আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। তার বিদায়ে আবেগি বার্তা দিয়েছেন স্ত্রী জান্নাতুল কেফায়েত মন্ডি। সোস্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ওজু ছাড়া ব্যাট-বল ধরেন না মুশফিক। সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেছেন, সমালোচনা যেন কারো কান্নার কারণ না হয়। 

মন্ডি লিখেছেন- ওয়ানডে ক্রিকেট থেকে তোমার বিদায় আনন্দের হোক এই প্রত্যাশা করি। অসাধারণ ওয়ানডে ক্যারিয়ার পার করেছ তুমি। নিজে থেকে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত তোমাকে পরিশ্রম করতে দেখেছি। গুরুত্বপূর্ণ ম্যাচে ভাঙা পাঁজর নিয়ে খেলেছ, একসঙ্গে ২০টা পর্যন্ত ব্যথানাশক খেয়েছ। 

তুমি কখনো নিজের জন্য নয়, দল ও দেশের জন্য খেলেছ। পাশে এমন একজন সৎ মানুষ পাওয়া আমার জন্য আর্শীবাদ, যে ওজু না করে ব্যাট-বল স্পর্শ করে না। তুমি অসাধারণ ফ্যামিলি ম্যান। বাচ্চাদের খুব প্রিয় মানুষ। শাহরোজ তোমার গুবাবলি পাবে এবং তোমাকে জীবনের আদর্শ করবে এমনই আমার চাওয়া।

জানি এটা তোমার জন্য কঠিন সিদ্ধান্ত। তবে আরও ভালো সময় অপেক্ষা করছে তোমার জন্য। এখন পর্যন্ত তুমি যা কিছু করেছ, তাতে পরিবার তোমার প্রতি পুরোপুরি সন্তুষ্ট, বাকি পৃথিবী তোমাকে নেতিবাচকভাবে নিলে নিক। সমালোচকদের আমি বলবো- সমালোচনা এমনভাবে করবেন না, যেন কাউকে নামাজের পাটিতে বসে কাঁদতে হয়। আমরাও মানুষ। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র জন য

এছাড়াও পড়ুন:

হবিগঞ্জে বৃষ্টির জন্য নামাজ আদায় 

প্রচণ্ড গরম ও কাঠফাটা রোদে বিপর্যস্ত হয়ে পড়েছে হবিগঞ্জের জনজীবন। আকাশে নেই মেঘ, নেই বৃষ্টির আভাস। গরম থেকে মুক্তি আর বৃষ্টির জন্য তাই সালাতুল ইসতিসকা (বিশেষ নামাজ ও দোয়া) আদায় করেছেন হবিগঞ্জের মুসল্লিরা।

রবিবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে জেলা শহরের নিউফিল্ড মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন: হবিগঞ্জে অনাবৃষ্টিতে চা পাতা পুড়ে যাচ্ছে

আরো পড়ুন:

ঈদের দিন আবহাওয়া যেমন থাকতে পারে

বৃষ্টিতে সতেজ হয়ে উঠলো আমের গুটি

আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদ আয়োজিত নামাজে ইমামতি করেন মাওলানা আবু তাহের মো. সালাউদ্দিন।

নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লিরা অংশগ্রহণ করেন। জেলার বিভিন্ন উপজেলায় বোরো মৌসুমে রোপণকৃত ধান বের হলেও বৃষ্টি না হওয়ায় তা পাকতে শুরু করেনি। সবজি ও চা গাছের পাতাও ঝসলে যাচ্ছে তীব্র গরমের কারণে।

নামাজে উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি আলহাজ রইছ মিয়া, সহ-সভাপতি মাহবুবুর রহমান আওয়ালসহ অন্য নেতারা। 

ঢাকা/মামুন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ