৭৪ দুস্থ হিসাবধারীর সঞ্চয়ী অর্থ দিলো এসআইবিএল কলমা উপশাখা
Published: 6th, March 2025 GMT
৭৪ দুস্থ নারীর সঞ্চিত অর্থ ফেরত দিয়েছে এসআইবিএল (সোশ্যাল ইসলামী ব্যাংক) কলমা উপশাখা।
সমাজসেবা অধিদফতরের অধীনে ২০২৩-২০২৪ অর্থবছরের ‘ভালনারেবল উইমেন বেনিফিট কর্মসূচি’র আওতায় এ অর্থ ফেরত দেওয়া হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বুধবার (৫ মার্চ) ঢাকা জেলার সাভার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আরিফ হোসেনের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এক অনুষ্ঠানে সোশ্যাল ইসলামী ব্যাংকের কলমা উপশাখার ইনচার্জ মো.
এ অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। খুব শিগগিরই আরো শতাধিক গ্রাহক এ কর্মসূচির আওতায় ব্যাংকে নতুন হিসাব খুলবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
ঢাকা/সাজ্জাদ/সাইফ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ওয়েলচের পর উইলিয়ামসের ফিফটি, অস্বস্তিতে বাংলাদেশ
নিক ওয়েলচ- শন উইলিয়ামসের জুটিতে ভুগছে বাংলাদেশ। ইতোমধ্যেই দুজন ব্যক্তিগত ফিফটি পেয়ে গেছে। ওয়েলচ ফিফটি করেছেন ১০৭ বলে অন্যদিকে উইলিয়ামস পঞ্চাশ ছুঁয়েছেন ১১৩ বলে। দুজনের জুটিতে অস্বস্তিতে বাংলাদেশ শিবির। উইকেট মেতে মরিয়া তাইজুল-মিরাজরা। ৫৩ ওভারে জিম্বাবুয়ের রান ২ উইকেটে ১৫৯। উইলিয়ামস ৫৪ ও নিক ওয়েলচ ৫৩ রানে খেলছেন।
উইলিয়ামস-ওয়েলচের জুটিতে পঞ্চাশ, এগোচ্ছে জিম্বাবুয়ে
মধ্যাহ্ন বিরতির পর শতরান পেরিয়ে এগোচ্ছে জিম্বাবুয়ে। ওয়েলচ-উইলিয়ামস জুটিও ইতোমধ্যে পঞ্চাশ পেরিয়েছে। ওয়েলচ ৪৬ ও উইলিয়ামস ২৯ রানে ব্যাট করছেন। ৪৩ ওভার শেষে সফরকারীদের সংগ্রহ ২ উইকেটে ১২৬ রান। বাংলাদেশ জুটি ভাঙতে মরিয়া হয়ে উঠেছে।
প্রথম সেশনে বাংলাদেশের প্রাপ্তি দুই উইকেট