অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে যেতে বললেন পরিবেশ উপদেষ্টা
Published: 6th, March 2025 GMT
অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জেলা প্রশাসকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাকে আদালত যা বলেছেন, দেশের আইন যেভাবে বলেছে, সেভাবেই কাজটা করতে হবে।’
আজ বৃহস্পতিবার রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় মিলনায়তনে ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার, পরিবেশের গুরুত্বসহ আইন প্রয়োগ’ শীর্ষক এক কর্মশালায় ভার্চ্যুয়াল মাধ্যমে যুক্ত হয়ে উপদেষ্টা এ কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে কর্মশালায় অ্যাটর্নি জেনারেল মো.
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘পরিসংখ্যান দেখি, বাংলাদেশের বাতাস হচ্ছে পৃথিবীর সব চাইতে দূষিত বাতাস। ১০ বছর ধরে এই ট্রেন্ড চলছে। আমি যখন অনুরোধ করছি, ইটভাটাগুলো ভেঙে দেন, তখন অনেকের (জেলা প্রশাসক) সহায়তা পাই, অনেকের পাই না। তখন আপনারা শ্রমিকস্বার্থ নিয়ে কথা বলেন। কিন্তু দেশের আইনানুযায়ী যে প্রতিষ্ঠানটি চলতে পারে না, ওটা চলবে না। ওই দায়িত্বের মধ্যে আপনার ঢোকার দরকার নেই। আপনাকে আদালত যা বলেছেন, দেশের আইন যেভাবে বলেছে, সেভাবেই কাজটা করতে হবে।’
ইটভাটার মালিকেরা জমি থেকে মাটি তুলে নিয়ে যাচ্ছেন উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা বলেন, ‘মানুষের জমি থেকে ৪০ ফুট মাটি তুলে নিয়ে যাচ্ছে। এক লোক ফোন করেছেন, তাঁর সবজিবাগান থেকে গাছসহ মাটি তুলে নিয়ে যাচ্ছেন ইটভাটার মালিকেরা। বান্দরবানের লামাতে পাহাড় কাটছে ইটভাটার জন্য। ইটভাটাকে থামাতে হবে। আমি শিওর (নিশ্চিত), রংপুরেও এই সমস্যা হচ্ছে। রাতারাতি সব ইটভাটা বন্ধ করে দেওয়ার সুযোগ আমাদের কম। কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত ইটভাটার বিরুদ্ধে অভিযানে না যাব, আমি আপনার বাচ্চার জন্য বাতাস নিরাপদ করতে পারব না।’
একটি বাসযোগ্য দেশ গড়তে নিরাপদ খাদ্য, পানি ও বাতাসের ওপর গুরুত্ব দেন পরিবেশ উপদেষ্টা। তিনি বলেন, ‘পরিবেশ মানে প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা। ভূমিদস্যু, বালুখেকো, পাথর উত্তোলনের বিরুদ্ধে লড়াই করতে হবে। এটা আমাদের বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ।’ পরিবেশগত অপরাধকে দুর্বল না ভাবতে পুলিশ সদস্যেদের নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘এটা আসলে বড় অপরাধ। এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় অপরাধ। ভারতের আদালত এক রায়ে বলেছিলেন, খুন করে একটা মানুষ একজনকে মেরে ফেলে, কিন্তু বায়ুদূষণ দিয়ে প্রতিবছর দুই লাখ মানুষ মারা যাচ্ছে। সুতরাং পরিবেশের অপরাধ বিষয়ে পুলিশের ধারণা পরিবর্তন করতে হবে।’
কর্মশালায় সৈয়দা রিজওয়ানা হাসান জানান, তিস্তা নদী ব্যবস্থাপনায় চীন একটি মহাপরিকল্পনা করে দেবে। তবে সরকার তিস্তাপারের মানুষের কথা শুনতে চায়। এ জন্য তিস্তাপারের পাঁচ জেলার প্রশাসকদের গণশুনানির আয়োজন করতে বলেন তিনি।
কর্মশালায় রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মহানগর পুলিশের কমিশনার মজিদ আলী, আট জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা ও দায়রা জজ, ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক, সরকারি কৌঁসুলি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইটভ ট র উপদ ষ ট ল ইসল ম র জন য পর ব শ অপর ধ
এছাড়াও পড়ুন:
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগামীকাল থেকে আবার নিয়ন্ত্রিত যান চলাচল
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্দিষ্ট সময়ের জন্য যান চলাচল নিয়ন্ত্রিত রাখার আবার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামীকাল সোমবার থেকে এ নিয়ন্ত্রণ শুরু হবে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দপ্তর থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বইমেলা এবং রমজানের পর শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগামীকাল সোমবার থেকে আবার যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
উল্লেখ্য, গত ডিসেম্বরেও একই ধরনের নির্দেশনা জারি করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে বইমেলা ও রমজান মাস উপলক্ষে এই নির্দেশনা শিথিল করেছিল।
আজকের বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্র, শনি ও সরকারি ছুটির দিনগুলোতে বেলা ৩টা থেকে রাত ১০টা এবং অফিস খোলা থাকার দিনগুলো সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রবেশপথগুলোতে (শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ী ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত) ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবা ছাড়া অন্য যানবাহন ক্যাম্পাসে প্রবেশের বিষয়টি নিয়ন্ত্রিত থাকবে। তবে গণপরিবহন এবং ভারী যানবাহন প্রবেশ সব সময়ই নিয়ন্ত্রিত থাকবে।
আরও পড়ুনহঠাৎ ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রণ, যানজট, ভোগান্তি ১৩ ডিসেম্বর ২০২৪জরুরি সেবার মধ্যে পড়বে অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী, সাংবাদিক, রাইড শেয়ার, খাবার গাড়ি, অনলাইন শপিং বাহনসহ অন্যান্য সরকারি গাড়ি। তবে অংশীজনদের মতামত, পরামর্শ এবং বাস্তব অবস্থার ভিত্তিতে এ সিদ্ধান্ত সময়–সময় পুনর্মূল্যায়ন হতে পারে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
আরও পড়ুনঢাবি ক্যাম্পাসে যান নিয়ন্ত্রণের আসল উদ্দেশ্য কী২৮ ডিসেম্বর ২০২৪