আড়ংয়ে নিয়োগ, স্নাতক পাসে অনলাইনে আবেদন
Published: 6th, March 2025 GMT
আড়ংয়ে ‘অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা ১৫ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। আড়ংয়ের টেকনিক্যাল সাপোর্ট, ট্রান্সপোর্ট বিভাগের অফিসার পদে কতজন নেবে, তা নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকলে অগ্রাধিকার পাবেন।
আরও পড়ুনবিয়াম ফাউন্ডেশনে চাকরি, ৯ম থেকে ১৫তম গ্রেডে পদ ৬৭০৫ মার্চ ২০২৫অভিজ্ঞতা: ২ বছর
বেতন ভাতা: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এর সঙ্গে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়িটি, উৎসব বোনাস, ইনস্যুরেন্সসহ প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী সুযোগ–সুবিধা পাবেন এ পদে চাকরি পেলে।
আবেদনের বয়স: নির্ধারিত নয়
আবেদনের নিয়ম: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য এখানে ক্লিক করুন
আরও পড়ুন৪৮ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, এইচএসসি পাস ১৮-৩৫ বয়সীর সুযোগ, ভাতা দৈনিক ২০০৩ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
হাবিপ্রবিতে ভর্তি আবেদন ও পরীক্ষার তারিখ পরিবর্তন
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন, ফি প্রদান ও ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখার ভারপ্রাপ্ত পরিচালক মো. খাদেমুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাবিপ্রবির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ভর্তির জন্য আবেদন ও ফি পরিশোধের সময়সীমা আগামী ১৩ মার্চ রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
এছাড়াও পূর্বঘোষিত ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ৫ মে ‘এ’ ইউনিট, ৬ মে ‘বি’ ইউনিট এবং ৭ মে ‘সি’ ও ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.hstu.ac.bd) পাওয়া যাবে।
এ বিষয়ে জনসংযোগ ও প্রকাশনা শাখার (ভারপ্রাপ্ত) পরিচালক মো. খাদেমুল ইসলাম বলেন, “ভর্তি কমিটির আলোচনার ভিত্তিতে ভর্তি আবেদন, ফি প্রদান ও পরীক্ষার তারিখ পরিবর্তন করে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।”
ঢাকা/সংগ্রাম/মেহেদী