এনআইডি সেবা স্থানান্তরের প্রতিবাদে অবস্থান কর্মসূচি
Published: 6th, March 2025 GMT
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশন (ইসি) থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয়ের সামনে এনআইডি শাখার কর্মকর্তাদের নেতৃত্বে এ কর্মসূচি শুরু করা হয়। এতে অংশ নেন বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্যরাও।
প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকার এনআইডি ও জন্ম নিবন্ধনসহ নাগরিক নিবন্ধন সেবা তদারকির জন্য ‘সিভিল রেজিস্ট্রেশন কমিশন’ নামে একটি নতুন স্বাধীন সংস্থা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে।
এনআইডি শাখার কর্মকর্তারা জানান, এনআইডি সেবা ইসি থেকে স্থানান্তরের পরিকল্পনা ঠেকাতে তারা আন্দোলনে নেমেছেন। দাবি না মানা হলে প্রথমে অর্ধদিবস কর্মবিরতি, এরপর পূর্ণদিবস ধর্মঘট করা হবে বলেও হুঁশিয়ার করেন তারা। তাতেও দাবি আদায় না হলে সারাদেশে নির্বাচন কমিশনের সব কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকি দেন তারা।
পরে আন্দোলনকারীরা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কার্যালয়ের সামনে জড়ো হন। পরে সিইসি বলেন, সরকার থেকে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না, যা সামনের জাতীয় নির্বাচনে ব্যাঘাত সৃষ্টি করতে পারে। শিগগিরই ইসি থেকে সরকারকে চিঠি পাঠাব।
তিনি আরও বলেন, আমি নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বসেছি এবং আলোচনা হয়েছে। নতুন কমিশন সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে আমি শুনিনি। এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, বিষয়টি আলোচনাধীন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: সমক ল
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ চা বোর্ডের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
বাংলাদেশ চা বোর্ড, চট্টগ্রাম ও এর নিয়ন্ত্রণাধীন বিটিআরআই ও পিডিইউয়ের সরাসরি নিয়োগযোগ্য ১১-২০তম গ্রেডের চারটি পদে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পদগুলো হলো অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর, স্টোরকিপার, গাড়িচালক ও প্লাম্বার।
অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১৪৪ জন।
আরও পড়ুনপ্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে ২৫৫ পদে নিয়োগ, আবেদন শেষ কাল৪ ঘণ্টা আগেগাড়িচালক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১৮ জন। এ পদে উত্তীর্ণ পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা ২০ এপ্রিল সকাল ৯টায় বিআরটিএ, বায়েজিদ বোস্তামী, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের সময়ে মূল প্রবেশপত্র, এনআইডি কার্ডের মূলকপি এবং ড্রাইভিং লাইসেন্স সঙ্গে আনতে হবে।
প্লাম্বার পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পাঁচজনের ব্যবহারিক পরীক্ষা ২০ এপ্রিল বেলা ২টা থেকে বাংলাদেশ চা বোর্ডের প্রধান কার্যালয়, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের সময়ে মূল প্রবেশপত্র এবং এনআইডি কার্ডের মূল কপি সঙ্গে আনতে হবে।
আরও পড়ুনস্কুলে দীর্ঘ ছুটির ফাঁদে পড়াশোনা শিকেয় ওঠে৪ ঘণ্টা আগেস্টোরকিপার পদে উত্তীর্ণ দুজনের মৌখিক পরীক্ষা ২২ এপ্রিল সকাল ১০টায় বাংলাদেশ চা বোর্ডের প্রধান কার্যালয়, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময়ে সব সনদের মূল কপি এবং সত্যায়িত কপি সঙ্গে আনতে হবে।
লিখিত পরীক্ষার ফল এবং ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি দেখা যাবে এই লিংকে।
আরও পড়ুনইসরায়েলকে স্বীকৃতি দেওয়া প্রথম মুসলিম দেশ-মঙ্গল শোভাযাত্রা-রেডিও বেগম জেনে নিন বিস্তারিত১৭ এপ্রিল ২০২৫