১০ রমজানের মধ্যে ঢাবিতে সশরীরে ক্লাস শেষ করার দাবি
Published: 6th, March 2025 GMT
আগামী ১০ রমজানের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অফলাইন তথা সশরীরে ক্লাস শেষ করার দাবিতে উপাচার্য কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. নিয়াজ আহমদ খানের কাছে এ স্মারকলিপি দেন সংগঠনটির ঢাবি শাখার নেতাকর্মীরা।
স্মারকলিপিতে বলা হয়েছে, গত ২ মার্চ থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। দুঃখজনক হলেও সত্য যে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ন্যায্যমূল্যে পুষ্টিকর খাবারের সুব্যবস্থা নেই। রমজানের সময় এ সংকট আরো প্রকট হয়। হলগুলোর ক্যান্টিন এবং মেসের নিম্নমানের খাবার খেয়ে শিক্ষার্থীদের পক্ষে রোজা রাখা অত্যন্ত কষ্টসাধ্য।
আরো পড়ুন:
নতুন রাজনৈতিক দল নিয়ে যা ভাবছেন ঢাবি শিক্ষার্থীরা
গণঅভ্যুত্থানে হামলাকারীদের বিচারসহ ১১ দাবি ঢাবি সাদা দলের
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ক্যালেন্ডার অনুযায়ি ২৩ রমজান অর্থাৎ আগামী ২৪ মার্চ পর্যন্ত বিভিন্ন বিভাগের ক্লাস-পরীক্ষা-অ্যাসাইনমেন্টসহ বিশ্ববিদ্যালয়ের সব ধরনের শিক্ষা কার্যক্রম চলমান থাকবে। হলের খাবারের দাম ও মান বিবেচনায় রমজানে এতদিন হলে অবস্থান করা শিক্ষার্থীদের জন্য কষ্টকর হয়ে যাবে।
রমজান মাসে বিশ্ববিদ্যালয় এলাকায় খাবারের অপ্রাপ্যতার কারণে অমুসলিম শিক্ষার্থীদেরও অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। পাশাপাশি বর্তমান আবহাওয়া বিবেচনায় মূল ক্যাম্পাস থেকে দূরে থাকা শিক্ষার্থীদের জন্য রোজা রেখে ক্লাসে আসাটাও কঠিন হয়ে পড়েছে।
এমতাবস্থায় শিক্ষার্থীদের মধ্য থেকে ১০ রমজানের মধ্যে অফলাইনে শিক্ষা কার্যক্রম শেষ করার দাবি জানাচ্ছি। সে ক্ষেত্রে প্রয়োজন সাপেক্ষে বিভাগগুলো অনলাইন ক্লাস পরিচালনা করতে পারে।
ঢাকা/সৌরভ/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
৪৪ থেকে ৪৭তম বিসিএসের নিয়োগপ্রক্রিয়ার নির্দিষ্ট রোডম্যাপ দাবি চাকরিপ্রার্থীদের
৪৪ থেকে ৪৭তম বিসিএসের নিয়োগপ্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য নির্দিষ্ট রোডম্যাপ প্রকাশের দাবি জানিয়েছেন এসব বিসিএস পরীক্ষায় অংশ নেওয়া চাকরিপ্রার্থীরা।
আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে এই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন তাঁরা। পরে এক ব্যাচ থেকে তিনজন করে প্রতিনিধি পিএসসির চেয়ারম্যানের কাছে তাঁদের দাবি জানিয়ে স্মারকলিপি দেন।
আরও পড়ুন৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা ৮ মে২৪ মার্চ ২০২৫স্মারকলিপিতে বলা হয়, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের আগেই ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করায় অনেক প্রার্থীকে বাধ্য হয়ে ৪৪, ৪৫ ও ৪৬তম পরীক্ষা দিতে হচ্ছে। ইতিমধ্যে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। অধিকাংশ প্রার্থী তিনটি লিখিত পরীক্ষা দিয়ে আবার ৪৭তম প্রিলিমিনারি পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন, যা প্রার্থীদের জন্য রীতিমতো অমানবিক। তাই ৪৪তম বিসিএসের ভাইভা মে মাসের মধ্যে শেষ করে আগামী জুনের মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশ এবং চলমান ৪৪ থেকে ৪৭তম বিসিএসের নিয়োগপ্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ করতে হবে।
প্রার্থীদের অন্যান্য দাবির মধ্যে আছে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল শেষে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে মৌখিক পরীক্ষা দ্রুত শুরু করতে হবে এবং ২০২৫ সালের ডিসেম্বরের আগে শেষ করতে হবে। ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল ও ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করার পর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার আয়োজন করতে হবে। এতে একই প্রার্থীর একাধিক বিসিএসে অংশ নেওয়ার প্রয়োজন হ্রাস পাবে, যা ফলাফলের প্রক্রিয়া ও সার্বিক বিষয়ের অনুকূল।
আরও পড়ুন৪৫তম বিসিএসের ফল দিতে আরও কত সময় নেবে পিএসসি২৭ মার্চ ২০২৫৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার অন্তত দুই মাস পরে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করতে হবে। এ ধরনের পরিকল্পনার মাধ্যমে বিসিএসের বর্তমান জট কাটানো সম্ভব বলে জানান প্রার্থীরা।
স্মারকলিপিতে আরও বলা হয়, ছাত্র-জনতার অভ্যুত্থানে জাতি এখন নতুন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্নে বিভোর। একই সঙ্গে বিভোর স্বপ্নবাজ একঝাঁক তরুণ, যাঁরা আগামী বাংলাদেশের সেবায় নিয়োজিত হতে চান। তাই বিসিএস প্রার্থীদেরও যাতে বৈষম্য আর অবিচারের বলি না হতে হয়, সে বিবেচনা ও পরিকল্পনা করে নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশীদার হতে সহায়ক হোক পিএসসি। আমরা আশাবাদী, আমাদের এই যৌক্তিক দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনা করে প্রার্থীদের হাতাশামুক্ত ও অনিশ্চয়তা থেকে রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পিএসসি।
আরও পড়ুন৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ জানাল পিএসসি২৪ মার্চ ২০২৫আরও পড়ুনসরকারি কর্মচারী বাতায়নে ব্যক্তিগত তথ্য হালনাগাদ না করলে পদোন্নতি নয়১ ঘণ্টা আগে