৭৪ দুস্থ নারীর সঞ্চিত অর্থ ফেরত দিয়েছে এসআইবিএল (সোশ্যাল ইসলামী ব্যাংক) কলমা উপশাখা।

সমাজসেবা অধিদফতরের অধীনে ২০২৩-২০২৪ অর্থবছরের ‘ভালনারেবল উইমেন বেনিফিট কর্মসূচি’র আওতায় এ অর্থ ফেরত দেওয়া হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বুধবার (৫ মার্চ) ঢাকা জেলার সাভার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আরিফ হোসেনের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এক অনুষ্ঠানে সোশ্যাল ইসলামী ব্যাংকের কলমা উপশাখার ইনচার্জ মো.

মোফাজ্জল হোসেন নগদ অর্থ দেন।

এ অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। খুব শিগগিরই আরো শতাধিক গ্রাহক এ কর্মসূচির আওতায় ব্যাংকে নতুন হিসাব খুলবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

ঢাকা/সাজ্জাদ/সাইফ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

পাকিস্তান ও ভারত থেকে দেশে এলো আমদানির ৩৭ হাজার টন চাল

পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন এবং ভারত থেকে ১১ হাজার মেট্রিক টন চাল নিয়ে এমবি এসআইবিএল এবং এমবি এইচটি ইউনিট জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

বুধবার (৫ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, জি টু জি ভিত্তিতে পাকিস্তান থেকে আমদানি করা ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে এমবি এসআইবিএল এবং আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের (প্যাকেজ-০৫) আওতায় ভারত থেকে আমদানি করা ১১ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমবি এইচটি ইউনিট জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

জাহাজ দুটিতে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে আজই খালাসের কার্যক্রম শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

ঢাকা/আসাদ/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ

  • পাকিস্তান ও ভারত থেকে দেশে এলো আমদানির ৩৭ হাজার টন চাল
  • এসআইবিএল এর শরীআহ সুপারভাইজরী কমিটির সভা অনুষ্ঠিত