পিরোজপুরের নাজিরপুরে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বুধবার রাতে জেলা বিএনপির সদস্যসচিব গাজী অহিদুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ওই তিনজনের বিরুদ্ধে সেতুর ছাউনি ভেঙে রড চুরির অভিযোগ ওঠার পর দল থেকে এই পদক্ষেপ নেওয়া হলো।

ওই তিন নেতা হলেন নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলার মাটিভাঙা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরদার সাফায়েত হোসেন (শাহীন), ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক হেদায়েত খান (৫০) ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম (৪৫)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা বিএনপির লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ওই তিনজনের দলীয় প্রাথমিক সদস্যপদসহ দলীয় পদ–পদবি থেকে বহিষ্কার করা হলো। এ ছাড়া নাজিরপুর উপজেলা বিএনপির সব পর্যায়ের নেতা–কর্মীদের বহিষ্কৃত নেতাদের সঙ্গে কোনো ধরনের দলীয় সম্পর্ক না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার গভীর রাতে নাজিরপুরের মাটিভাঙা ইউনিয়নের উত্তর বানিয়ারী গ্রামে একটি লোহার সেতুর ছাউনির ঢালাই ভেঙে লোহার রড চুরির ঘটনা ঘটে। এতে বহিষ্কৃত তিন নেতার জড়িত থাকার অভিযোগ উঠেছে। রড চুরির ঘটনায় মঙ্গলবার রাতে ওই তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন মাটিভাঙা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলাম।  

রড চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে সরদার সাফায়েত হোসেন বলেন, তিনি এলাকার বাইরে আছেন। তিনি বিএনপির গ্রুপিংয়ের শিকার।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা প্রক্রিয়াধীন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: রড চ র র ব এনপ র ওই ত ন সদস য উপজ ল

এছাড়াও পড়ুন:

গার্ড অব অনারের পর তিন ডিসমিশাল মুশফিকের, মোহামেডান-আবাহনীর জয় 

বুধবার রাতে ফেসবুকে পোস্ট দিয়ে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ডিপিএলের ম্যাচ ছিল তার। রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ম্যাচের আগে তাকে গার্ড অব অনার দেন সতীর্থরা। ম্যাচে ব্যাট করতে হয়নি, তবে তিন ডিসমিশাল করেন মুশফিক। হার দিয়ে আসর শুরু করা মোহামেডানও পেয়েছে ৭ উইকেটের বড় জয়।

মোহামেডানের মতো হার দিয়ে ডিপিএল মৌসুম শুরু করেছিল গত মৌসুমের অপরাজিত চ্যাম্পিয়ন আবাহনী। বৃহস্পতিবার তারা গুলশান ক্রিকেট ক্লাবকে ধসিয়ে ১৬৫ রানের বিশাল জয় পেয়েছে। এছাড়া প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৩ উইকেটে জিতেছে পারটেক্স গ্রুপ।

মিরপুরে রূপগঞ্জ ৯ উইকেটে ২২২ রান করে। মোহামেডান ৩৭.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ওই রান তুলে ফেলে। মোহামেডানের হয়ে ওপেনার তামিম ইকবাল ১৪ রান করে ফিরে যান। তিনে নামা মাহিদুল অঙ্কন ৯৭ বলে ৮১ রান করেন। পাঁচটি চার ও দুটি ছক্কা মারেন। তাওহীদ হৃদয় ৪৭ বলে ৭৪ রানের হার না মানা ইনিংস খেলেন। ১১টি চারের সঙ্গে একটি ছক্কা তোলেন তিনি।

বিকেএসপির চার নম্বর মাঠে গুলশান ক্লাবের বিপক্ষে শুরুতে ব্যাট করে আবাহনী ৬ উইকেটে ৩২৬ রান তোলে। পারভেজ ইমন ১২৪ বলে ১২৬ রান করেন। নয়টি চার ও আটটি ছক্কা মারেন তিনি। মোহাম্মদ মিঠুন ৬৫ বলে ৭২ রানের ইনিংস খেলেন। জবাবে লিটন দাস, জাওয়াদ আবরার, আজিজুল হাকিম, ইফতিদের গুলশান ক্লাব ২৯.৪ ওভারে ১৬১ রানে অলআউট হয়।

বিকেএসপির তিন নম্বর মাঠে প্রাইম ব্যাংক শুরুতে ব্যাট করে ৮ উইকেটে ২৯৯ রান তোলে। ওপেনার নাঈম শেখ ৪৬ রান করেন। তিনে নামা জাকির হাসান ৩৯ রান যোগ করেন। শাহাদাত দিপু ৬৪ রান করেন। শামীম পাটোয়ারি ৬৯ রানের ইনিংস খেলেন। জবাবে পারটেক্সের রুবেল মিয়া ৪১, অধিনায়ক সাব্বির রহমান ৪৩ বলে ৫৩ এবং আলাউদ্দিন বাবু ৩২ বলে ৭৮ রানের ইনিংস খেলে পারটেক্সকে জেতান।   

সম্পর্কিত নিবন্ধ