Prothomalo:
2025-04-11@06:03:34 GMT
বাগানে বা বারান্দার টবে খুব সহজে অপরাজিতা ফুল ফোটাবেন যেভাবে
Published: 6th, March 2025 GMT
মুগ্ধতা ছড়ানো চমৎকার নীল রঙের ফুল অপরাজিতা। নীল রঙের বলে অনেকেই একে ‘নীলকণ্ঠ’ নামে ভুল করেন। কেননা ‘নীলকণ্ঠ’ নামে আলাদা একটি ফুলই আছে প্রকৃতিতে। তবে কেবল নীল নয়, আকাশি থেকে শুরু করে বেগুনি, হালকা বেগুনি, গোলাপি, ধূসর ও সাদা রঙের অপরাজিতারও দেখা মেলে। ফুলটি সিঙ্গেল পেটাল বা এক পাপড়ির তো হয়ই, মাল্টি পেটাল বা একাধিক পাপড়িতেও দেখা যায়। বাগানের সৌন্দর্য বাড়ানো এই রঙিন ফুলের পাপড়ি ডুবিয়ে চা বানিয়েও খাওয়া যায়, যা বেশ স্বাস্থ্যকর। চলুন, বাগানে কীভাবে অপরাজিতার আগমন ঘটাবেন, তা নিয়ে বিস্তারিত জানা যাক আজ।
উপযুক্ত টব নির্বাচনটবে বীজ বুনেও অপরাজিতার চারা বানাতে পারেন.উৎস: Prothomalo
কীওয়ার্ড: অপর জ ত
এছাড়াও পড়ুন:
শজনে–উচ্ছে দিয়ে ডালের রেসিপি
ছবি: সাবিনা ইয়াসমিন