জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ বছর ৮ বিশিষ্টজনকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করেছে সরকার। আজ বৃহস্পতিবার সরকারের একটি উচ্চ পর্যায়ের সূত্র এই তথ্য জানিয়েছে। শিগগির আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হবে বলে ওই সূত্র জানিয়েছে।

আরও পড়ুনএবার কোন যোগ্যতায় স্বাধীনতা পুরস্কার দেওয়া হচ্ছে, জানালেন শিক্ষা ও আইন উপদেষ্টা০২ মার্চ ২০২৫

২০২৫ সালে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত বিশিষ্টজনদের মধ্যে আছেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি ওসমানী, বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম, ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর, কবি আল মাহমুদ, কেন্দ্রীয় শহীদ মিনারের অন্যতম নকশাকার নভেরা আহমেদ, পপসম্রাট আজম খান ও আবরার ফাহাদ। আবরার ফাহাদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ছিলেন। ২০১৯ সালের অক্টোবরে বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের নির্যাতনে তিনি নিহত হন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

গভীর রাতে মগডালে উঠে অজ্ঞান যুবক, নামাল ফায়ার সার্ভিসের কর্মীরা

পিরোজপুরের নাজিরপুরে গভীর রাতে মগডালে উঠে অজ্ঞান হয়ে আটকে থাকেন সাহিনুর মোল্লা (৩৫) নামের এক যুবক। পরে তাকে নামিয়ে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। শনিবার রাতে উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

সাহিনুর মোল্লা (৩৫) একই এলাকার মালেক মোল্লার ছেলে। 

স্থানীয়রা জানায়, শনিবার রাতে বাড়ির পেছনের একটি নারিকেল গাছে উঠেন সাহিনুর। এসময় বাড়ির লোকজন তাকে বাধা দেন। কিন্তু তিনি কারো কথা না শুনে নারিকেল গাছ থেকে পাশের একটি রেইনট্রি গাছের মগডালে চড়েন। সেখানে কিছুক্ষণ বসে থাকার পরে অজ্ঞান হয়ে যান। সেখানে একটি চিকন ডালে আটকে থাকেন অজ্ঞান অবস্থায়। পরে পরিবারের লোকজন ফায়ার সাভির্সে খবর দিলে একটি দল ঘণ্টাব্যাপী চেষ্টায় গভীর রাতে সাহিনুরকে উদ্ধার করেন।   

উপজেলা ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা মো. সোহাইব হোসেন মুন্সি বলেন, স্থানীয়দের ফোনে শনিবার রাতে সেখানে যাই। প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় ওই যুবককে উদ্ধার করতে সক্ষম হই। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। 

সম্পর্কিত নিবন্ধ