ফরিদপুরের ভাঙ্গা পৌরসভায় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুটি দোকানে ঢুকে পড়েছে। এতে দোকান দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন দোকানিরা। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে ভাঙ্গা বাজারের প্রধান সড়কের পান বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

কয়েকজন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, ভাঙ্গা বাজার প্রধান সড়কের পাশেই ‘শ্রী দুর্গা ভান্ডার’ নামে একটি মুদি ও ‘সুফিয়ান শু স্টোর’ নামের একটি জুতার দোকান অবস্থিত। আজ সকালে নিয়ন্ত্রণ হারিয়ে মালভর্তি একটি ট্রাক এই দুই দোকানে ঢুকে পড়ে।

শ্রী দুর্গা ভান্ডারের স্বত্বাধিকারী বিপ্লব সাহা (৪৫) জানান, এ দুর্ঘটনায় দোকানটির সামনের অংশে ব্যাপক ক্ষতি হয়েছে। এতে অন্তত আড়াই লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে। দুর্ঘটনার সময় দোকানের ক্যাশে বসে ছিলেন তাঁর ভাই সুভাষ সাহা (৩৬)। সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন তিনি।

অন্যদিকে সুফিয়ান শু স্টোরের মালিক মিজানুর রহমান জানান, তাঁর দোকানের ডেকোরেশনের আসবাব ও ফ্যান নষ্ট হয়েছে। জুতা, স্যান্ডেলসহ কয়েক লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে।

ভাঙ্গা বাজারের ব্যবসায়ীদের অভিযোগ, দুর্ঘটনার সময় ট্রাকটি চালকের সহকারী চালাচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনার পর চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন বলে জানান ভাঙ্গা থানার উপপরিদর্শক মো.

সিরাজুল ইসলাম। তিনি জানান, ট্রাকটি থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দ র ঘটন

এছাড়াও পড়ুন:

ফোনে পরিচয়-প্রেম, বিয়ের আশ্বাসে নারীকে ধর্ষণের অভিযোগ

রাজশাহীর তানোরে বিয়ের কথা বলে এক সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে উঠেছে খাইরুল ইসলাম নামে এক যুবকের বিরুদ্ধে। এ অভিযোগে মঙ্গলবার রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা করেছেন।

অভিযোগ থেকে জানা যায়, ভুক্তভোগী নারীর সঙ্গে সরনজাই ইউনিয়নের খাইরুল ইসলামের মোবাইল ফোনে পরিচয় হয়। এরপর তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠে। গত ৩ মার্চ রাতে ওই নারীকে খাইরুল বাড়ির পাশে ডেকে আনে। এরপর বিয়ের আশ্বাস দিয়ে তাকে ধর্ষণ করে। পরে বিয়ের জন্য চাপ দিলে কৌশলে পালিয়ে যায় সে। এ ঘটনায় পরের দিন তানোর থানায় ধর্ষণ মামলা করেন ওই নারী। ঘটনার পর থেকে খাইরুল গা ঢাকা দিয়েছেন। 

থানায় মামলা দায়েরের পর থেকে ওই নারী ও তাঁর পরিবারকে নানা ধরনের হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে খাইরুলের লোকজন। স্থানীয় প্রভাবশালীরাও মীমাংসার জন্য নানাভাবে চাপ দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে। 

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, স্বামী পরিত্যক্ত ওই নারীর অভিযোগ আমলে নিয়েছে পুলিশ। বুধবার সকালে নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। খাইরুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক লাইফ সাপোর্টে
  • অস্ত্র ঠেকিয়ে তিন অটোরিকশাচালক ও শ্রমজীবীর ঘরে ডাকাতি
  • ঋণখেলাপি মামলায় আহসান গ্রুপের চেয়ারম্যান শহিদুল আহসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • তারা কেন দুটো করে ঘড়ি পরেন?
  • বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ৫৬ জেলেকে ধরে গিয়ে গেছে মিয়ানমারের নৌবাহিনী
  • সরকারি গাড়ি ভাঙচুর, ৮০০ শ্রমিকের বিরুদ্ধে মামলা
  • ডিজেএডির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক হুমায়ুন চিস্তি 
  • যে কারণে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া হয়
  • ফোনে পরিচয়-প্রেম, বিয়ের আশ্বাসে নারীকে ধর্ষণের অভিযোগ