নতুন কোয়ান্টাম সুপারকম্পিউটার তৈরি করেছে চীন। চীনের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ইউএসটিসি) গবেষকদের তৈরি ‘জুচংঝি-৩’ নামের সুপারকম্পিউটারটি মূলত সুপারকন্ডাক্টিং কোয়ান্টাম কম্পিউটারের প্রোটোটাইপ বা আদিরূপ। গবেষকদের দাবি, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটারের চেয়ে কোয়াড্রিলিয়ন গুণ ও গুগলের সাইকামোর প্রসেসরের চেয়ে ১০ লাখ গুণ দ্রুতগতিতে গাণিতিক কাজ করতে পারে কোয়ান্টাম সুপারকম্পিউটারটি। ফিজিক্যাল রিভিউ লেটারসে এই কম্পিউটারের সক্ষমতা নিয়ে একটি গবেষণা প্রকাশিত হয়েছে।

কোয়ান্টাম সুপারকম্পিউটারটির বিষয়ে গবেষকেরা জানিয়েছেন, ‘আমরা গুগলের চেয়ে বৃহত্তর পরিসরে র‍্যানডম সার্কিট স্যাম্পলিং সফলভাবে সম্পন্ন করেছি, যা ক্ল্যাসিক্যাল ও কোয়ান্টাম কম্পিউটিংয়ের মধ্যে কম্পিউটেশনাল ক্ষমতার ব্যবধান আরও বড় করেছে। প্রসেসরের গতি ও তারের কনফিগারেশনের অপ্টিমাইজেশনের কারণে এই অগ্রগতি সম্ভব হয়েছে। আমাদের কাজ কেবল কোয়ান্টাম কম্পিউটিংয়ের সীমানাকে এগিয়ে নিয়ে যাওয়া নয়; বরং একটি নতুন যুগের ভিত্তি তৈরি করছি আমরা। এখানে কোয়ান্টাম প্রসেসর অত্যাধুনিক বাস্তব-বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’

কোয়ান্টাম কম্পিউটিং কোয়ান্টাম মেকানিকসের নীতির মাধ্যমে কাজ করে। পদার্থবিজ্ঞানের এই শাখায় সাব–অ্যাটমিক স্তরে কণার অদ্ভুত আচরণ নিয়ে পর্যবেক্ষণ করা হয়। আরসিএস পরীক্ষার মাধ্যমে কোয়ান্টাম কম্পিউটারের সক্ষমতা যাচাই করা হয়। আর এই আরসিএস পরীক্ষায় গুগলের সাইকামোর প্রসেসর ২০১৯ সালে ২০০ সেকেন্ডের মধ্যে একটি র‍্যানডম সার্কিট স্যাম্পলিং কাজ সম্পন্ন করে রেকর্ড তৈরি করেছিল। জুচংঝি-৩ সুপারকম্পিউটারটি গুগলের প্রকাশিত ফলাফলের চেয়েও দ্রুত কাজ করতে সক্ষম হয়েছে বলে জানা গেছে।

কোয়ান্টাম সুপারকম্পিউটারটির বিষয়ে বিজ্ঞানী ঝু জিয়াওবো বলেন, সুপারকম্পিউটারটির কোয়ান্টাম কম্পিউটিংয়ের রিডআউট নির্ভুলতা ও নিয়ন্ত্রণ সক্ষমতা নতুন উচ্চতায় পৌঁছেছে। এই কম্পিউটার কৃত্রিম বুদ্ধিমত্তা, জীববিজ্ঞান, ওষুধ উৎপাদনসহ জাতীয় নিরাপত্তাবিষয়ক বিভিন্ন কাজে প্রভাব ফেলবে।

সূত্র: এনডিটিভি

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক ষমত

এছাড়াও পড়ুন:

জুলাই বিপ্লবী মেয়েরা আজ নিরাপদ বোধ করছে না: ফরহাদ মজহার

জুলাই বিপ্লবে সামনে থাকা মেয়েরা আজ নিরাপদ বোধ করছে না বলে মন্তব্য করেছেন বিশিষ্ট চিন্তাবিদ ও কবি ফরহাদ মজহার।

তিনি বলেছেন, “গণঅভ্যুত্থান বলতে আসলে কি বুঝায়, আমাদের সমাজে এর পরিষ্কার ধারণা নেই। সর্বশেষ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সামনের সাড়িতে অনেক মেয়ে ছিল। কিন্তু তারা হঠাৎ কোথায় হারিয়ে গেল? তারা আর রাজপথে নেই। কারণ তারা রাজপথে আর নিরাপদবোধ করছে না। আমাদের দেশের জনগণের মধ্যে রাষ্ট্র আর সরকারের পার্থক্য স্পষ্ট না। ফলে দেশ সামনের দিকে আগাতে পারছে না।”

সোমবার (২৮ এপ্রিল) বিকেল ৫টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে ‘অভ্যুত্থান: বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর হেরিটেজ স্টাডিজ এ সভার আয়োজন করে।

আরো পড়ুন:

রাবিতে ছড়িয়ে পড়েছে ছোঁয়াচে রোগ ‘স্ক্যাবিস’

রাবির ভর্তি পরীক্ষা: একটি ইউনিটেই ৭৫০ ওএমআর বাতিল

ফরহাদ মজহার বলেন, “১৯৭২ এর সংবিধান আমরা বাতিল করতে চেয়েছিলাম। কারণ, ওই সংবিধান সাধারণ মানুষ প্রণয়ন করেনি। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শক্তি, ফ্যাসিস্ট রাষ্ট্রব্যাবস্থা, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষ এক হয়ে লড়েছিল। কিন্তু বর্তমান ইন্টেরিম সরকার আমাদের জুলাই ঘোষণাপত্র করতে দেয়নি। আমরা বাংলাদেশের সাধারণ মানুষের জন্য জুলাই ঘোষণাপত্র ও নতুন গঠণতন্ত্র চাই।”

রাবি রেজিস্ট্রার ও সেন্টার ফর হেরিটেজ স্টাডিজের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদের সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন রাবি উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক মাহবুব সিদ্দিকী, উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিরুল ইসলাম কনক প্রমুখ।

ঢাকা/ফাহিম/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ