ইঞ্জিন বিকল হয়ে চার দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে উদ্ধার হওয়া জেলেদের দুবলার চরে নিয়ে আসা হয়েছে। এর আগে, গতকাল দুপুরে ‘এমভি মা বাবার দোয়া’ নামের মাছ ধরা ট্রলারসহ ওই জেলেদের উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো.

সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘‘গতকাল দুপুরে জাতীয় জরুরি সেবা (৯৯৯) খবর আসে, ‘এমভি মা বাবার দোয়া’ নামক একটি ফিশিং বোট গত ৪ দিন ধরে ইঞ্জিন বিকল অবস্থায় সমুদ্রে ভাসমান আছে। বোটটি সুন্দরবনের দুবলারচরের আলোরকোল থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল পশ্চিমে সমুদ্রে অবস্থান করছে।’’

তিনি বলেন, ‘‘এমন তথ্যের ভিত্তিতে, কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ আউটপোস্ট দুবলা থেকে ৪ সদস্য বিশিষ্ট একটি উদ্ধারকারী দল তাৎক্ষণিক উদ্ধার অভিযানে ওই স্থানে যায়। দ্রুত উদ্ধারকারী দল বোটের অবস্থান শনাক্ত করে এবং সফলভাবে বিকল বোটটির ১৩ জেলেকে উদ্ধার করে।’’

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম আরো বলেন, ‘‘উদ্ধার করা ট্রলারটি ১২ দিন আগে মাছ ধরার উদ্দেশ্যে বরিশালের পাথরঘাটা থেকে জেলেদের নিয়ে সমুদ্রে যাত্রা করে। ৮ দিন পর হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে চার দিন যাবত সমুদ্রে ভাসছিল ট্রলারটি। উদ্ধারের পর মালিকপক্ষকে বিষয়টি জানানো হয়েছে, তারা নিজস্ব ব্যবস্থাপনায় ট্রলারটি দুবলার চরে রেখে মেরামত করবে এবং পরবর্তীতে সুবিধাজনক সময় বরিশালে নিয়ে যাবেন বলে জানিয়েছেন।’’

ঢাকা/শহিদুল/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

মৃত্যুর সাড়ে ১৩ বছর পর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন আজম খান

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বাংলা রক গানের কিংবদন্তি শিল্পী আজম খান। মৃত্যুর সাড়ে ১৩ বছর পর এই পুরস্কার পাচ্ছেন এই রক তারকা।

আজ বৃহস্পতিবার সরকারের একটি উচ্চপর্যায়ের সূত্র প্রথম আলোকে জানিয়েছে, এ বছর আজম খানসহ আটজনকে পুরস্কার দেওয়া হবে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হবে।

আজম খান

সম্পর্কিত নিবন্ধ