অন্য বিভাগ থেকে সভাপতি করার আদেশ প্রত্যাহার ও নিজ বিভাগ থেকে যোগ্যতার ভিত্তিতে সভাপতি করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি পালন শুরু করেন। এদিকে বেলা দেড়টার কিছুক্ষণ আগে প্রশাসন ভবনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা নামাজ পড়তে ভবন থেকে বের হতে চাইলে শিক্ষার্থীরা বাঁধা দেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়।

এ ঘটনার জড়িতদের বিচার না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) মোক্তার হোসেন। পরে বেলা সোয়া তিনটার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করে নেন।

গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত এক অফিস আদেশে ফাইন্যান্স বিভাগের অধ্যাপক মোহাম্মদ জাহিদ হোসেনকে সবেতন ও প্রেষণে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি করা হয়। একই সঙ্গে ট্যুরিজম বিভাগের সহকারী অধ্যাপক সাজু সরদারকে বিভাগীয় সভাপতির রুটিন দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

আজকের কর্মসূচি থেকে শিক্ষার্থীরা ওই আদেশ প্রত্যাহার করে নিজ বিভাগ থেকে যোগ্যতার ভিত্তিতে সভাপতি নিয়োগের দাবি জানান।

২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফ রহমান বলেন, ‘আমাদের বিভাগে যোগ্য শিক্ষক থাকা সত্ত্বেও প্রশাসন রাতের আঁধারে ফাইন্যান্স বিভাগের এক শিক্ষককে সভাপতি নিয়োগ দিয়েছে। এতে রীতিমতো আমাদের বিভাগের শিক্ষকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। আমাদের বিভাগে যোগ্য শিক্ষক থাকা সত্ত্বেও আমরা কেন অন্য বিভাগ থেকে সভাপতি নেব? আগের সভাপতিও অন্য বিভাগের ছিলেন। আমাদের কিছু না জানিয়ে তিনি চাকরি ছেড়ে বিদেশে চলে গেছেন। আমরা আর অন্য বিভাগ থেকে সভাপতি চাই না।’

দাবি না মানা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে বিভাগের শিক্ষার্থী মাসুদ ইসলাম বলেন, ‘আমরা আমাদের দাবি জানিয়ে প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দিয়েছি। কিন্তু এখন পর্যন্ত কোনো সাড়া পাইনি। দাবি না মানা পর্যন্ত আমরা এখানেই অবস্থান করব।’

কর্মকর্তা–কর্মচারীদের সঙ্গে হাতাহাতি

এদিকে বেলা দেড়টার কিছুক্ষণ আগে প্রশাসনিক ভবনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা নামাজ আদায় করতে ভবন থেকে বের হতে চাইলে শিক্ষার্থীরা তাঁদের বাঁধা দেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়। এ সময় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সাজু সরদার অসুস্থ হয়ে পড়েন।

পরে তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে বেলা সোয়া তিনটার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করে নেন। এ সময় বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান উপাচার্যের বরাত দিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত সদ্য নিয়োগপ্রাপ্ত সভাপতি বিভাগে যোগদান করবেন না।

এ ঘটনার পর জড়িত ব্যক্তিদের বিচার না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) মোক্তার হোসেন। তিনি সাংবাদিকদের বলেন, ছাত্রদের বিভাগের বিষয়ে যে আন্দোলন, সেখানে কর্মকর্তা-কর্মচারীরা কোনোভাবেই সম্পৃক্ত নন। তাঁরা তাঁদের অনুরোধ করেন, তাঁদের যেন নামাজ পড়তে যেতে দেওয়া হয়নি। কিন্তু তাঁরা যেতে দেননি। এই কাজ যারা করেছেন, তাঁরা দেশ ও বিশ্ববিদ্যালয়ের মঙ্গল চান না। ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে তাঁরা এ কাজ করেছেন। এ কাজের সঙ্গে যারা জড়িত, তাঁদের বিচার না হওয়া পর্যন্ত পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরের সব কাজ বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, আগেও ওই বিভাগের সভাপতি অন্য বিভাগ থেকে নেওয়া হয়েছিল। কিন্তু এবার কেন সমস্যা হচ্ছে বোধগম্য নয়। তারপরেও উপাচার্য শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মারকলিপি নিয়েছেন এবং আশ্বাস দিয়েছেন, আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেবেন। কিন্তু শিক্ষার্থীরা এখনই এটার সমাধান চান, যেটা আসলে সম্ভব নয়। এভাবে জিম্মি করে কোনো সভ্য সমাজের কার্যক্রম হতে পারে না।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অন য ব ভ গ থ ক কর মকর ত অবস থ ন আম দ র

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (৮ এপ্রিল ২০২৫)

আইপিএল ও চ্যাম্পিয়নস লিগে আছে দুটি করে ম্যাচ।টেনিস

মন্তে–কার্লো মাস্টার্স
বিকেল ৩টা, সনি স্পোর্টস টেন ৫

আইপিএল

কলকাতা নাইট রাইডার্স–লক্ষ্ণৌ সুপার জায়ান্টস
বিকেল ৪টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ২

পাঞ্জাব কিংস–চেন্নাই সুপার কিংস
রাত ৮টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

উয়েফা নারী নেশনস লিগ

জার্মানি–স্কটল্যান্ড
রাত ৯–৩০ মি., ফিফা+ ওয়েবসাইট

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

আর্সেনাল–রিয়াল মাদ্রিদ
রাত ১টা, সনি স্পোর্টস টেন ২

বায়ার্ন মিউনিখ–ইন্টার মিলান
রাত ১টা, সনি স্পোর্টস টেন ১

সম্পর্কিত নিবন্ধ