এনআইডি সেবা স্থানান্তরে ‘প্রতিবাদ অবস্থান’ প্রত্যাহার
Published: 6th, March 2025 GMT
এনআইডি সেবা নির্বাচন কমিশন থেকে অন্য কোনো দপ্তরে স্থানান্তরের বিরুদ্ধে সিইসির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন ইসি সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। তবে আগামী বুধবারের মধ্যে এ নিয়ে দৃশ্যমান পদক্ষেপের আশ্বাস দিয়েছে কমিশন।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এনআইডি উইংসের কর্মকর্তা-কর্মচারীরা সিইসি কক্ষের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পরবর্তীতে ইসির কর্মকর্তা কর্মচারীদের আশ্বস্ত করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন।
সিইসি বলেন, ‘‘সরকার থেকে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না, যাতে সামনের জাতীয় নির্বাচনকে ব্যাঘাত সৃষ্টি করতে পারে। তবে কমিশন আশ্বাস অনুযায়ী কাজ না করলে আগামী বৃহস্পতিবার থেকে কঠোর মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন।’’
সিইসি আরো বলেন, ‘‘অতি শিগগির ইসি থেকে সরকারের কাছে লিখিত চিঠি পাঠানো হবে।’’
বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন জানায়, ১২ তারিখের মধ্যে দাবি মানা না হলে ১৩ তারিখ সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্বাচন অফিস সচিবালয়ে মানববন্ধন কর্মসূচি পালন করবে সংগঠনটি। পরবর্তীতে অগ্রগতি না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন কর্মকর্তারা।
ঢাকা/হাসান/এনএইচ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পরবর্তী পোপ নির্বাচন কীভাবে
রোমান ক্যাথলিক চার্চের ভবিষ্যৎ নেতৃত্ব বেছে নিতে রক্ষণশীল আর প্রগতিশীল কার্ডিনালদের তৎপরতা বেড়েছে। চলছে বিভিন্ন পর্যায়ের লবিং। প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন ক্যাথলিকের নতুন নেতা বেছে নিতে ১৩৫ জন কার্ডিনাল সিস্টিন চ্যাপেলে গোপন বৈঠকে বসবেন। এবারের পোপ নির্বাচনের ফলাফল আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি অনিশ্চিত।
এবারের বৈঠকে অংশ নেওয়া কার্ডিনালদের বেশির ভাগই আগে কোনো পোপ নির্বাচনে অংশ নেননি। তাদের ৮০ শতাংশই গত ১২ বছর পোপ ফ্রান্সিসের হাতে নিয়োগ পেয়েছেন। চার্চের বৈচিত্র্য বাড়ানোর চেষ্টায় ইরান, আলজেরিয়া, মঙ্গোলিয়া এবং দক্ষিণ আমেরিকা থেকে কার্ডিনাল নিয়োগ দেন পোপ ফ্রান্সিস। ফলে কার্ডিনাল কলেজে ইউরোপ-আমেরিকার একক আধিপত্য কিছুটা কমেছে। ২০১৩ সালে ইউরোপীয় কার্ডিনালের হার ছিল ৫০ শতাংশের বেশি, এখন যা নেমে এসেছে ৩৯ শতাংশে। এশিয়া আর লাতিন আমেরিকা থেকেও এখন ১৮ শতাংশ করে প্রতিনিধি আছেন।
পোপ ফ্রান্সিসের শেষকৃত্যের পর এখন রোমান ক্যাথলিক চার্চে চলছে ‘নোভেনদিয়ালি’ নামে ৯ দিনের আনুষ্ঠানিক শোক পালন। ভ্যাটিকানের নিয়ম অনুযায়ী, পোপের মৃত্যুর পর ১৫ থেকে ২০ দিনের মধ্যে কনক্লেভ শুরু করতে হয়। সব কার্ডিনাল আগেভাগে পৌঁছে গেলে কনক্লেভ আগেও শুরু করা যায়। আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে কনক্লেভ শুরু হওয়ার কথা থাকলেও এরই মধ্যে ভ্যাটিকানের করিডোর, বাগান আর ডাইনিং রুমে শুরু হয়েছে গোপন আলোচনা আর লবিং।
কনক্লেভ শুরু হওয়ার পর দ্রুত প্রথম ভোট হবে। প্রতিদিন সকাল আর বিকেলে ভোট হবে, যতক্ষণ না কোনো প্রার্থী দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে জিতে যান। ১৩০০ শতকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দীর্ঘ কনক্লেভ চলেছিল ২ বছর ৯ মাস। দ্য গার্ডিয়ান।