হালের ক্রেজ পরীমণির ব্যক্তিজীবন নিয়ে হরহামেশাই চর্চা হয় সোশ্যাল মিডিয়ায়। বিভিন্ন সময়ে তাকে নিয়ে প্রেমের গুঞ্জন উঠেছে। সর্বশেষ তরুণ সংগীতশিল্পী শেখ সাদীর সঙ্গে তার নাম জড়ায়। যদিও এই গুঞ্জন খারিজ করে দেন শেখ সাদী। তবে সোশ্যাল মিডিয়ায় এ জুটির বিভিন্ন ইঙ্গিতপূর্ণ পোস্ট তাদের সম্পর্কের রহস্য আরো ঘনীভূত করছে।
মঙ্গলবার (৫ মার্চ) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ছবি প্রকাশ করেন পরীমণি। যেখানে ‘ভালোবাসার মানুষের’ বাহুডোরে দেখা মেলে এই অভিনেত্রীর। সেই ছবি পোস্ট করে জীবনে নতুন করে বসন্তের আগমনী বার্তা দেন পরীমণি। যা মুহূর্তের মধ্যেই নেট দুনিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। যদিও সেই ছবিতে ভালোবাসার মানুষকে প্রকাশ্যে আনেননি। কেবল তার হাতটাই দেখা গেছে। তবু ভক্তদের চোখ থেকে যেন আড়াল করতে পারেননি।
অনেকেই পরীমণির পাশে থাকা মানুষকে সংগীতশিল্পী শেখ সাদী বলে দাবি করছেন। এর কারণ হিসেবে এই গায়কের ব্যবহৃত হাতঘড়ি, শার্টের সঙ্গে পরীমণির পাশে থাকা পুরুষের হাতঘড়ি ও শার্টের মিল খুঁজে পেয়েছেন।
আরো পড়ুন:
‘পরীর বাচ্চাদের তথাকথিত বাপের দরকার নাই’
‘সাদী ভাইকে ছ্যাঁকা না দিলেও হতো, পরী’
গতকাল রাত থেকে বিভিন্ন ফেসবুক গ্রুপ, পেজে নেটিজেনরা শেখ সাদী ও পরীমণির ‘ভাইরাল’ ছবি নিয়ে একের পর এক স্ট্যাটাস দিচ্ছেন। কেউ কেউ লিখেছেন, “শেখ সাদীকে আর আড়ালে রাখতে পারলেন না পরীমণি।” কেউ আবার পরীমণি-সাদীর প্রেমের সম্পর্ক নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলেছেন।
বিষয়গুলো পরী নিজেও হয়তো খেয়াল করেছেন। যে কারণে বুধবার রাতেই সেই ছবি ফেসবুক থেকে সরিয়ে নেন। উল্টো নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে একটি গাঁদা ফুলের ছবি প্রকাশ করে ক্যাপশনে পরী লিখেছেন, “গাঁদা ফুল ভুলে গাধা হয়ে গেছিল ভাইইই.
এর আগে এক সাক্ষাৎকারে পরীমণি বলেন, “সাদী আমার জীবনে একটা জাদুর মতন! আমি মন খুলে যার সাথে নিজের কথাগুলো বলতে পারি। জীবনে খারাপ সময়ে যে পাশে থাকে, আগলে রাখে, সে তো জীবনের আশীর্বাদ হয়ে আসে। ও ঠিক তা–ই আমার কাছে।”
পরীমণির সঙ্গে সম্পর্কের ব্যাপারে সাদী বলেন, “অনেক সাংবাদিকের সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচয় রয়েছে, তাদের সঙ্গে নরমাল কনভার্সেশন করায় সেগুলো ভুল ব্যাখ্যা আসছে। প্লিজ আপনারা এটা না করলে আমার ভালো হবে। এই বিষয় যেসব কথা হচ্ছে এতে আমি ব্যক্তিগতভাবে ইতস্ততবোধ করছি। দেশে আরো গুরুত্বপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে, নিউজ করলে সেইসব বিষয়ে করা উচিত।”
পরীমণির সঙ্গে পরিচয়ের বিষয়টি ব্যাখ্যা করে শেখ সাদী বলেন, “একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার ফলে পরীমণির সঙ্গে আগেই পরিচয় ছিল। পেশাগত কারণে তার সঙ্গে আমার পরিচয়। মাঝেমধ্যে দেখা ও কথাবার্তাও হয়; এটা নিয়ে বেশি কিছু বলার তো দেখি না।”
ঢাকা/রাহাত/শান্ত
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সিটি ব্যাংক ও ইডকলের মধ্যে চুক্তি
সিটি ব্যাংক এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) মধ্যে একটি চুক্তি করা হয়েছে। ইডকলের ক্যাশ ম্যানেজমেন্ট সুবিধার পরিধি সুবিস্তৃত করতে সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির আওতায় সিটি ব্যাংক ইডকলকে এখন থেকে ক্যাশ ম্যানেজমেন্ট সুবিধা দেবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান এবং ইডকলের কার্যনির্বাহী পরিচালক ও সিইও আলমগীর মোর্শেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এ সময় সিটি ব্যাংকের হেড অব করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল লায়াবিলিটি তাহ্সিন হক এবং ইডকলের ডেপুটি সিইও ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার এস এম মনিরুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা/রফিক