বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)–তে স্প্রিং–২০২৫–এর আন্ডারগ্র্যাজুয়েট ও পোস্টগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে তিনটায় রাজধানীর ইউআইইউ খেলার মাঠে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়।

স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস ও স্কুল অব লাইফ সায়েন্সেসের সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীরা এতে অংশ নেন। নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য মো.

আবুল কাশেম মিয়া। অন্যদের মধ্যে বক্তব্য দেন স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক মোহাম্মদ মুসা ও স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক হাসান সারোয়ার।

আরও পড়ুনবিদায় বেলায় বেসরকারি শিক্ষকদের জন্য সুখবর জানিয়ে গেলেন উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ০৫ মার্চ ২০২৫

প্রধান অতিথি মো. আবুল কাশেম মিয়া বলেন, শিক্ষার্থীদের ক্লাসে নিয়মিত উপস্থিতি, পড়াশোনায় মনোযোগী হওয়া এবং নিজেকে সফল ও বিশ্বমানের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে নানামুখী দক্ষতা অর্জন করতে হবে। এ ছাড়া শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি গবেষণার দিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. জুলফিকার রহমান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নিয়মাবলি তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তব্য দেন ইউআইইউর এক প্রাক্তন শিক্ষার্থী ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের ট্রেড অ্যানালিটিকস এক্সিকিউটিভ ফাবিয়া শাহজাদী, এক অভিভাবক ও এক নবাগত শিক্ষার্থী। ইউআইইউ কালচারাল ক্লাবের একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে নবীনবরণ অনুষ্ঠান শেষ হয়।

আরও পড়ুন৪৮ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, এইচএসসি পাস ১৮-৩৫ বয়সীর সুযোগ, ভাতা দৈনিক ২০০২ ঘণ্টা আগে

নবীনবরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অন ষ ঠ ন স ক ল অব

এছাড়াও পড়ুন:

পুলিশের সাব-ইন্সপেক্টর পদের চূড়ান্ত ফল প্রকাশ, নির্বাচিত ৫৯৯

পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদের ‍নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগ-২০২৫ এ অনুষ্ঠিত লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল আজ রোববার (২৭ এপ্রিল) প্রকাশ করা হয়। পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে ফলাফল প্রকাশের কথা বলা হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগ-২০২৫ এ নিয়োগের লক্ষ্যে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার (Aptitude Test and Viva-voce) ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন ৫৯৯ জন। এ ছাড়াও মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের কোটায় সুপারিশকৃত প্রার্থী হলেন ৩০ জন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় সুপারিশকৃত প্রার্থী ২ জন এবং শারীরিক প্রতিবন্ধী কোটায় সুপারিশকৃত প্রার্থী ১ জন। মোট সুপারিশপ্রাপ্ত হলেন ৫৯৯ জন।  

সাব-ইন্সপেক্টর পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ, নির্বাচিত ৫৯৯ জন.pdfডাউনলোডআরও পড়ুন৪৮তম বিসিএসে দুই হাজার চিকিৎসকের বিজ্ঞপ্তি শিগগিরই, দ্রুত নিয়োগ ৯ ঘণ্টা আগে

উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য পরীক্ষার বিস্তারিত সময়সূচী যথাসময়ে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট (www.police.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড হতে প্রার্থীর নির্দিষ্ট মোবাইল নম্বরে এসএমএসের জানানো হবে।

আরও পড়ুনবেসরকারি ব্যাংক নেবে অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার, বেতন ৩০,০০০ টাকা২ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষায় সার্টিফিকেট কোর্স, মেয়াদ ৪ মাস
  • আজ টিভিতে যা দেখবেন (২৮ এপ্রিল ২০২৫)
  • সহজ হলো হজ রোমিং সুবিধা
  • ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
  • পরিবেশ নিয়ে যাঁরা কাজ করতে চান, তাঁদের জন্য সুযোগ
  • বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এমবিএ সুযোগ, বাংলা মাধ্যমে
  • ডেসকোর ৯ মাসে লোকসান কমেছে ৭০.৯২ শতাংশ
  • পুলিশের সাব-ইন্সপেক্টর পদের চূড়ান্ত ফল প্রকাশ, নির্বাচিত ৫৯৯
  • আন্দোলনের মুখে ইউআইইউ’র ভিসি, ডিনসহ সব বিভাগীয় চেয়ারম্যানের পদত্যাগ
  • শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ইউআইইউর উপাচার্যসহ ১২ শিক্ষকের পদত্যাগের সিদ্ধান্ত