রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান পদে বহিরাগত নিয়োগের প্রতিবাদে প্রশাসনিক ভবন অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিভাগের অভ্যন্তরীণ যোগ্য ও দক্ষ শিক্ষকদের মধ্য থেকেই চেয়ারম্যান নিয়োগ দেওয়ার দাবি জানান তারা।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবন থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রশাসন ভবন ঘেরাও করেন বিভাগটির শিক্ষার্থীরা।

সেখানে তারা বলেন, অবিলম্বে এ নিয়োগ বাতিল করে বিভাগের অভ্যন্তরীণ যোগ্য শিক্ষকদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিতে হবে। ভবিষ্যতে বিভাগের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে শিক্ষার্থী ও শিক্ষকদের মতামত নিতে হবে।

আরো পড়ুন:

এইচএসসি পাশেই রাবিতে প্রথম শ্রেণির চাকরিতে নিয়োগ

রাবির ভর্তি পরীক্ষার কেন্দ্র বিভ্রাট, ভোগান্তিতে ভর্তিচ্ছুরা

এ সময় শিক্ষার্থীরা ‘দাবি মোদের একটাই, নিজ বিভাগের চেয়ারম্যান চাই’, ‘মানি না মানবো না’, ‘অন্য বিভাগের চেয়ারম্যান মানবো না’, ‘নিজের ঘরে পরের শাসন, মানি না মানবো না’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী বোরহান উদ্দিন বলেন, “আমাদের বিভাগে যোগ্যতাসম্পন্ন শিক্ষক থাকার পরও অন্য বিভাগ থেকে কেন চেয়ারম্যান আনতে হবে? বিভাগের শিক্ষকেরা আমাদের বুঝতে পারেন, আমরাও তাদের বুঝতে পারি। তাই আমাদের একটাই দাবি, নিজ বিভাগ থেকে চেয়ারম্যান চাই।”

আরেক শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, “বিভাগে এর আগে যেসব চেয়ারম্যান এসেছেন, তাদের কাছ থেকে আশানুরূপ উন্নয়ন আমরা পাইনি। এজন্য নিজের ঘরের দায়িত্ব অন্যকে দিয়ে খাল কেটে কুমির আনতে চাই না। এটি বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছ ও গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ।”

এর আগে, বুধবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড.

ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত এক অফিস আদেশে বিভাগটিতে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সাজু সরদারকে বিভাগের সভাপতির রুটিন দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদ হোসেনকে স্বপদে ও স্ববেতনে প্রেষণে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে বদলি করা হলো।

এতে আরো বলা হয়, প্রেষণে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে যোগদানের তারিখ থেকে প্রচলিত বিধি অনুযায়ী আগামী ৩ বছরের জন্য তিনি দায়িত্ব পালন করবেন। এ পদে থাকাকালে তিনি পদ সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

এদিকে, বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেওয়া এ নিয়োগাদেশ স্থগিতে ঘোষণা দিলে অবরোধ উঠিয়ে নেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে রাবি প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, “যাকে নিয়োগ দেওয়া হয়েছে সে আর যোগদান করবেন না। এটা নিয়ে আমরা রাতে বসব। শিক্ষার্থীরা যাকে চাইবে, তাকে নিয়োগ দেওয়া হবে।”

ঢাকা/ফাহিম/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে দুই মাদক কারবারি গ্রেপ্তার

 রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে থানা পুলিশ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। বুধবার রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকা থেকে নুরুল আমিন ওরফে বাবু (২৫) ও টঙ্গীরঘাট এলাকা থেকে মিজানুর রহমান (২২) কে গ্রেপ্তার করা হয়। এরা দীর্ঘদিন ধরে উপজেলার মুড়াপাড়া ও তার আশপাশের এলাকায় অবাদে মাদক বিক্রি করতো। 

জানা গেছে, উপজেলার ব্রাহ্মণগাঁও দেওয়ানবাড়ী এলাকার মৃত শফিউদ্দিনের ছেলে নুরুল আমিন বাবু এলাকার চিহ্নিত মাদক কারবারি। সে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডের সাথেও জড়িত ছিল। টঙ্গীরঘাট এলাকার মিলন মিয়ার ছেলে মিজানুর রহমানের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদকদ্রব্য বিক্রিসহ একাধিক মামলা রয়েছে। বুধবার রাতে রূপগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মিজানুর রহমান ও নুরুল ইসলাম বাবুকে গ্রেপ্তার করেছে।

এদিকে মাদক কারবারি বাবু ও মিজানকে গ্রেপ্তার করায় এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী। 

রূপগঞ্জ থানার এসআই রিয়াদুল ইসলাম ও আবুল কালাম আজাদ জানান, মিজানুর রহমান ও নুরুল ইসলাম বাবু দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে চাঁদাবাজি, মাদক বিক্রিসহ নানান অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিল।

বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ৩দিনের রিমান্ড চেয়ে বৃহস্পতিবার নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
 

সম্পর্কিত নিবন্ধ