কর্ণফুলীতে এক যুবককে অপহরণ, ৫ ঘণ্টা পর মুক্তিপণ ছাড়াই মুক্তি
Published: 6th, March 2025 GMT
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অপহরণের পাঁচ ঘণ্টা পর মুক্তিপণ ছাড়াই ছেড়ে দেওয়া হয়েছে একজনকে। তাঁর নাম শহীদুল আলম (৩২)। গতকাল বুধবার রাত ১১টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
শহীদুল আলম ইছানগরের বাসিন্দা এবং মাছের ব্যবসায়ী। মুক্তি পাওয়ার পর তিনি বলেন, এলাকায় তাঁর ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে প্রতিপক্ষের লোকজন এমন করতে থাকতে পারে বলে তাঁর ধারণা।
স্থানীয় সূত্র জানায়, গতকাল রাত প্রায় ১১টার দিকে ইছানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের বাজার থেকে বাড়ি ফিরছিলেন শহীদুল। এ সময় তিনটি সিএনজিচালিত অটোরিকশায় করে ১২ থেকে ১৫ জন লোক থানায় নিয়ে যাওয়ার কথা বলে শহীদুল আলমকে সিএনজিতে তুলে নেয়। এ সময় তাঁকে চট্টগ্রাম শহরে নিয়ে যাওয়া হয়। পরে তাঁর পরিবারের লোকজন কর্ণফুলী থানা-পুলিশকে বিষয়টি জানান। দিবাগত রাত আড়াইটার দিকে শহীদুলকে নগরীর কোতোয়ালি থানা এলাকায় ছেড়ে দেওয়া হয়।
মুক্তি পাওয়া শহীদুল আলম গণমাধ্যমকে জানান, ‘অটোরিকশায় থাকা লোকজন নিজেদের মহানগর বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মী হিসেবে পরিচয় দেয়। আমাকে নিয়ে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে অটোরিকশাটি। পরে আমাকে আরেকটি দলের কাছে হস্তান্তর করা হয়। তারা আমার ফেসবুক আইডি চেক করে বৈষম্যবিরোধী আন্দোলনের বিরোধী কোনো পোস্ট করেছি কি না, যাচাই করে। ফেসবুক আইডিতে তেমন কিছু না পেয়ে তারা প্রথমে পাঁচ লাখ টাকা ও পরে তিন লাখ টাকা দাবি করে। টাকার জন্য আমি তাদের বিকাশ নম্বর দিতে বলি এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করতে চাই। এ সময় তারা টাকা না নিয়ে আমাকে একটি রিকশায় তুলে দেয়।’
এ বিষয়ে কথা বলার জন্য চট্টগ্রাম নগর বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন ও চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক জোবাইরুল আলমের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ প্রথম আলোকে বলেন, ঘটনার পর কোতোয়ালি থানা ও কর্ণফুলী থানার যৌথ তৎপরতায় শহীদুলকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে অপরাধী চক্র। অপরাধীদের শনাক্তের কাজ চলমান।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বেড়াতে আসা বন্ধুকে তুলে দিলেন অপহরণকারীদের হাতে, এরপর যেভাবে উদ্ধার
বগুড়া জেলার মো. সবুজের সঙ্গে কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের আবদুল আমিন নামের তরুণের পরিচয় হয় দুই বছর আগে। বন্ধুত্বের সূত্রে একে অপরের বাড়িতে বেড়াতে যাওয়া-আসাও করতেন।
গত ২৬ ফেব্রুয়ারি আবদুল আমিনের আমন্ত্রণে সবুজ তাঁর ভাইয়ের ছেলে মেহেদী হাসানকে নিয়ে টেকনাফে বেড়াতে আসেন। বেড়াতে আসার পর বন্ধু সবুজ ও তাঁর ভাইপো মেহেদীকে কৌশলে রোহিঙ্গা অপহরণ চক্রের সদস্যদের হাতে তুলে দেন আবদুল আমিন। এরপর অপহরণকারীরা দুজনকে নির্যাতন চালিয়ে ভিডিও ধারণের পর সবুজের স্ত্রীর কাছে পাঠায়। এ সময় দাবি করা হয় ১০ লাখ টাকা মুক্তিপণ। সবুজের স্ত্রী মুক্তিপণ হিসেবে বিকাশ ও নগদের মাধ্যমে ১ লাখ ২৫ হাজার টাকা পাঠান। তবে এরপরও দুজনের মুক্তি মেলেনি।
এ ঘটনায় ২ মার্চ মো. সবুজের বোন সুলতানা বেগম থানায় অপহরণ ও মুক্তিপণ আদায় বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেন। তার পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে মো. সবুজ ও মেহেদী হাসান হ্নীলার আবদুল আমিনের বাড়িতে বেড়াতে এসে অপহরণের শিকার হন বলে পুলিশ নিশ্চিত হয়। পাশাপাশি মুঠোফোন ব্যাংকিংয়ের মাধ্যমে টাকার লেনদেনের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণ চক্রের অবস্থান নিশ্চিত হয় পুলিশ। এরপর টানা দুই দিন অভিযান চালিয়ে আজ মঙ্গলবার বিকেলে গহিন পাহাড় থেকে উদ্ধার করা হয় অপহৃত সবুজ ও মেহেদীকে। একই সময় অপহরণে জড়িত তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং মুক্তিপণের জন্য দেওয়া টাকাও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার তিনজন হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকার ইসলাম মিয়ার ছেলে খোরশেদ আলম (৩৫), হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার এলাকার আবুল হোসেনের ছেলে মো. ইউসুফ (৩০) ও মৌলভীবাজার এলাকার নুরুল ইসলামের ছেলে মো. ফয়সাল (১৯)।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, সবুজ ও মেহেদীকে অপহরণকারী চক্রের হাতে তুলে দেওয়া আবদুল আমিনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় অপহরণকারীর একটি পুরো চক্রকে শনাক্ত করতে পেরেছে পুলিশ।
গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদ করে অপহরণ চক্রের বিষয়ে বেশ কিছু তথ্য পাওয়া গেছে বলে জানান ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি বলেন, অপহরণকারী চক্রের অনেকের নাম পাওয়া গেছে। তাঁদের ধরতে অভিযান চলছে। এ ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় টেকনাফের বাহারছড়ার জাহাজপুরা এলাকার মেরিন ড্রাইভে গাড়িসহ ইজিবাইকের কিশোর চালক মোহাম্মদ ফারুককে (১৬) অপহরণ করা হয়। তাকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। ফারুক টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের লামার বাজার এলাকার নুরুল হকের ছেলে।
কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ নিয়ে গত ১৪ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২২৯ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। অন্যদিকে একই সময়ে উখিয়ার বিভিন্ন এলাকা থেকে ৮৭ জনকে অপহরণ করা হয়।