ইউআইইউর স্প্রিং–২০২৫ শিক্ষার্থীদের নবীনবরণ
Published: 6th, March 2025 GMT
বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)–তে স্প্রিং–২০২৫–এর আন্ডারগ্র্যাজুয়েট ও পোস্টগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে তিনটায় রাজধানীর ইউআইইউ খেলার মাঠে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়।
স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস ও স্কুল অব লাইফ সায়েন্সেসের সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীরা এতে অংশ নেন। নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য মো.
প্রধান অতিথি মো. আবুল কাশেম মিয়া বলেন, শিক্ষার্থীদের ক্লাসে নিয়মিত উপস্থিতি, পড়াশোনায় মনোযোগী হওয়া এবং নিজেকে সফল ও বিশ্বমানের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে নানামুখী দক্ষতা অর্জন করতে হবে। এ ছাড়া শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি গবেষণার দিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. জুলফিকার রহমান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নিয়মাবলি তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তব্য দেন ইউআইইউর এক প্রাক্তন শিক্ষার্থী ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের ট্রেড অ্যানালিটিকস এক্সিকিউটিভ ফাবিয়া শাহজাদী, এক অভিভাবক ও এক নবাগত শিক্ষার্থী। ইউআইইউ কালচারাল ক্লাবের একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে নবীনবরণ অনুষ্ঠান শেষ হয়।
আরও পড়ুন৪৮ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, এইচএসসি পাস ১৮-৩৫ বয়সীর সুযোগ, ভাতা দৈনিক ২০০২ ঘণ্টা আগেনবীনবরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
তাসমিয়া কসমেটিকসের পরিবেশক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত
কসমেটিকস ও টয়লেট্রিজ সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান তাসমিয়া কসমেটিকস অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের পরিবেশকদের নিয়ে পবিত্র ঈদুল ফিতরের বিক্রয় পরিকল্পনাবিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ২৬ ফেব্রুয়ারি ২০২৫। দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে রাজধানীর একটি কনভেনশন হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন তাসমিয়া কসমেটিকস অ্যান্ড টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক তাওহীদ আহমেদ, জিএম মো. ওবায়দুর রহমান মোল্লাসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শুভানুধ্যায়ীরা। খবর বিজ্ঞপ্তি
কনফারেন্সে সারা দেশ থেকে আসা পরিবেশকদের সঙ্গে ঈদুল ফিতরের বিক্রি বিষয়ে মতবিনিময় এবং তাঁদের পরামর্শ গ্রহণ করা হয়। তাসমিয়ার ব্যবস্থাপনা পরিচালক তাওহীদ আহমেদ বলেন, ‘তাসমিয়া কসমেটিকস আপনাদের কোম্পানি। এই কোম্পানির উন্নয়ন ও অগ্রযাত্রায় সব সময় আপনাদের পাশে পেয়েছি এবং ভবিষ্যতেও পেতে চাই। কোম্পানি পরিচালনার ক্ষেত্রে আপনাদের সবার অবদান যথাযথভাবে মূল্যায়ন করা হবে। তাসমিয়া কসমেটিকস আন্তর্জাতিক মানসম্পন্ন, অত্যন্ত উন্নত মানের পণ্যসামগ্রী তৈরি করে, ক্রেতাসাধারণ তা গ্রহণ করেছে এবং কয়েকটি দেশে রপ্তানি হচ্ছে।’
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাসমিয়া কসমেটিকস অ্যান্ড টয়লেট্রিজের আছে স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদি, স্মার্ট কাশ্মীরি কালার কোন মেহেদি, স্মার্ট সিনথেটিক কোন মেহেদি, স্মার্ট পাওয়ার ডিস ওয়াশিং বার, ররি ডিটারজেন্টসহ নানা ধরনের পণ্য। বিভিন্ন শপিং সেন্টার ও মেগা শপ ও সারা দেশের দোকানে তাসমিয়া কসমেটিকসের পণ্য পাওয়া যায়।