ভুয়া আধার কার্ড তৈরির অভিযোগে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩
Published: 6th, March 2025 GMT
বাংলাদেশি এক নাগরিককে আশ্রয় দেওয়া এবং ভুয়া প্যান কার্ড ও আধার কার্ড বানিয়ে দেওয়ার অভিযোগে ওই বাংলাদেশি নাগরিকসহ আরো দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার পুলিশ।
পুলিশের অভিযোগ, ওই দুই ভারতীয় বাংলাদেশের নাগরিককে আশ্রয় দেওয়া ও নথি করে দেওয়ার কাজে সরাসরি সম্পৃক্ত ছিল।
বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে হিলির ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ জানান, গোপন সূত্রে খবর পেয়ে একটি অভিযান চালিয়ে বাংলাদেশের নাগরিক শ্যাম কুমার সাহাকে গ্রেপ্তার করে পুলিশ।বাংলাদেশের নওগাঁ এলাকার বাসিন্দা শ্যাম কুমার সাহা ৪ বছর আগে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিলেন। এরপর ভারতে স্থায়ীভাবে বসবাসের জন্য অর্থের বিনিময়ে জোগাড় করেন প্যান কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট।
আরো পড়ুন:
লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের ওপর হামলার চেষ্টা
১৪ কেজি সোনাসহ অভিনেত্রী গ্রেপ্তার: মুখ খুললেন পুলিশ অফিসার বাবা
পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে বাংলাদেশি ওই নাগরিক জানিয়েছেন অবৈধ ভারতীয় নথি সংগ্রহে তাকে সহায়তা করেন অলোক পাল নামে এক অস্থায়ী ব্যাংক কর্মী। এছাড়া ভারতে আসার পর তাকে অর্থের বিনিময়ে প্রথম আশ্রয় দেন দেবরা এলাকার অমৃত দাস। এই দুজনকেই বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে নথি সংগ্রহে সহযোগিতা ও আশ্রয় দেওয়ার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশ আরো জানিয়েছে, গ্রেপ্তার তিনজনকে আগামীকাল বালুরঘাট মহাকুমা আদালতে তোলা হবে।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
অস্থিরতার কারণে এ বছর নির্বাচন আয়োজন কঠিন হতে পারে
বাংলাদেশের জননিরাপত্তা এখনো পুরোপুরি নিশ্চিত করতে পারেনি অন্তর্বর্তী সরকার। ফলে চলতি বছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হতে পারে বলে মন্তব্য করেছেন জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের সদ্য গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
নাহিদ বলেন, গত সাত মাসে আমরা আশা করেছিলাম, কিছুটা সংস্কারের মাধ্যমে পুলিশের কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে। কিছুটা উন্নতি হলেও তা প্রত্যাশার চেয়ে কম।
বিস্তারিত আসছে...