Samakal:
2025-04-06@07:50:58 GMT

এএসপি হলেন ১৪ পুলিশ পরিদর্শক

Published: 6th, March 2025 GMT

এএসপি হলেন ১৪ পুলিশ পরিদর্শক

বাংলাদেশ পুলিশের পরিদর্শক পদমর্যাদার ১৪ জন কর্মকর্তাকে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পদোন্নতি দিয়েছে অন্তর্বতী সরকার।

আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি প্রদান করা হয়।

পদোন্নতি পাওয়া পুলিশ কর্মকর্তাগণের তালিকা দেখুন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: এএসপ

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুর থানার কাছে এক পুলিশ কর্মকর্তাকে মারধর, মুঠোফোন ছিনতাইয়ের অভিযোগ

রাজধানীর মোহাম্মদপুর থানার কাছে একদল ব্যক্তি একজন পুলিশ কর্মকর্তা ও তাঁর দুই স্বজনকে মারধর করে একটি মুঠোফোন ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যক্তিরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন সারদায় মৌলিক প্রশিক্ষণরত সহকারী পুলিশ সুপার (এএসপি) সাজিদ বিন কামাল (২৮), তাঁর দূরসম্পর্কের দুই চাচাতো ভাই তৌহিদুর রহমান ওরফে ফাহিম (২৭) ও বিপুল (২৭)।

পুলিশ সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে মোহাম্মদপুর থানার কাছে আল্লাহ করিম মসজিদসংলগ্ন তিন রাস্তার মোড়ে এএসপি সাজিদ বিন কামালকে বহনকারী একটি প্রাইভেট কারের (ঢাকা মেট্রো গ- ১৯-২৩২৩) সঙ্গে একটি মোটর সাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি সামান্য ক্ষতিগ্রস্ত হলে ওই মোটরসাইকেলের আরোহীসহ অপর দুই-তিনটি মোটরসাইকেলের আরোহীরা প্রাইভেট কারটি ধাওয়া করে আটকানোর চেষ্টা করেন। একপর্যায়ে রাস্তার পাশে থাকা বড় বোর্ডের সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেট কারের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় ১০-১২ জন প্রাইভেট কারে থাকা এএসপি সাজিদ বিন কামাল ও তাঁর দূরসম্পর্কের চাচাতো ভাই তৌহিদুর (২৭) ও বিপুলকে (২৭) মারধর করেন। তাঁরা পুলিশ কর্মকর্তা সাজিদ বিন কামালের কাছ থেকে মুঠোফোন ছিনতাই করে নিয়ে যান। পরে সাজিদ বিন কামালসহ তিনজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

আজ শুক্রবার বিকেলে যোগাযোগ করা হলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান প্রথম আলোকে বলেন, এএসপি সাজিদ বিন কামাল তাঁর আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে গতকাল রাতে খুলনা থেকে একটি প্রাইভেট কারে ঢাকায় আসেন। এ সময় তাঁকে বহনকারী গাড়িটি একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এতে পুলিশ কর্মকর্তা সাজিদ বিন কামাল সামান্য আহত হন। তবে তাঁর কাছ থেকে যে মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়েছে, এ বিষয়ে তিনি জানেন না। এ বিষয়ে ওই পুলিশ কর্মকর্তা থানায় কোনো লিখিত অভিযোগ দেননি।

সম্পর্কিত নিবন্ধ

  • মোহাম্মদপুর থানার কাছে এক পুলিশ কর্মকর্তাকে মারধর, মুঠোফোন ছিনতাইয়ের অভিযোগ