বাংলাদেশের স্বাধীনতা যারা অস্বীকার করেছিল, তাদের ভুলি নাই: জয়নুল আবদিন
Published: 6th, March 2025 GMT
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, ‘যাঁরা বাংলাদেশের স্বাধীনতা অস্বীকার করেছিলেন, আমরা তাঁদের ভুলি নাই। জামায়াতের কতজন গ্রেপ্তার হয়েছেন? আপনারা যাদের সঙ্গে আঁতাত করতে চেয়েছিলেন, তাঁরা (আওয়ামী লীগ) তো এখন নেই। এখন নতুন করে ইউনূস সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন আপনারা। দয়া করে ভুয়া আইডি, ফেসবুক বন্ধ করেন।’
গত বুধবার সন্ধ্যায় নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের ফকিরহাট বাজারে ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার পার্টিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জয়নুল আবদিন ফারুক। ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলাল হোসেনের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিন উল্যাহ, সেনবাগ পৌরসভা বিএনপির আহ্বায়ক আবদুল হান্নান প্রমুখ।
জামায়াতের উদ্দেশে জয়নুল আবদিন আরও বলেন, জামায়াত জাতীয় সংসদ নির্বাচনের আগে ইউনিয়ন পরিষদের নির্বাচন চাইছে। সংসদ নির্বাচন হচ্ছে জনগণের অধিকার আদায়ের একমাত্র স্থান। তাই আগে দরকার জাতীয় সংসদ নির্বাচন।
জাতীয় নাগরিক পার্টির উদ্দেশে জয়নুল আবদিন বলেন, ‘আপনারা নতুন দল। গ্রামে আসেন। স্বাগত জানাই। দল করেন, নমিনেশন নেন। যাচাই করেন কত ভোট পাবেন।’
সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, ‘বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তারেক রহমানের নির্দেশ মেনে আমরা এখনো আপনাদের সামনে উপস্থিত। আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে। আওয়ামী লীগের মামলায় ৪০ লাখ নেতা-কর্মী জেলে গিয়েছিল। এই ফকিরহাট থেকে অনেক নেতা হাজিরা দিতে মাইজদী গিয়ে কান্নায় চোখ ভাসিয়ে দিয়েছিল।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: জয়ন ল আবদ ন ব এনপ র
এছাড়াও পড়ুন:
ওমরাহ পালনকারীদের ২৯ এপ্রিলের মধ্যে সৌদি আরব ছাড়তে হবে
এ বছর পবিত্র হজের আগে যাঁরা ওমরাহ পালন করতে সৌদি আরবে যাবেন, তাঁদের অবশ্যই ২৯ এপ্রিলের মধ্যে সে দেশ থেকে বেরিয়ে আসতে হবে। সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে।
মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ওমরাহ যাত্রীদের সৌদি আরব ছাড়ার শেষ দিন ২৯ এপ্রিল। সেদিন সৌদি আরবে জিলকদ মাসের ১ তারিখ। সেদিনের পর থেকে সৌদি আরব কর্তৃপক্ষ বার্ষিক হজের প্রস্তুতি নেবে।
বিবৃতিতে আরও বলা হয়, ওমরাহ পালন করতে সৌদি আরবে প্রবেশের শেষ দিন ১৩ এপ্রিল (সৌদি আরবে ১৫ শাওয়াল)। ওই দিনের পর হজের আগে আর কেউ ওমরাহ পালন করতে দেশটিতে যেতে পারবেন না।
এতে বলা হয়, ২৯ এপ্রিলের পর ওমরাহ যাত্রীদের কেউ যদি সৌদি আরবে অবস্থান করেন, তবে তিনি দেশটির ভিসা আইন ও হজের নীতিমালা লঙ্ঘন করেছেন বলে বিবেচনা করা হবে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বিবৃতিতে বলা হয়, যেসব ব্যক্তি ও কোম্পানি ওমরাহ পরিষেবা প্রদান করে, তাদের কেউ যদি নিয়ম লঙ্ঘন করে, তবে শাস্তি হিসেবে তাদের সর্বোচ্চ এক লাখ সৌদি রিয়াল জরিমানা এবং সঙ্গে সম্ভাব্য আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে।
তাই সৌদি আরব কর্তৃপক্ষ সবাইকে নির্দিষ্ট সময়ের মধ্যে দেশ ছাড়ার এবং এ সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিত করার নিয়মকানুন সম্পূর্ণরূপে অনুসরণ করার আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে সৌদি আরব বলছে, অতিরিক্ত সময় অবস্থানকারী ওমরাহ যাত্রীরা এ বিষয়ে জানাতে ব্যর্থ হলে সর্বোচ্চ জরিমানা করা হবে।
আরও পড়ুনওমরাহ ভিসা নিয়ে সৌদি আরবে নতুন আইন১৬ এপ্রিল ২০২৪হজ যাত্রীদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে, নিরাপত্তা দিতে এবং ভিড় নিয়ন্ত্রণে রাখতে অনেক বছর ধরেই সৌদি আরব হজের আগে বিদেশি ওমরাহ যাত্রীদের সৌদি আরবে যাওয়া সাময়িকভাবে স্থগিত রাখে।
হজের সময় সারা বিশ্ব থেকে কয়েক লাখ মুসল্লি হজ পালন করতে সৌদি আরবে যান।