Samakal:
2025-04-26@08:40:12 GMT

মন দুয়ারীর নিহা

Published: 6th, March 2025 GMT

মন দুয়ারীর নিহা

টিভি খুললে এখন নাটক ও বিজ্ঞাপনে ভেসে ওঠে তাঁর মুখ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচিত তিনি। ইউটিউবে প্রবেশ করলেই সামনে চলে আসে তাঁর অভিনীত নাটক। তিনি নাজনীন নাহার নিহা। গেল ভালোবাসা দিবসের নাটক ‘মন দুয়ারি’ দিয়ে আলাদা নজর কেড়েছেন এ অভিনেত্রী। ডাগর ডাগর চোখ, মায়াবি চাহনি আর মিষ্টি হাসির এ অভিনেত্রীর কাছে এখন ভরসা রাখছেন ঢাকাই শোবিজের নাট্য নির্মাতারা। তাই ভালোবাসা দিবসের কাজের রেশ যেতে না যেতেই ঈদের নাটকের শুটিংয়ে ব্যস্ততা বেড়েছে নিহার।

ব্যস্ততা বাড়লেও বেশ সন্তর্পণে পা ফেলছেন অভিনেত্রী। ভালো গল্প ও চরিত্র নির্বাচনে বেশ সজাগ। খ্যাতির মোহে এলোমেলো সিদ্ধান্ত যেন না নিয়ে বসেন, এ বিষয়ে নিহা যে বেশ সচেতন তা তাঁর কথায় উপলব্ধি করা গেল। বললেন, ‘ভালো কাজের যে ভালো রেসপন্স আসে তা তো প্রমাণিত। আমার সামনে কাজের অবারিত সুযোগ রয়েছে। তাই নিজেকে অভিনেত্রী হিসেবেই মেলে ধরার চেষ্টা করছি। সেই চেষ্টায় ছাড় নয় একচুলও।’

নিহার সঙ্গে যখন কথা হয় তখন তিনি নারায়গঞ্জের ‘উইশ কার্ড’ নামে একটি নাটকের শুটিংয়ে। চারদিকে সবুজ প্রান্তর। মাথার ওপর দুপুরের ঝলমলে রোদ। দূর থেকে মানুষের কোলাহলের আওয়াজ ভেসে আসছে। নিহা পর্যন্ত তা আসতে আসতে ক্ষীণ হয়ে যাচ্ছে তা। এই নাটকে নিহার সঙ্গে ইয়াশ রোহান। ‘মন দুয়ারি’ নাটকের সাফল্যের পর নিহার সঙ্গে ইয়াশের জুটি গড়েছেন সৌখিন।

 আগামী ঈদে তাই ‘উইশ কার্ড’ নাটকটির মাধ্যমে নিহা অপূর্ব নয়, নিহা-ইয়াশকে পাবেন সৌখিনের নির্মাণে। তবে ইয়াশের সঙ্গে নিহার এবারই প্রথম কাজ নয়; আগেও অনেক কাজ হয়েছে। হচ্ছে এবারও।

বলতে গেলে অল্প দিনের ক্যারিয়ার নিহার। সবে দুই বছর! অথচ পরিচিতি পেয়েছেন বহুগুণ বেশি। দুই বছরের ক্যারিয়ারে অপূর্ব তো বটেই, তৌসিফ মাহবুব, ইয়াশ রোহান, জোভান, মুশফিক আর ফারহান, জাহের আলভীর বিপরীতে অভিনয় করেছেন নিহা। ‘যুগল’ নামে একটি নাটকে তাঁর বিপরীতে ছিলেন তরুণ অভিনতো ফররুখ আহমেদ রেহানও। 

কথায় কথায় ‘মন দুয়ারী’র সাফল্য কেমন উপভোগ করছেন? প্রশ্ন রাখা হয় অভিনেত্রীর কাছে। নিহা বলেন, ‘এককথায় দারুণ। নাটকটির প্রতি মানুষের এমন সাড়া সত্যিই মুগ্ধ করার মতো। অপূর্ব ভাই এককথায় দারুণ। সৌখিন ভাইয়ের নির্মাণও অসাধারণ। এসব অসাধারণের সঙ্গে আমার নামটিও জড়িয়ে আছে। এটা আমার জন্য সত্যিই মুগ্ধকর। এখন যে নাটকটির অভিনয় করছি, এটির গল্পও চমৎকার। আমার বিশ্বাস, দর্শকের কাছে এটিও দারুণ প্রশংসিত হবে।’

প্রশ্নে ‘মন দুয়ারী’ থাকলেও নিহা প্রশ্নের উত্তরে উপসংহার টানলেন বর্তমান কাজটি নিয়েই। বুঝিয়ে দিলেন ‘মন দুয়ারী’ নিয়ে বসে থাকলেই হবে না। পরের কাজগুলোতেও সাফল্যের ধারাবাহিকতায় বজায় রাখতে হবে। কথায় কথায় অভিনেত্রী এও জানিয়ে দিলেন আপাতত কাজ, পরিবারের সঙ্গেই তাঁর প্রেম। 

মা-ই নিহার স্বপ্নের পৃথিবী। ক্যারিয়ারে যদি একটুও সফলতা ধরা দেয়, তার পুরোটাই এসেছে মায়ের অবদানে। তাঁর অনুপ্রেরণা না পেলে নিহাকে হয়তো সবাই অন্যরকমভাবে পেত বলে জানিয়েছেন এ অভিনেত্রী। তা কেমন পেত? প্রশ্ন রাখলে কিছুটা অন্যমনস্ক হয়ে পড়েন নিহা। কিছুটা অতীতে ফিরে যান। চেহারায় চিন্তার ছাপ পড়ে।

নিহা বলেন, ‘আমার কিন্তু অভিনেত্রী হওয়ার কথা ছিল না। বলতে পারেন পরিবারের অনেকের অমতেই আমার এ অঙ্গনে আসা। তবে আম্মুর সাপোর্ট পেয়েছি জোরালোভাবে। তাঁর সহযোগিতা ছিল আমার চলার পথের পাথেয়। তাঁর কারণেই আমার অভিনেত্রী হয়ে ওঠা।’

কথা বলতে বলতেই শটের ডাক পড়ে নিহার। সূর্যের আলো চলে যাচ্ছে। আলো থাকতেই দ্রুত শট নিতে হবে। শটের আগে নিহা জানিয়ে যান, আগামী ঈদে অর্ধডজন কাজে পাওয়া যাবে তাঁকে। প্রতিটি কাজই অসাধারণ। পাশাপাশি ‘মন দুয়ারী’ দর্শক গ্রহণ করায় সবাইকে ভালোবাসাও জানিয়ে যান। সঙ্গে পাশে থাকার আহ্বান জানান দর্শকদের।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ন জন ন ন হ র ন হ মন দ য় র

এছাড়াও পড়ুন:

মেজর সিনহা হত্যায় প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল ও ৭ দিনের মধ্যে কার্যকরের দাবি

মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আপিলের ওপর শুনানি আগামী এক মাসের মধ্যে শেষ করার দাবি জানিয়েছে এক্স–ফোর্সেস অ্যাসোসিয়েশন।

এই মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীর মৃত্যুদণ্ড উচ্চ আদালতে বহাল রাখার দাবিও জানিয়েছে সংগঠনটি। তারা বলেছে, এই শুনানি শেষে রায় ঘোষণার পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে তা কার্যকর করতে হবে। অন্যথায় রায় কার্যকর করার দাবিতে কঠোর থেকে কঠোরতম কর্মসূচি দেওয়া হবে।

আজ শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এক্স–ফোর্সেস অ্যাসোসিয়েশন এমন দাবি জানিয়েছে। ‘শহীদ মেজর সিনহা হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ওসি প্রদীপের মৃত্যুদণ্ড অনতিবিলম্বে কার্যকর করার দাবি’ ব্যানারে তারা এই সংবাদ সম্মেলন করে।

সংবাদ সম্মেলনে এক্স–ফোর্সেস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক লেফটেন্যান্ট কমান্ডার (অব.) মো. মেহেদী হাসান বলেন, বর্তমানে এই মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি হাইকোর্টের বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে চলমান। তিনি বলেন, ‘স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের প্রতি স্পষ্ট বার্তা দিতে চাই, রায় কার্যকরের ক্ষেত্রে কোনো হুমকি, প্রলোভন বা রাজনৈতিক চাপ যেন আপনাদের প্রভাবিত করতে না পারে। রায় ঘোষণার পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে তা কার্যকর করতে হবে।’

সংগঠনটির দেওয়া এক লিখিত বক্তব্যে বলা হয়েছে, ‘আশা করছি, চলমান শুনানি আগামী সপ্তাহেই শেষ হবে এবং উচ্চ আদালত প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রাখবেন।’

সংগঠনের সদস্যসচিব লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খাঁন সাইফ এই মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি আগামী এক মাসের মধ্যে শেষ করার অনুরোধ করেন। প্রদীপ, লিয়াকতসহ এই হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেকের ফাঁসির রায় কার্যকর করার দাবিও জানান তিনি।

এ মামলায় ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত রায় দেন। রায়ে ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক মো. লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং অপর ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। কোনো মামলায় বিচারিক আদালতে রায়ে আসামির মৃত্যুদণ্ড হলে তা কার্যকরে হাইকোর্টের অনুমোদন লাগে, যা ডেথ রেফারেন্স মামলা হিসেবে পরিচিত।

আরও পড়ুনসিনহা হত্যা: সেদিন যা ঘটেছিল৩১ জানুয়ারি ২০২২

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল (অব.) শাখাওয়াত হোসেন, মেজর (অব.) রাজিবুল হাসান, ক্যাপ্টেন (অব.) শুভ আফ্রিদি, করপোরাল (অব.) তফসীর আহমেদ, নৌবাহিনীর সাবেক সদস্য সাইদ ও সাবেক সৈনিক মো. নাইমুল ইসলাম।

আরও পড়ুনআসামিদের ডেথ রেফারেন্স ও আপিল শুনানিতে পেপারবুক থেকে উপস্থাপন চলছে২৪ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ