পারভেজের সেঞ্চুরিতে আবাহনীর জয়, পারটেক্সের নায়ক আলাউদ্দিন বাবু
Published: 6th, March 2025 GMT
হারে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হয়েছিল গত আসরের চ্যাম্পিয়ন আবাহনী ও রানার্স আপ মোহামেডানের। নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে জয় পেয়েছে দুই দলই। পারভেজ হোসেন করেছেন সেঞ্চুরি। প্রাইম ব্যাংককে হারিয়ে দেওয়ার পথে পারটেক্সের নায়ক হয়েছেন আলাউদ্দিন বাবু।
জয়ে ফিরেছে আবাহনীহার দিয়ে প্রিমিয়ার লিগ শুরু হলেও দ্বিতীয় ম্যাচেই জয়ের দেখা পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। আজ বিকেএসপির চার নম্বর মাঠে গুলশান ক্রিকেট ক্লাবকে ১৬২ রানে হারিয়েছে তাঁরা। টস হেরে ব্যাট করতে নামা আবাহনীর হয়ে এদিন সেঞ্চুরি করেছেন ওপেনার পারভেজ হোসেন। বাঁহাতি এ ব্যাটসম্যান চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে অগ্রণী ব্যাংকের বিপক্ষে ফিফটির পর আজ রূপগঞ্জের বিপক্ষে ইনিংস টেনে নিয়েছেন তিন অঙ্কে।
৬ উইকেটে আবাহনী করে ৩২৩ রান। এর মধ্যে ৯ চার ও ৮ ছক্কায় ১২৪ বলে ১২৬ রান পারভেজের। হাফ সেঞ্চুরি পান আবাহনীর মোহাম্মদ মিঠুনও, ৬ চার ও ৩ ছক্কার ইনিংসে ৬৫ বলে ৭২ রান করেন তিনি। শেষদিকে মোসাদ্দেক ২৮ বলে ৩৫ ও মাহফিজুর রহমান ১৪ বলে ২৮ রান করেন। গুলশানের আসাদুজ্জামান পায়েল ১০ ওভারে ৬৫ রান দিয়ে তিন উইকেট নেন।
আগের ম্যাচে মোহামেডানকে হারিয়ে চমকে দেওয়া গুলশানের ব্যাটসম্যানরা আজ সুবিধা করতে পারেননি। ঝোড়ো শুরুর একটা চেষ্টা ছিল জাওয়াদ আবরারের, কিন্তু তরুণ এই ওপেনার ১৮ বলে ৩৬ রান করে মেহেদী হাসানের বলে মুমিনুলের হাতে ক্যাচ দিলে অন্যরা কেউ দাঁড়াতে পারেননি।
প্রথম ম্যাচে না খেললেও আজ প্রথম মাঠে নেমে লিটন রান পাননি। ২১ বলে ১৪ রান করে রাকিবুল হাসানের বলে ক্যাচ আউট হন তিনি। গুলশানের হয়ে ৫৪ বলে সর্বোচ্চ ৪৯ রান করেন খালেদ হাসান। তারা থামে ১৬১ রানে। আবাহনীর হয়ে রাকিবুল ৪ ও মৃত্যুঞ্জয় চৌধুরী নেন ৩ উইকেট।
মোহামেডানও জয় পেয়েছেফেবারিটের তকমা নিয়ে নেমে প্রথম ম্যাচে নবাগত গুলশান ক্লাবের কাছে হেরে গিয়েছিল মোহামেডান। আবাহনীর মতো তাঁরাও দ্বিতীয় ম্যাচে এসে জয় পেয়েছে। রূপগঞ্জ টাইগার্সের ৯ উইকেটে ২২৩ রান মোহামেডান টপকে যায় ৭ উইকেট হাতে রেখে।
রূপগঞ্জের ব্যাটসম্যানরা তেমন সুবিধা করতে পারেননি। দলটির হয়ে ৫১ বলে সর্বোচ্চ ৪১ রান করেন অধিনায়ক আল আমিন জুনিয়র। ৫৪ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান আসে তানভীর হায়দারের ব্যাট থেকে। মোহামেডানের হয়ে দুই উইকেট করে নেন ইবাদত হোসেন, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।
রান তাড়ায় নেমে মোহামেডানের দুই ওপেনার তামিম ইকবাল ১৭ বলে ১৪ ও রনি তালুকদার ৪৪ বলে ৩৬ রান করে আউট হন। এরপর ২৪ বলে ১৫ রান করে ফেরেন আরিফুল ইসলামও। তবে বাকি পথটা মোহামেডানের হয়ে পাড়ি দেন মাহিদুল ইসলাম ও তাওহিদ হৃদয়। ১০৬ রানের অপরাজিত জুটিতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তাঁরা। ৯৭ বলে ৮১ রান করে মাহিদুল ও ৪৭ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন হৃদয়।
এই ম্যাচে পেশিতে টান লাগায় খেলেননি মাহমুদউল্লাহ। এমআরআই করা হয়েছে, রিপোর্ট পেলে স্পষ্ট হবে চোট কতটা গুরুতর। তবে সুস্থ হতে বেশ খানিকটা সময় লাগবে তার, এটুকু আপাতত নিশ্চিত।
পারটেক্সের জয়ের নায়ক আলাউদ্দিন বাবুপ্রাইম ব্যাংককে ৩ উইকেটে হারিয়ে দিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। দুর্দান্ত এক ইনিংসে জয়ের নায়ক হয়েছেন আলাউদ্দিন বাবু। শুরুতে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২৯৮ রানের সংগ্রহ পায় প্রাইম ব্যাংক। দলটির হয়ে শাহাদাত হোসেন ৬১ বলে ৬৪ ও শামীম হোসেন ৬০ বলে ৬৯ রান করেন।
বড় রান তাড়া করতে নেমে শুরু থেকে চাপেই ছিল পারটেক্স। সাব্বির রহমান ৪৩ বলে ৫৩, রুবেল মিয়া ৬৪ বলে ৪১ ও আহরার আমিন ৩৬ বলে ৪৪ রান করে রানার চাকা সচল রাখেন। তবুও সেটি জয়ের পথে ছিল না।
৩৮তম ওভারের পঞ্চম বলে আহরার আমিন আউট হলে উইকেটে আসেন আলাউদ্দিন বাবু। তখনো ৬৭ বলে ৯৭ রান দরকার পারটেক্সের, হাতে চার উইকেট। এখান থেকে অনেকটা একা হাতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন আলাউদ্দিন। ৫ চার ও ৭ ছক্কায় ৩২ বলে ৭৮ রানে অপরাজিত থেকে প্রায় দুই ওভার আগে দলকে ম্যাচ জেতান তিনি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র ন কর ন প রথম ম ন র হয় উইক ট
এছাড়াও পড়ুন:
সংস্কারের পক্ষে ‘মার্চ ফর ঢাকা’ কর্মসূচি দেবে ইসলামী আন্দোলন
জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সংস্কার করতে সময় দিতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিভিন্ন কর্মসূচিতে দলটির নেতারা একাধিকবার জানিয়েছেন, সংস্কারের আগে নির্বাচন মেনে নেবেন না তাঁরা। সংস্কারের পক্ষে দলটি শিগগিরই ‘মার্চ ফর ঢাকা’ কর্মসূচি দেবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম।
আজ শনিবার বিকেলে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে আয়োজিত এক সমাবেশে মুফতি সৈয়দ ফয়জুল করিম এ কথা বলেন। তিনি বলেন, ‘আমরা অচিরেই মার্চ ফর ঢাকা ঘোষণা দেব। লাখ লাখ, কোটি কোটি মানুষ ঢাকায় জমায়েত করব। (আমরা জানতে চাই) কারা সংস্কারের পক্ষে আর কারা বিপক্ষে। জনগণই নির্ধারণ করবে আগে সংস্কার হবে নাকি নির্বাচন হবে।’
ভারতের ওয়াক্ফ আইনের প্রতিবাদ এবং নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এই সমাবেশের আয়োজন করে। সমাবেশ শেষে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেন, বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। কেবলই নির্বাচন, নির্বাচন। আগে সংস্কার হবে, তারপর নির্বাচন হবে। সংস্কারের বাইরে বাংলাদেশের মানুষ নির্বাচন মানবে না। তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে টেস্ট হিসেবে আমরা স্থানীয় নির্বাচন চাই। স্থানীয় নির্বাচন সুষ্ঠু করতে পারলে বুঝব জাতীয় নির্বাচনও সুষ্ঠু হবে। নাহলে বুঝতে হবে, নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি।’
নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবি জানিয়েছেন মুফতি সৈয়দ ফয়জুল করিম। তিনি বলেন, ‘শুধু কমিশনের প্রস্তাব প্রত্যাখ্যান এবং কমিশন বাতিল করলেই হবে না; বরং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে হবে।’ ভারতে ওয়াক্ফ আইন পরিবর্তন করে সে দেশে মুসলমানদের নির্মূল করার অপচেষ্টা চলছে জানিয়ে এর বিরুদ্ধে দাঁড়াতে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, জাতিসংঘ, ওআইসিসহ সব সংস্থার প্রতি আহ্বান জানান।
গণমিছিল–পূর্ববর্তী এই সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনূস আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, দপ্তর সম্পাদক লোকমান হোসাইন জাফরী, সংখ্যালঘুবিষয়ক সম্পাদক মাওলানা মকবুল হোসাইন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফজলে বারী মাসউদ প্রমুখ। সমাবেশে সভাপতিত্ব করেন দলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম।