বাংলাদেশের সাবেক দ্রুততম মানবী তিনি। ২১ বছর ধরে নারী লং জাম্পে দেশের রেকর্ডধারী। দক্ষিণ এশিয়ান গেমস লং জাম্পে দুটি রুপা জিতেছেন। সম্প্রতি ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে সাভার বিকেএসপিতে অ্যাথলেটিকস কোচ হিসেবে কাজ করছেন। সারা জীবন অ্যাথলেটিকস নিয়েই ছিলেন ব্যস্ত। কিন্তু হঠাৎ করে ফৌজিয়া হুদা জুঁইয়ের নামের পাশে আরেকটি পরিচয় যোগ হচ্ছে। তাঁকে বাংলাদেশ নারী ক্রিকেট দলের স্ট্রেনথ ও কন্ডিশনিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। আপাতত তাঁর সঙ্গে বিসিবির চুক্তি ছয় মাসের জন্য।

নতুন ভূমিকায় এখনো কাজ শুরু করেননি জুঁই। বিকেএসপি থেকে অনুমতি পাওয়ার অপেক্ষায় আছেন। আজ দুপরে ফোনে যোগাযোগ করলে বিকেএসপি থেকে সাবেক অলিম্পিয়ান প্রথম আলোকে বলেন, ‘বিসিবি থেকে বিকেএসপিকে চিঠি দেওয়া হয়েছে। এখন বিকেএসপি অনুমতি দিলে নারী ক্রিকেট দলের সঙ্গে কাজ করব। আজই হয়তো জানতে পারব বিকেএসপির সিদ্ধান্ত।’

অ্যাথলেটিকস থেকে এখন ক্রিকেট দলের সঙ্গে কাজ করবেন, কখনো কী ভেবেছেন এমন কিছু? জুঁই বলেন, ‘আসলে এটা ফাহিম স্যারের (বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম) অবদান। তিনি চেয়েছেন বলে হয়েছে। ফাহিম স্যার অনেক দিন ধরে এ নিয়ে ভাবছিলেন। এখন সুযোগ এসেছে।’

ফৌজিয়া হুদা জুঁই.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক র ক ট দল র ব ক এসপ

এছাড়াও পড়ুন:

বিশ্বকাপের ‘দ্বিগুণ প্রাইজমানি’ ফিফা ক্লাব বিশ্বকাপে

চলতি বছরের জুনে মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হবে ৩২ দলের ফিফা ক্লাব বিশ্বকাপের প্রথম আসর। তার আগে আজ বৃহস্পতিবার (০৬ মার্চ, ২০২৫) বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ঘোষণা করেছে ২০২৫ ক্লাব বিশ্বকাপের প্রাইজমানি। এই টুর্নামেন্টের জন্য নির্ধারণ করা প্রাইজমানির পরিমাণ শুনে অনেকেই অবাক হতে পারেন। কারণ সেটি ২০২২ কাতার বিশ্বকাপের প্রাইজমানির দ্বিগুণের চেয়েও বেশি!

২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপের প্রাইজমানি হবে ১০০ কোটি ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১২ হাজার ১৪১ কোটি টাকা। ২০২২ কাতার বিশ্বকাপের প্রাইজমানি ছিল ৪৪ কোটি ডলার এবং ২০২৩ নারী ফুটবল বিশ্বকাপের প্রাইজমানি ছিল ১১ কোটি ডলার।

ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, ৩২ দল নিয়ে আয়োজিত এই ক্লাব বিশ্বকাপ থেকে ২০০ কোটি ডলার তথা আড়াই হাজার কোটি টাকা আয় হতে পারে। এছাড়াও ২০২৮ সাল থেকে মেয়েদের ক্লাব বিশ্বকাপও অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছে ফিফা।

আরো পড়ুন:

চ্যাম্পিয়ন ম্যানইউর বিদায়, শেষ আটে ফুলহ্যাম ও ব্রাইটন

পয়েন্টে শীর্ষে বার্সা, গোলে লেভানডোফস্কি

ফিফার বিবৃতিতে আরও বলা হয়েছে যে, টুর্নামেন্ট থেকে আয় হওয়া পুরো অর্থই অংশগ্রহণকারী ক্লাবগুলোর মধ্যে বিতরণ করা হবে। ফিফা কোনো অর্থ নিজেদের জন্য রাখবে না। ক্লাবগুলোকে পারফরম্যান্সের ভিত্তিতে প্রাইজমানি দেওয়া হবে এবং প্রতিটি ক্লাবের জন্য প্রাইজমানি নির্ধারিত থাকবে।

৩২ দলের ক্লাব বিশ্বকাপের প্রথম আসরটি চলতি বছরের ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১১টি শহরের ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ১৫ জুন মায়ামির হার্ডরক স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ইন্টার মায়ামি মুখোমুখি হবে মিসরের আল আহলি ক্লাবের। ফাইনাল ম্যাচটি নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ক্লাব বিশ্বকাপে ছয় মহাদেশের যেসব দল অংশ নেবে:

ইউরোপ (উয়েফা) থেকে: ম্যানচেস্টার সিটি, চেলসি, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, প্যারিস সেন্ট-জার্মেই,  জুভেন্টাস ও  আটলেটিকো মাদ্রিদ।

দক্ষিণ আমেরিকা (কনমেবল) থেকে: ফ্লামেঙ্গো, পালমেইরাস, রিভার প্লেট ও বোকা জুনিয়র্স।

উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান (কনকাকাফ) থেকে:  মন্টেরি, সিয়াটল সাউন্ডার্স ও লিওন।

আফ্রিকা (সিএএফ) থেকে: আল আহলি ও উইদাদ কাসাব্লাঙ্কা।

এশিয়া (এএফসি) থেকে: উরাওয়া রেড ডায়মন্ডস ও আল হিলাল।

ওশেনিয়া (ওএফসি) থেকে: অকল্যান্ড সিটি।

আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে: ইন্টার মিয়ামি।

উল্লেখ্য, প্রতিটি দেশের সর্বোচ্চ দুটি করে দল এই টুর্নামেন্টে অংশ নিতে পারবে। সে কারণে ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল ও লিভারপুলের মতো ইংলিশ ক্লাবগুলো এই আসরে অংশগ্রহণ করতে পারছে না।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ