ঢাবি শিক্ষার্থীর শ্লিলতাহানির মামলা: সেই যুবকের জামিন
Published: 6th, March 2025 GMT
শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর শ্লীলতাহানি মামলায় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সহকারী বুক বাইন্ডার মোস্তফা আসিফ অর্নবকে জামিন দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৬ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালত শুনানি শেষে এক হাজার টাকা মুচলেকায় এই জামিনের আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই তৌফিক হাসান তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। অর্নবের পক্ষে তার আইনজীবী আজমত হোসাইন জামিন চেয়ে আবেদন করেন।
শুনানিতে তিনি বলেন, “আসামি ঘটনার সাথে জড়িত না। উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে মামলায় জড়ানো হয়েছে। তিনি সম্পূন্নভাবে নির্দোষ, নিরাপরাধ। তার জামিন মঞ্জুরের প্রার্থনা করছি।”
শুনানি শেষে আদালত জামিন মঞ্জুরের আদেশ দেন।
শাহবাগ থানার (নারী ও শিশু) আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর আবুল কালাম আজাদ জামিনের বিষয়ে রাইজিংবিডি ডটকমকে তথ্য দিয়েছেন। তিনি বলেন, “বাদী মামলা প্রত্যাহারের আবেদন করেছে। আসামি পক্ষ জামিন আবেদন করেন। পরে আদালত তার জামিন মঞ্জুর করেন।”
শ্লীলতাহানির ঘটনায় ওই শিক্ষার্থী শাহবাগ থানায় মামলা করেন।
মামলায় অভিযোগ থেকে জানা যায়, ওই শিক্ষার্থী ৫ মার্চ দুপুর দেড়টার দিকে শাহবাগ থানা-সংলগ্ন জাতীয় জাদুঘরের সামনে থেকে বন্ধুর সঙ্গে হাঁটতে হাঁটতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাচ্ছিলেন। রাজু ভাস্কর্যের সামনে পৌঁছালে মোস্তফা আসিফ অর্নব ওই শিক্ষার্থীর সামনে আসেন। পর্দা করে নাই কেন, বলে প্রশ্ন করেন। ওড়না ঠিক নাই কেন বলাসহ আরো কুরুচিপূণ কথা বলে তাকে যৌনপীড়ন করেন। ওই শিক্ষার্থী প্রক্টরকে মোবাইলে কল দিতে চাইলে অর্নব দৌড়ে পালিয়ে যান। পরবর্তীতে বিষয়টি তিনি তার সহপাঠীদের অবহিত করেন এবং ফেসবুকে পোস্ট করেন।
পোস্টে একজনের ছবি যোগ করে তিনি লেখেন, “এই লোকটা আজকে আমাকে শাহবাগ থেকে আসার পথে হ্যারাস করেছে। সে আমাকে হুট করে রাস্তায় দাঁড় করায় দিয়ে বলতেছে আমার ড্রেস ঠিক নাই ইত্যাদি.
ঢাকা/মামুন/রাসেল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ওই শ ক ষ র থ ন কর ন
এছাড়াও পড়ুন:
পাট রপ্তানির ঋণাত্মক প্রবৃদ্ধি কাঙ্ক্ষিত নয়: উপদেষ্টা
বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, “পাট রপ্তানির ঋণাত্মক প্রবৃদ্ধি হচ্ছে, যা কাঙ্ক্ষিত নয়। পাট রপ্তানি বাড়াতে সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে আসুন, তার জন্য যা প্রয়োজন, সবই করবে সরকার। ৫ বিলিয়ন না হলেও ২ বিলিয়ন ডলারে যেতে হলে কী করা লাগবে, কোথায় বিনিয়োগ করতে হবে; প্রতিশ্রুতি দিচ্ছি, আমি করব। পাটের হারানো ঐতিহ্য ফেরাতে নিরলসভাবে কাজ করছি।”
বৃহস্পতিবার (৬ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে মনিপুরী পাড়া জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি) তিনি এসব কথা বলেন।
এর আগে জাতীয় পাট দিবস উদযাপন উপলক্ষে পাট অধিদপ্তর আয়োজিত পাঁচ দিনব্যাপী (৬ থেকে ১০ মার্চ) বহুমুখী পাটপণ্য মেলা এবং ১৫ দিনব্যাপী (১১ থেকে ২৫ মার্চ) তাঁতবস্ত্র মেলা উদ্বোধন করেন উপদেষ্টা।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, “কৃষকদের বীজ, সার, পাট পচন প্রক্রিয়া সহজীকরণ ও মান উন্নয়নে সহায়তায় ৩৫৪ কোটি টাকার একটি প্রকল্প নিয়ে কাজ করছি। শিল্প সহায়তার বিভিন্ন প্রণোদনামূলক কার্যক্রমে নীতি সহায়তা দিতে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। জেপিডিসির মাধ্যমে ১ হাজারের বেশি উদ্যোক্তা তৈরি হয়েছে। এই উদ্যোক্তাদের সহায়তায় কাজ করছি। এখানে (জেডিপিসি) একটি বিক্রয়কেন্দ্র করেছি, পাটপণ্যের সমাহার যথেষ্ট পরিমাণে করার চেষ্টা করা হয়েছে।”
শেখ বশিরউদ্দীন আরো বলেন, “আমরা দেখেছি, কোভিডের পরে পাট শিল্পপণ্যের ব্যাপক চাহিদা তৈরি হয়েছিল এবং আমরা বিলিয়ন ডলার অতিক্রম করেছিলাম। কাঁচা পাটের বাজারে একটা অনিয়ন্ত্রিত মূল্য সৃষ্টি হলো, ২ হাজার টাকার পাট ৭ হাজার টাকা হলো। ফলে, আন্তর্জাতিক ক্রেতারা আমাদের কাছ থেকে সরে যেতে শুরু করেন। এই সরে যাওয়ার ফলে উদ্যোক্তারা দুই-তিন বছর ধরে সমস্যা ভোগ করে আসছেন। এর পরিত্রাণ দরকার।”
অনুষ্ঠানের সভাপতি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ সংক্ষিপ্ত বক্তব্যে পাটপণ্যের ক্ষুদ্র উদ্যোক্তাদের কম ঋণসুবিধাসহ এ খাতে অন্যান্য সমস্যার কথা তুলে ধরেন।
উদ্বোধনের পর উপদেষ্টা মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন—পাট অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জিন্নাত আরা, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমেদ সিদ্দিকী, রেশম বোর্ডের পরিচালক এম এ মান্নান, প্রাক্তন অতিরিক্ত সচিব বিমল চন্দ্র রায়, জুট স্পিনার অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত পরিচালক তাপস প্রামাণিক, বাংলাদেশ জুট মিল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফরহাদ আহমেদ আকন্দ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আরিফুর রহমান খান, এ এন এম মঈনুল ইসলাম, সুব্রত শিকদার প্রমুখ।
ঢাকা/এএএম/রফিক