শের-ই-বাংলায় সব আলো কেড়ে নিয়েছিলেন মুশফিকুর রহিম। রাতে ওয়ানডে থেকে অবসর ঘোষণার পর শুরু। ম্যাচের আগে গার্ড অব অনার আর শেষ কেক কেটে উদযাপন। সবমিলিয়ে মুশফিকময় দিনে হার দিয়ে শুরুর পর বড় জয়ের দেখা পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

মিরপুরে ঢাকা লিগের দ্বিতীয় রাউন্ডের খেলায় মুখোমুখি হয় মোহামেডান-রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। টস হেরে ব্যাটিং করতে নেমে মাত্র ২২২ রান করে রূপগঞ্জ। তাড়া করতে নেমে মাহিদুল ইসলাম অঙ্কন-তাওহীদ হৃদয়ের ব্যাটে ৩৭.

৫ ওভারে ৭ উইকেটে জয় পেয়েছে মোহামেডান।

অঙ্কন ৯৭ বলে ৮১ ও হৃদয় ৪৭ বলে ৭৪ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। এক পাশে আগলে রেখে খেলা অঙ্কনের হাতে ওঠে ম্যাচসেরার পুরস্কার। ৫টি চার ও দুটি ছয়ে অঙ্কন সাজান ইনিংসটি।

আরো পড়ুন:

প্রথম অ্যাসাইনমেন্টে ‘ফেল’ সাব্বির

শরিফুলের ভয়ংকর রূপ
১০ ওভারে ৫০ ডট বল, ১৪ রানে নিলেন ৪ উইকেট

একপ্রান্তে অঙ্কন যখন ধরে খেলছেন অন্য প্রান্তে ঝড় তোলেন হৃদয়। ১১টি চার ও ১টি ছক্কায় ঝড়ো ইনিংসটি সাজান হৃদয়। অধিনায়ক তামিম ফেরেন ১৭ বলে ১৪ রান করে। আরেক ওপেনার রনি তালুকদারের ব্যাট থেকে আসে ৩৬ রান।

রূপগঞ্জের হয়ে ১টি করে উইকেট নেন ফাহাদ হোসেন, এনামুল হক ও মাহমুদুল হাসান।

এর আগে রূপগঞ্জের ব্যাটাররা আসা-যাওয়ার মিছিলে চ্যালেঞ্জিং স্কোর ছুঁড়তে পারেনি। সর্বোচ্চ ৪১ রান করেন অধিনায়ক আল আমিন জুনিয়র। এ ছাড়া তানভীর হায়দারের ব্যাট থেকে আসে ৩৭ রান।

মোহামেডানের হয়ে দুটি করে উইকেট নেন ইবাদত হোসেন, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।

ঢাকা/রিয়াদ/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র পগঞ জ র ন কর উইক ট

এছাড়াও পড়ুন:

মুরগির খামারে মিলল ১৮০ গ্রাম ওজনের ডিম

নাটোরের লালপুরে একটি খামারে ১৮০ গ্রাম ওজনের একটি মুরগির ডিম পাওয়া গেছে। যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণত মুরগির ডিমের ওজন ৫০-৬০ গ্রাম হয়ে থাকে। সেখানে এই বিশাল আকৃতির ডিম দেখে বিস্মিত এলাকাবাসী। ডিমটি দেখতে অনেকে ভিড় জমাচ্ছেন।

উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ভাটাপাড়া গ্রামের মৃত ওয়াজেদ সরদারের ছেলে গোলাম কিবরিয়ার খামারে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৬ মার্চ) গোলাম কিবরিয়ার খামারে তাঁর মা মোছা. মমতাজ বেগমের (৫৯) সঙ্গে কথা হয়। তিনি জানান, গতকাল বুধবার (৫ মার্চ) খামারে গিয়ে একটি খাঁচায় অস্বাভাবিক বড় একটি ডিম দেখতে পেয়ে প্রথমে ভয় পেয়ে যান। কিছুক্ষণ পরে স্বাভাবিক হলে বিষয়টি পরিবারের অন্যদের জানান।

আরো পড়ুন:

শ্রীমঙ্গলে বিনা লাভে মুরগি-ডিম বিক্রির উদ্বোধন 

চট্টগ্রামে ১৩০ টাকা ডজন দামে ডিম বিক্রি

খামার মালিক গোলাম কিবরিয়া জানান, পাঁচ মাস আগে তিনি নিজ বাড়িতে লেয়ার মুরগির খামার শুরু করেন। এক মাস ধরে মুরগিগুলো নিয়মিত ডিম দিচ্ছে। তাঁর মায়ের কাছে ব্যতিক্রম একটি ডিমের কথা শোনেন। খামারে এসে ডিমটি সংগ্রহ করে ডিজিটাল স্কেলে পরিমাপ করে দেখেন ওজন ১৮০ গ্রাম। এই খবর চারদিকে ছড়িয়ে পড়লে কৌতূহলী মানুষ তার বাড়িতে ভিড় জমাতে থাকেন।

তবে কোন মুরগি এই ডিম পেড়েছে চিহ্নিত করতে পারেননি তিনি।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ জানান, সাধারণত লেয়ার মুরগির ডিম ৫০-৬০ গ্রাম হয়ে থাকে। কোনো মুরগি অনিয়মিত ডিম দিলে তার ডিমে একাধিক কুসুম থাকতে পারে। যার ফলে ওজন ৮০-১০০ গ্রাম পর্যন্ত হতে পারে। তবে ১৮০ গ্রাম ওজনের ডিম পাওয়া বিরল ঘটনা। তিনি আরও জানান, তাঁর চাকরিজীবনে মুরগির এত বড় ডিমের কথা এই প্রথম শুনলেন।
 

ঢাকা/আরিফুল/বকুল

সম্পর্কিত নিবন্ধ