হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে চারদিন চিকিৎসার পর বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি। 

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএনপি মহাসচিব এখন সুস্থ রয়েছেন। রোববার হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

আজ বৃহস্পতিবার ঢাকায় একটি পাঁচতারা হোটেলে কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছে বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ইফতার অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন।

শায়রুল কবির জানান, সোহরাওয়ার্দী উদ্যানে বই মেলায় বইয়ের মোড়ক উন্মোচন অংশ নিতে গিয়ে মির্জা ফখরুল ধুলাবালির কারণে অসুস্থ অনুভব করেন। পরে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিএনপির সূত্র জানিয়েছে, ইউনাইটেড হাসপাতালের চিফ কার্ডিওলজি কনসালট্যান্ট অধ্যাপক এন এ এম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন মির্জা ফখরুল। তার রক্তে সোডিয়ামের মাত্রা কমে গিয়েছিল। আর বুকে কাশি জমাট বাঁধায় শ্বাসপ্রশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। প্রচণ্ড দুর্বল বোধ করছিলেন তিনি। এখন তিনি অনেকটা সুস্থ আছেন।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ ম র জ ফখর ল ইসল ম আলমগ র ফখর ল ব এনপ

এছাড়াও পড়ুন:

ময়মনসিংহে ৫ কলেজে ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

ময়মনসিংহ মহানগর শাখার অন্তর্ভুক্ত পাঁচ কলেজে ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক আল মো. রাফসান সামি ও সহদপ্তর সম্পাদক ইসফাক আহমাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, ময়মনসিংহ মহাবিদ্যালয়, আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজ, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি ও ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেস ছাত্রদল শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ময়মনসিংহ মহানগর শাখার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দের সার্বিক তত্ত্বাবধানে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম ও সাধারণ সম্পাদক তানভীর রবিনের সিদ্ধান্ত মোতাবেক ময়মনসিংহ মহানগর ছাত্রদলের অধীন পাঁচ কলেজের কমিটির অনুমোদন দেওয়া হলো।’

ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেস ছাত্রদলের সভাপতি পদে এফ এম আবুল খায়ের ও সাধারণ সম্পাদক পদে নাহিদ হাসানের নাম ঘোষণা করা হয়েছে। ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রদলের সাত সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে রবিন মোল্লা ও সাধারণ সম্পাদক পদে কামরুল ইসলাম আছেন।

ময়মনসিংহ মহাবিদ্যালয়ের ৬৩ সদস্যের কমিটির সভাপতি রাব্বা মাহবুব খান ও সাধারণ সম্পাদক বায়োজিদ বোস্তামী। ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি কলেজে ১৮ সদস্যবিশিষ্ট ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি মো. মোস্তফা ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান।

আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজে ৩৪ সদস্যের ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে ইশরাক আজমাইন ও সাধারণ সম্পদাক শাহরিয়ার রাতুল।

বিজ্ঞপ্তিতে প্রতিটি শাখা কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • চাঁদা না দেওয়ায় ভেঙে ফেলা হলো সীমানাপ্রাচীর
  • ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে রাজনীতি স্থগিত ঘোষণা, নিষিদ্ধ করার দাবি শিক্ষার্থীদের
  • মির্জা ফখরুলকে দেখতে হাসপাতালে রিজভী
  • ময়মনসিংহে ৫ কলেজে ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা