পারভেজের সেঞ্চুরিতে আবাহনীর জয়, পারটেক্সের নায়ক আলাউদ্দিন বাবু
Published: 6th, March 2025 GMT
হারে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হয়েছিল গত আসরের চ্যাম্পিয়ন আবাহনী ও রানার্স আপ মোহামেডানের। নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে জয় পেয়েছে দুই দলই। পারভেজ হোসেন করেছেন সেঞ্চুরি। প্রাইম ব্যাংককে হারিয়ে দেওয়ার পথে পারটেক্সের নায়ক হয়েছেন আলাউদ্দিন বাবু।
জয়ে ফিরেছে আবাহনীহার দিয়ে প্রিমিয়ার লিগ শুরু হলেও দ্বিতীয় ম্যাচেই জয়ের দেখা পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। আজ বিকেএসপির চার নম্বর মাঠে গুলশান ক্রিকেট ক্লাবকে ১৬২ রানে হারিয়েছে তাঁরা। টস হেরে ব্যাট করতে নামা আবাহনীর হয়ে এদিন সেঞ্চুরি করেছেন ওপেনার পারভেজ হোসেন। বাঁহাতি এ ব্যাটসম্যান চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে অগ্রণী ব্যাংকের বিপক্ষে ফিফটির পর আজ রূপগঞ্জের বিপক্ষে ইনিংস টেনে নিয়েছেন তিন অঙ্কে।
৬ উইকেটে আবাহনী করে ৩২৩ রান। এর মধ্যে ৯ চার ও ৮ ছক্কায় ১২৪ বলে ১২৬ রান পারভেজের। হাফ সেঞ্চুরি পান আবাহনীর মোহাম্মদ মিঠুনও, ৬ চার ও ৩ ছক্কার ইনিংসে ৬৫ বলে ৭২ রান করেন তিনি। শেষদিকে মোসাদ্দেক ২৮ বলে ৩৫ ও মাহফিজুর রহমান ১৪ বলে ২৮ রান করেন। গুলশানের আসাদুজ্জামান পায়েল ১০ ওভারে ৬৫ রান দিয়ে তিন উইকেট নেন।
আগের ম্যাচে মোহামেডানকে হারিয়ে চমকে দেওয়া গুলশানের ব্যাটসম্যানরা আজ সুবিধা করতে পারেননি। ঝোড়ো শুরুর একটা চেষ্টা ছিল জাওয়াদ আবরারের, কিন্তু তরুণ এই ওপেনার ১৮ বলে ৩৬ রান করে মেহেদী হাসানের বলে মুমিনুলের হাতে ক্যাচ দিলে অন্যরা কেউ দাঁড়াতে পারেননি।
প্রথম ম্যাচে না খেললেও আজ প্রথম মাঠে নেমে লিটন রান পাননি। ২১ বলে ১৪ রান করে রাকিবুল হাসানের বলে ক্যাচ আউট হন তিনি। গুলশানের হয়ে ৫৪ বলে সর্বোচ্চ ৪৯ রান করেন খালেদ হাসান। তারা থামে ১৬১ রানে। আবাহনীর হয়ে রাকিবুল ৪ ও মৃত্যুঞ্জয় চৌধুরী নেন ৩ উইকেট।
মোহামেডানও জয় পেয়েছেফেবারিটের তকমা নিয়ে নেমে প্রথম ম্যাচে নবাগত গুলশান ক্লাবের কাছে হেরে গিয়েছিল মোহামেডান। আবাহনীর মতো তাঁরাও দ্বিতীয় ম্যাচে এসে জয় পেয়েছে। রূপগঞ্জ টাইগার্সের ৯ উইকেটে ২২৩ রান মোহামেডান টপকে যায় ৭ উইকেট হাতে রেখে।
রূপগঞ্জের ব্যাটসম্যানরা তেমন সুবিধা করতে পারেননি। দলটির হয়ে ৫১ বলে সর্বোচ্চ ৪১ রান করেন অধিনায়ক আল আমিন জুনিয়র। ৫৪ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান আসে তানভীর হায়দারের ব্যাট থেকে। মোহামেডানের হয়ে দুই উইকেট করে নেন ইবাদত হোসেন, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।
রান তাড়ায় নেমে মোহামেডানের দুই ওপেনার তামিম ইকবাল ১৭ বলে ১৪ ও রনি তালুকদার ৪৪ বলে ৩৬ রান করে আউট হন। এরপর ২৪ বলে ১৫ রান করে ফেরেন আরিফুল ইসলামও। তবে বাকি পথটা মোহামেডানের হয়ে পাড়ি দেন মাহিদুল ইসলাম ও তাওহিদ হৃদয়। ১০৬ রানের অপরাজিত জুটিতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তাঁরা। ৯৭ বলে ৮১ রান করে মাহিদুল ও ৪৭ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন হৃদয়।
এই ম্যাচে পেশিতে টান লাগায় খেলেননি মাহমুদউল্লাহ। এমআরআই করা হয়েছে, রিপোর্ট পেলে স্পষ্ট হবে চোট কতটা গুরুতর। তবে সুস্থ হতে বেশ খানিকটা সময় লাগবে তার, এটুকু আপাতত নিশ্চিত।
পারটেক্সের জয়ের নায়ক আলাউদ্দিন বাবুপ্রাইম ব্যাংককে ৩ উইকেটে হারিয়ে দিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। দুর্দান্ত এক ইনিংসে জয়ের নায়ক হয়েছেন আলাউদ্দিন বাবু। শুরুতে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২৯৮ রানের সংগ্রহ পায় প্রাইম ব্যাংক। দলটির হয়ে শাহাদাত হোসেন ৬১ বলে ৬৪ ও শামীম হোসেন ৬০ বলে ৬৯ রান করেন।
বড় রান তাড়া করতে নেমে শুরু থেকে চাপেই ছিল পারটেক্স। সাব্বির রহমান ৪৩ বলে ৫৩, রুবেল মিয়া ৬৪ বলে ৪১ ও আহরার আমিন ৩৬ বলে ৪৪ রান করে রানার চাকা সচল রাখেন। তবুও সেটি জয়ের পথে ছিল না।
৩৮তম ওভারের পঞ্চম বলে আহরার আমিন আউট হলে উইকেটে আসেন আলাউদ্দিন বাবু। তখনো ৬৭ বলে ৯৭ রান দরকার পারটেক্সের, হাতে চার উইকেট। এখান থেকে অনেকটা একা হাতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন আলাউদ্দিন। ৫ চার ও ৭ ছক্কায় ৩২ বলে ৭৮ রানে অপরাজিত থেকে প্রায় দুই ওভার আগে দলকে ম্যাচ জেতান তিনি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র ন কর ন প রথম ম ন র হয় উইক ট
এছাড়াও পড়ুন:
জেলের জালে ধরা পড়লো ১২ কেজির কোরাল
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সোনাতলা নদীতে জেলের জালে ১২ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে। শনিবার (৫ এপ্রিল) রাতে স্থানীয় জেলে মো. নূরুল ইসলামের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি স্থানীয় বাজারে ৯২৯ টাকা কেজি দরে ১১ হাজার ১৫০ টাকায় বিক্রি হয়।
জেলে নূরুল ইসলাম জানান, তিনি প্রতিদিনের মতো সোনাতলা নদীতে জাল ফেলেছিলেন। জাল টানতে গিয়ে দেখেন, ভারি কিছু আটকে আছে। পরে দেখেন, একটি বড় কোরাল মাছ। সময়মতো উপযুক্ত ক্রেতা না পাওয়ায় কম দামে মাছটি বিক্রি করতে হয়েছে বলে জানান তিনি।
স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানান, ঢাকাসহ বড় শহরে এই ধরনের মাছের কেজি দেড় হাজার থেকে ২ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। সেই হিসেবে মাছটির দাম প্রায় দ্বিগুণ হওয়া উচিত ছিল।
আরো পড়ুন:
জেলের জালে ৩৪ কেজির ভোল মাছ, সাড়ে তিন লাখে বিক্রি
২৮ কেজির কাতল ৭০ হাজার টাকায় বিক্রি
কলাপাড়া সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, কোরাল উচ্চমূল্যের সামুদ্রিক মাছ, যা সাধারণত গভীর সমুদ্রে পাওয়া যায়। তবে নদীতে এত বড় কোরাল মাছ ধরা পড়া ভাগ্যের বিষয়।
ঢাকা/ইমরান/বকুল