সেতুর রড চুরির অভিযোগে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩ নেতা বহিষ্কার
Published: 6th, March 2025 GMT
পিরোজপুরের নাজিরপুরে সেতুর ছাউনি ভেঙে রড চুরির অভিযোগে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৩ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৫ মার্চ) রাতে জেলা বিএনপির সদস্যসচিব গাজী অহিদুজ্জামান লাভলুর সই করা এক বিজ্ঞপ্তিতে তাদের ওই বহিষ্কার আদেশ দেওয়া হয়।
বহিষ্কৃতরা নেতারা হলেন- উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরদার সাফায়েত হোসেন শাহীন, মাটিভাঙ্গা ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক মো.
বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ও নাজিরপুর উপজেলা বিএনপির লিখিত আবেদনের প্রেক্ষিতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের তিন জনকে দলীয় প্রাথমিক সদস্য পদসহ সকল পদ-পদবী থেকে বহিষ্কার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের উত্তর বানিয়ারী গ্রামের রিপন শিকদার বাড়ির সামনের লোহার সেতুর ছাউনির ঢালাই ভেঙে তাতে থাকা প্রায় লক্ষাধিক টাকা মূল্যের লোহার রড চুরি করে নেন অভিযুক্তরা।
এ সময় স্থানীয়রা বাধা দিলে অভিযুক্তরা তাদের হত্যার হুমকি দেন। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম হেকমত তিন জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে জানতে সরদার সাফায়েত হোসেন শাহীনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, ‘‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/তাওহিদুল/রাজীব
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ সদস য
এছাড়াও পড়ুন:
টিসিবির সম্মাননা পেল রূপালী ব্যাংক
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্যক্রমে অন্যতম সহায়তাকারী হিসেবে সেবা প্রদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক পেয়েছে রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংক। গত বুধবার রাজধানীর আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে আয়োজিত ‘ট্রেড উইথ টিসিবি’ শীর্ষক অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে রূপালী ব্যাংক।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের কাছ থেকে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. মঈনউদ্দিন মাসুদ এবং টিসিবি ভবন করপোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. আবুল হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাওসার চৌধুরী এবং টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ।
জানা যায়, টিসিবির খাদ্যপণ্য আমদানিতে অর্থায়ন করে থাকে রূপালী ব্যাংক। এ জন্য ব্যাংকটিকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।