নাঈমুর রহমান দুর্জয় আর দেবব্রত পাল জুটি ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) দায়িত্বে ছিলেন অনেক বছর হলো। রাজনৈতিক পট পরিবর্তনে দুর্জয় নিজেকে গুটিয়ে নিলেও দেবব্রত সাধারণ সম্পাদক আছেন এখনও। জাতীয় দলের সাবেক এবং বর্তমান ক্রিকেটাররা কোয়াবেও পরিবর্তন চান।
বুধবার ঢাকার একটি রেস্তোরাঁয় ৩০ থেকে ৩৫ ক্রিকেটার মিলিত হয়েছিলেন কোয়াবের নির্বাচনের দাবিতে। বিসিবি পরিচালক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান জানান, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহানরা মিটিংয়ে উপস্থিত ছিলেন।
আকরাম বলেন, ‘দেবুরা তো অনেক বছর চালাল। সবাই চায় কোয়াব কার্যকর হোক এবং নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি দায়িত্ব নিক। শিগগিরই নির্বাচন হবে আশা করি।’
খালেদ মাসুদ পাইলসহ জাতীয় দলের বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার উপস্থিত ছিলেন বুধবারের সভায়। মূলত এক দশকের বেশি সময় ধরে দুর্জয়-দেবব্রত পালের নিয়ন্ত্রণে কোয়াব। বিসিবির নির্বাচনে তিন নম্বর ক্যাটেগরিতে প্রভাব ছিল তাদের।
বোর্ডের পরবর্তী নির্বাচনের আগে কোয়াবের নির্বাচন হলে পরিচালক পদে প্রার্থী মনোনীত করতে পারবে নতুন কমিটি। এ ছাড় কোয়াব কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে ক্রিকেটারদের স্বার্থ রক্ষায়।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
গাজায় নৃশংসতার প্রতিবাদে কাল বিএনপির প্রতিবাদ র্যালি
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংসতা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে রাজধানী ঢাকাসহ সারাদেশে মহানগরীতে প্রতিবাদ র্যালি করবে বিএনপি।
আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় নয়াপল্টন থেকে শুরু হয়ে এ র্যালিটি বাংলামোটরে গিয়ে শেষ হবে নলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।
দলের এ কর্মসূচি আয়োজনে এরই মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে চিঠি দিয়েছে বিএনপি। কর্মসূচি পালনে ঢাকা মহানগর বিএনপি ছাড়াও সকল অঙ্গসংগঠন প্রস্তুতি সভার আয়োজন করেছে। আজ সকাল থেকেই নয়াপল্টন কার্যালয় ছাড়াও মহানগর বিএনপি কার্যালয়ে ধারাবাহিক এ বৈঠক চলছে।