সবচেয়ে পাতলা স্মার্টফোন তৈরির প্রতিযোগিতায় নতুন চমক তৈরি করেছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান টেকনো। স্পেনের বার্সেলোনায় চলা মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) মাত্র ৫ দশমিক ৭৫ মিলিমিটার পুরত্বের টেকনো স্পার্ক স্লিম স্মার্টফোন উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। পাতলা স্মার্টফোন তৈরির প্রতিযোগিতায় এগিয়ে থাকতে চায় অ্যাপলও। সম্প্রতি ফাঁস হওয়া নতুন এক তথ্যে জানা গেছে, টেকনো স্পার্ক স্লিম স্মার্টফোনের চেয়েও পাতলা আইফোন আনতে যাচ্ছে অ্যাপল।

৬ দশমিক ৭৮ ইঞ্চি ওএলইডি পর্দার টেকনো স্পার্ক স্লিম স্মার্টফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রধান ও আলট্রা-ওয়াইড ক্যামেরা এবং ৫ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। পাতলা হলেও শক্তিশালী স্পেসিফিকেশনের কারণে এটি প্রযুক্তিপ্রেমীদের নজর কেড়েছে। তবে টেকনো স্পার্ক স্লিম বেশি দিন বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোনের শিরোপা ধরে রাখতে পারবে না বলে ধারণা করা হচ্ছে। জনপ্রিয় প্রযুক্তি বিশ্লেষক মাজিন বু সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) আইফোন ১৭ এয়ারের একটি ডামি মডেলের ছবি প্রকাশ করেছেন। সেখানে দেখা গেছে, ফোনটির পুরুত্ব মাত্র ৫ দশমিক ৪৪ মিলিমিটার। যদিও এই পরিমাপ ক্যামেরা বাম্প বাদ দিয়ে করা হয়েছে।

আরও পড়ুন৯,৯৯০ টাকায় নতুন স্মার্টফোন আনল গ্রামীণফোন ও আইটেল২৮ জানুয়ারি ২০২৫

জানা গেছে, আইফোন ১৭ এয়ার-এ আকারে বড় সরু একটি মাত্র ক্যামেরা থাকতে পারে। ফোনটির নকশা নিয়ে বিতর্ক থাকলেও সম্প্রতি ফাঁস হওয়া তথ্য এই দাবিকে আরও জোরালো করেছে। প্রযুক্তি ওয়েবসাইট ফোনঅ্যারেনা এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন নকশার ক্যামেরার কারণে আইফোন ১৭ এয়ারের সর্বোচ্চ পুরুত্ব ৫ দশমিক ৮৪ মিলিমিটার পর্যন্ত হতে পারে। ফলে ফোনটি স্যামসাংয়ের বাজারে আনতে যাওয়া গ্যালাক্সি এস ২৫ এজ স্মার্টফোনের পুরুত্বের কাছাকাছি হবে।

আরও পড়ুন এআই প্রযুক্তিনির্ভর গ্যালাক্সি এস২৫ সিরিজের স্মার্টফোন আসছে বাংলাদেশে২৩ জানুয়ারি ২০২৫

স্যামসাং এখনো গ্যালাক্সি এস ২৫ এজ স্মার্টফোনের চূড়ান্ত স্পেসিফিকেশন প্রকাশ করেনি। অন্যদিকে, অ্যাপলও আইফোন ১৭ এয়ার সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি। অন্যদিকে টেকনো স্পার্ক স্লিম স্মার্টফোনটি বিশ্বব্যাপী সীমিত সংস্করণে বাজারজাত করা হবে। শুধু তা–ই নয়, যুক্তরাষ্ট্রের মতো বড় বাজারে স্মার্টফোনটির বিক্রি কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা বেশ কম। ফলে ফ্ল্যাগশিপ ফোনের প্রতিযোগিতায় ফোনটি খুব বেশি প্রভাব ফেলবে না বলেই ধারণা করা হচ্ছে।

সূত্র: টেক রাডার

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দশম ক

এছাড়াও পড়ুন:

উইলিয়ামস-ওয়েলচের জুটিতে পঞ্চাশ

মধ্যাহ্ন বিরতির পর শতরান পেরিয়ে এগোচ্ছে জিম্বাবুয়ে। ওয়েলচ-উইলিয়ামস জুটিও ইতোমধ্যে পঞ্চাশ পেরিয়েছে। ওয়েলচ ৪৬ ও উইলিয়ামস ২৯ রানে ব্যাট করছেন। ৪৩ ওভার শেষে সফরকারীদের সংগ্রহ ২ উইকেটে ১২৬ রান। বাংলাদেশ জুটি ভাঙতে মরিয়া হয়ে উঠেছে।

প্রথম সেশনে বাংলাদেশের প্রাপ্তি দুই উইকেট

সম্পর্কিত নিবন্ধ