গত দুই বছর ধরে মূল্যস্ফীতি লাগামছাড়া। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি আরও অসহনীয়। ধানের মওসুম এবং শীতের সবজিতে বাজার সয়লাব হলেও খাদ্যেপণ্যের মূল্যস্ফীতি দুই অংকের নীচে নামেনি।

 নভেম্বর থেকে জানুয়ারি টানা তিন মাস মূল্যস্ফীতি কমে কমে আসার মধ্যেও খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ছিল ১০ শতাংশের ওপরে। অবশেষে ফেব্রুয়ারি মাসে এসে এ হার এক অংকে নেমে এল। মাসটিতে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে হয়েছে ৯ দশমিক ২৪ শতাংশ। ১১ মাস পর এ হার এখন দুই অংকে নিচে। 

সর্বশেষ গত বছেরর মার্চে খাদ্যের মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৮৭ শতাংশ। এপ্রিলে বেড়ে দাঁড়ায় ১০ দশমিক ২২ শতাংশ। সে ধারা এত দিন অব্যাহত ছিল।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: খ দ যপণ য

এছাড়াও পড়ুন:

তিন’শ পেরিয়ে বাংলাদেশ, বৃষ্টিতে খেলা বন্ধ

৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয়দিন শুরু করেছিল বাংলাদেশ। মুজারাবানির ওভারে তাইজুলের বাউন্ডারিতে তিন’শ রানে পৌঁছে গেল বাংলাদেশ। এর দুই বল পর খেলা বন্ধ হয়ে গেল বৃষ্টির বাগড়ায়। ৮৯.৪ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ৩০৩। স্বাগতিকদের লিড এখন ৭৬। ৪৪ বলে দুই চারে ২১ রানে খেলছেন মেহেদী হাসান মিরাজ। ২১ বলে দুই চারে তাইজুলের রান ১১।
 

সম্পর্কিত নিবন্ধ