক এবং সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী।’

আরও পড়ুনআইপিএলে ড্রেসিংরুমে নিষিদ্ধ খেলোয়াড়দের বউ–বান্ধবী০৪ মার্চ ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব বর র ব ব দল থ ক সতর ক

এছাড়াও পড়ুন:

সফটওয়্যার ফুটসাল বিজয়ী ইরা ইনফোটেক

ইন্টার সফটওয়্যার ফুটসাল টুর্নামেন্ট ২০২৫ (সিজন ৯) পর্বের বিজয়ী হয়ে ইরা ইনফোটেক লিমিটেড নতুন সম্ভাবনার বার্তা দিয়েছে। ফাইনালে রোমাঞ্চকর পেনাল্টি শুটআউটে ২-১ গোলে এনোসিস সল্যুশনকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতেছে তারা। বিজয়ী হওয়ার পেছনে দলগত মনোবল, অদম্য সাহস ও নিরলস প্রচেষ্টা কাজ করেছে।

ইরা ইনফোটেকের চ্যাম্পিয়নশিপের পথ সহজ ছিল না। কোয়ার্টার ফাইনালে উত্তেজনাপূর্ণ ম্যাচে ইরা পাঠাওকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে নিজের জায়গা নিশ্চিত করে। সেমিফাইনালে জয়ের ধারা অব্যাহত রেখে অপ্টিমিজলিকে ৩-০ গোলে পরাজিত করে। ম্যাচে প্রশংসার দাবিদার ছিলেন অ্যাটাকিং মিডফিল্ডার দিদারুল ইসলাম। যার জোড়া গোল দলকে পৌঁছে দেয় ফাইনালে।

ইরা ইনফোটেক ফাইনালে এনোসিস সল্যুশনের মুখোমুখি হয়। দুই দলই তাদের দক্ষতা ও প্রত্যয় নিয়ে খেলেছে। কিন্তু ১৬ মিনিটের নিয়মিত খেলায় (দুটি ৮ মিনিটের হাফে বিভক্ত) দুই দলই গোল করতে ব্যর্থ হয়। পেনাল্টি শুটআউটে গোলরক্ষক জাহিদুল ইসলাম দুটি শট সেভ করে দলকে ২-১ গোলে জয় এনে দেন। দুর্দান্ত পারফরম্যান্স টুর্নামেন্টের ইতিহাসে তাকে অনন্য উচ্চতায় নিয়ে যায়।

চলতি আসরে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মো. মাশরুর রহমান খান। তার দক্ষতা, ধারাবাহিকতা ও চাপের মুহূর্তে সেরা পারফরম্যান্স ইরা ইনফোটেকের চ্যাম্পিয়ন হওয়ার পথে সুগম হয়।

জয় ছিল পুরো দলের সম্মিলিত প্রচেষ্টার ফল। দলনেতা ইফতেখার আহমেদ দুর্জয় ও সহ-দলনেতা সজিব মোল্লার নেতৃত্বে দলটি শিরোপা জিতে নেয়। ইরা ইনফোটেক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মাবুদ, যার দিকনির্দেশনায় দলটি সাফল্য অর্জন করে।

দলের পেছনে কোচ মো. তাওফিক মুহাম্মদ আব্দুস সাত্তার ও ব্যবস্থাপক কাজী আনিসুর রহমানের অবদান ছিল অপরিসীম। দলের কৌশলগত পরিকল্পনা, সুনিপুণ প্রস্তুতি ও খেলোয়াড়দের দক্ষতা উন্নয়নের পরিশ্রম তাদের বিজয়ী দলে পরিণত করে। ইন্টার সফটওয়্যার ফুটসাল টুর্নামেন্ট-২০২৫ (সিজন ৯) পর্বের শিরোপা জেতায় ইন্ডাস্ট্রি দলটিকে অভিনন্দন জানিয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • আলিসন ও সেজনি: মানব থেকে অতিমানব
  • পিএসজি হারল ‘বিশ্ব সেরা’ গোলরক্ষকের বিপক্ষে!
  • বিশ্বকাপ ফাইনালের বিরতিতে থাকবে সুপার বোলের মতো আয়োজন
  • সফটওয়্যার ফুটসাল বিজয়ী ইরা ইনফোটেক
  • ‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
  • আকিবের চোখে বাংলাদেশ যেখানে ছিল ভারতের ঠিক পরই
  • ভারতের মাথাব্যথা হবেন হেড, আশা স্মিথের
  • বেসরকারি সংস্থায় চাকরি, পদ ৮৫