পাকিস্তান অধিকৃত কাশ্মির ভারতের অন্তর্ভুক্ত হলেই সব সমস্যা মিটে যাবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার (৫ মার্চ) যুক্তরাজ্যে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক থিংকট্যাংক সংস্থা চ্যাথাম হাউসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (৬ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

জয়শঙ্কর বলেছেন, ভারত সরকার এখন পাকিস্তানের চুরি করা অংশটুকু ফেরত আনার অপেক্ষায় রয়েছে।

আরো পড়ুন:

আমি ১৮টি ট্যাবলেট খেয়েছিলাম: সংগীতশিল্পী কল্পনা

ভুয়া আধার কার্ড তৈরির অভিযোগে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩

কাশ্মির ইস্যু সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে জয়শঙ্কর বলেন, “এ ইস্যুতে আমরা ধাপে ধাপে এগোচ্ছি এবং আমি মনে করি, ইতিমধ্যে অনেকাংশে আমরা এটিকে গুছিয়ে এনেছি। প্রথম ধাপে আমরা (সংবিধানের) ৩৭০ নম্বর ধারা বাতিল করেছি, দ্বিতীয় ধাপে জম্মু-কাশ্মিরের উন্নয়ন ও অর্থনৈতিক কার্যকলাপকে গতিশীল করা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার দিকে মনোযোগ দিয়েছি, তৃতীয় ধাপে আমরা সেখানে বিধানসভা নির্বাচন দিয়েছি এবং সেই নির্বাচনে প্রচুর ভোটার ভোট দিয়েছেন।”

তিনি বলেন, “এখন আমাদের সামনে আছে চতুর্থ ধাপ। এই ধাপে আমাদের লক্ষ্য হলো জম্মু-কাশ্মিরের চুরি যাওয়া অংশ উদ্ধার করা। আরো স্পষ্টভাবে বললে, জম্মু-কাশ্মিরের যে অংশটি পাকিস্তান অবৈধভাবে দখল করে রেখেছে, সেটিকে ভারতের মানচিত্রভুক্ত করা।”

ভারতের পররাষ্ট্রমন্ত্র বলেন, “আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, যদি এই লক্ষ্য আমরা সফলভাবে অর্জন করতে পারি, সে ক্ষেত্রে কাশ্মির ইস্যু নামে আর কোনো সংকট থাকবে না। এটিই এ সংকটের চূড়ান্ত সমাধান।”

এনডিটিভির প্রতিবেদন বলছে, এর আগেও পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জোর দিয়ে বলেছিলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মির ভারতের একটি অংশ। ভারতের প্রতিটি রাজনৈতিক দল এটি ভারতে ফিরিয়ে আনার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

গত বছরের ৯ মে নয়াদিল্লির দিল্লি বিশ্ববিদ্যালয়ের গার্গী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময়কালে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছিলেন, “পাকিস্তান অধিকৃত কাশ্মির সম্পর্কে আমি কেবল এটুকুই বলতে পারি যে, সংসদে একটি প্রস্তাব রয়েছে.

.. এই দেশের প্রতিটি রাজনৈতিক দল ভারতের অংশ পাকিস্তান অধিকৃত কাশ্মিরকে ভারতে ফিরিয়ে আনার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এটাই আমাদের জাতীয় অঙ্গীকার।”

তিনি দাবি করেন, “২০১৯ সালের আগস্টে ৩৭০ ধারা বাতিলের ফলে পাকিস্তান অধিকৃত কাশ্মিরের বিষয়টি নিয়েও মানুষের ভাবনার পথ তৈরি হয়েছে।”

জয়শঙ্কর বলেন, “যেহেতু আমরা অবশেষে ৩৭০ ধারার সঠিক সিদ্ধান্ত নিয়েছি, তাই পাকিস্তান অধিকৃত কাশ্মিরের বিষয়টি জনগণের চিন্তাভাবনার সামনে এসেছে। কিছু ঘটার জন্য প্রথম পূর্বশর্ত হলো এটি আপনার চিন্তাভাবনার মধ্যে থাকা উচিত।”

ঢাকা/ফিরোজ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পরর ষ ট রমন ত র

এছাড়াও পড়ুন:

যুক্তরাজ্য সফরকালে জয়শঙ্করের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার তীব্র নিন্দা ভারতের

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের যুক্তরাজ্য সফরকালে তাঁর নিরাপত্তা লঙ্ঘনের একটি ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে নয়াদিল্লি।

আজ বৃহস্পতিবার ভারত এই নিন্দা জানায়। নয়াদিল্লি বলেছে, এভাবে গণতান্ত্রিক স্বাধীনতার অপব্যবহারের নিন্দা জানায় ভারত।

ঘটনার একটি কথিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ছড়িয়েছে।

ভিডিওতে দেখা যায়, ভারতের পতাকার মতো দেখতে তিনরঙা লম্বা এক টুকরো কাপড় দুই হাতে মেলে ধরে চিৎকার করতে করতে একটি গাড়ির সামনে গিয়ে দাঁড়ান এক ব্যক্তি। তাঁকে আটকানোর চেষ্টা করেছে পুলিশ। গাড়িতে জয়শঙ্কর বসা ছিলেন। একপর্যায়ে ওই ব্যক্তিকে গাড়ির সামনে থেকে সরিয়ে নেয় পুলিশ।

ঘটনার সময় খালিস্তানপন্থী পতাকা হাতে এক দল মানুষকে চিৎকার করে স্লোগান দিতে দেখা যায়।

এ ব্যাপারে আজ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাজ্য সফরের সময় তাঁর নিরাপত্তা লঙ্ঘনের ভিডিওচিত্র তাঁরা দেখেন। তাঁরা বিচ্ছিন্নতাবাদী ও চরমপন্থীদের এই ছোট দলটির উসকানিমূলক কার্যকলাপের নিন্দা জানান।

রণধীর জয়সোয়াল আরও বলেন, তাঁরা এই ধরনের লোকজনের এভাবে গণতান্ত্রিক স্বাধীনতার অপব্যবহারের নিন্দা জানান। তাঁরা আশা করছেন, এ ধরনের ঘটনায় স্বাগতিক সরকার (যুক্তরাজ্য) তাদের কূটনৈতিক বাধ্যবাধকতা সম্পূর্ণরূপে পালন করবে।

চলতি বছরের জানুয়ারির শুরুর দিকে একদল খালিস্তানপন্থী বিক্ষোভ প্রদর্শনের জন্য যুক্তরাজ্যের লন্ডনে ভারতীয় হাইকমিশনের বাইরে জড়ো হয়েছিল।

এর আগে ২০২৩ সালে লন্ডনে ভারতীয় হাইকমিশনে হামলা চালিয়েছিল খালিস্তানপন্থীরা।

সম্পর্কিত নিবন্ধ

  • পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতের অংশ হলেই সমস্যা সমাধান: জয়শঙ্কর
  • যুক্তরাজ্য সফরকালে জয়শঙ্করের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার তীব্র নিন্দা ভারতের
  • লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ওপর হামলা