পাবনার চাটমোহর উপজেলায় একটি ইউনিয়ন কৃষক দলের কমিটিতে ‘আওয়ামী লীগের সক্রিয় কর্মীদের’ পদ দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সদ্য ঘোষিত বিলচলন ইউনিয়ন কৃষক দলের কমিটির ১০ জন নেতা গতকাল বুধবার উপজেলা কৃষক দলের কাছে পদত্যাগপত্র দিয়েছেন। তাঁরা কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন।

স্থানীয় বিএনপি ও কৃষক দল নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি উপজেলা কৃষক দল চাটমোহরের বিলচলন ইউনিয়ন কৃষক দলের ৫১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করে। কমিটিতে ইউনিয়নের কুমারগাড়া গ্রামের নজরুল ইসলামকে সভাপতি, বাবু মিয়াকে সহসভাপতি, নটাবাড়িয়া গ্রামের আবদুল মোমিমকে সাংগঠনিক সম্পাদক ও দোদারিয়া গ্রামের আলহাজ হোসেনকে প্রচার সম্পাদক করা হয়। স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ এই চারজন আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন।

এর প্রতিবাদে পদত্যাগ করা নেতারা হলেন, নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, দপ্তর সম্পাদক আমিরুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক জনি হোসেন, যোগাযোগবিষয়ক সম্পাদক মহসিন আলী, সহ–দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, সহত্রাণবিষয়ক সম্পাদক ইমরান হোসেন, সহশিক্ষা ও ছাত্রবিষয়ক সম্পাদক আলিফ হোসেন, সহযোগাযোগ সম্পাদক মিনারুল ইসলাম, সদস্য আমিরুল ইসলাম ও আক্কাস আলী।

বিলচলন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আফছার আলী ও যুগ্ম আহ্বায়ক মোখলেসুর রহমান বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে ইউনিয়ন কৃষক দলের সভাপতি পদ পাওয়া নজরুল ইসলামের বাড়িতে নৌকা প্রতীকের কার্যালয় ছিল। বিগত ১৬ বছরে তাঁরা কোনো দিন বিএনপি বা অঙ্গসংগঠনের কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করেননি।

এ প্রসঙ্গে জানতে চাইলে নতুন কমিটির সভাপতি নজরুল ইসলাম বলেন, ‘আমি কখনো আওয়ামী লীগের সঙ্গে ছিলাম না। আমি ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল করেছি। আমি আগে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম, এখনো আছি। ভবিষ্যতেও থাকব। প্রতিপক্ষ মিথ্য অভিযোগ তুলছে। তারা প্রমাণ করে দিক, আমি আওয়ামী লীগ করেছি।’

এ বিষয়ে চাটমোহর উপজেলা কৃষক দলের সদস্যসচিব আজাদুল ইসলাম বলেন, অভিযোগ সত্য নয়। কমিটিতে না আসতে পেরে এ ধরনের অভিযোগ তোলা হয়েছে। যাঁরা অভিযোগ তুলেছেন, তাঁরা প্রমাণ দিতে পারলে ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র ল ইসল ম আওয় ম ব এনপ উপজ ল

এছাড়াও পড়ুন:

৪৪ থেকে ৪৭তম বিসিএসের নিয়োগপ্রক্রিয়ার নির্দিষ্ট রোডম্যাপ দাবি চাকরিপ্রার্থীদের

৪৪ থেকে ৪৭তম বিসিএসের নিয়োগপ্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য নির্দিষ্ট রোডম্যাপ প্রকাশের দাবি জানিয়েছেন এসব বিসিএস পরীক্ষায় অংশ নেওয়া চাকরিপ্রার্থীরা।

আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে এই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন তাঁরা। পরে এক ব্যাচ থেকে তিনজন করে প্রতিনিধি পিএসসির চেয়ারম্যানের কাছে তাঁদের দাবি জানিয়ে স্মারকলিপি দেন।

আরও পড়ুন৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা ৮ মে২৪ মার্চ ২০২৫

স্মারকলিপিতে বলা হয়, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের আগেই ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করায় অনেক প্রার্থীকে বাধ্য হয়ে ৪৪, ৪৫ ও ৪৬তম পরীক্ষা দিতে হচ্ছে। ইতিমধ্যে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। অধিকাংশ প্রার্থী তিনটি লিখিত পরীক্ষা দিয়ে আবার ৪৭তম প্রিলিমিনারি পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন, যা প্রার্থীদের জন্য রীতিমতো অমানবিক। তাই ৪৪তম বিসিএসের ভাইভা মে মাসের মধ্যে শেষ করে আগামী জুনের মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশ এবং চলমান ৪৪ থেকে ৪৭তম বিসিএসের নিয়োগপ্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ করতে হবে।

প্রার্থীদের অন্যান্য দাবির মধ্যে আছে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল শেষে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে মৌখিক পরীক্ষা দ্রুত শুরু করতে হবে এবং ২০২৫ সালের ডিসেম্বরের আগে শেষ করতে হবে। ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল ও ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করার পর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার আয়োজন করতে হবে। এতে একই প্রার্থীর একাধিক বিসিএসে অংশ নেওয়ার প্রয়োজন হ্রাস পাবে, যা ফলাফলের প্রক্রিয়া ও সার্বিক বিষয়ের অনুকূল।

আরও পড়ুন৪৫তম বিসিএসের ফল দিতে আরও কত সময় নেবে পিএসসি২৭ মার্চ ২০২৫

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার অন্তত দুই মাস পরে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করতে হবে। এ ধরনের পরিকল্পনার মাধ্যমে বিসিএসের বর্তমান জট কাটানো সম্ভব বলে জানান প্রার্থীরা।

স্মারকলিপিতে আরও বলা হয়, ছাত্র-জনতার অভ্যুত্থানে জাতি এখন নতুন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্নে বিভোর। একই সঙ্গে বিভোর স্বপ্নবাজ একঝাঁক তরুণ, যাঁরা আগামী বাংলাদেশের সেবায় নিয়োজিত হতে চান। তাই বিসিএস প্রার্থীদেরও যাতে বৈষম্য আর অবিচারের বলি না হতে হয়, সে বিবেচনা ও পরিকল্পনা করে নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশীদার হতে সহায়ক হোক পিএসসি। আমরা আশাবাদী, আমাদের এই যৌক্তিক দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনা করে প্রার্থীদের হাতাশামুক্ত ও অনিশ্চয়তা থেকে রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পিএসসি।

আরও পড়ুন৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ জানাল পিএসসি২৪ মার্চ ২০২৫আরও পড়ুনসরকারি কর্মচারী বাতায়নে ব্যক্তিগত তথ্য হালনাগাদ না করলে পদোন্নতি নয়১ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ