পাতলা স্মার্টফোন তৈরির দৌড়ে অ্যাপল ও স্যামসাংকে পেছনে ফেলল যে প্রতিষ্ঠান
Published: 6th, March 2025 GMT
সবচেয়ে পাতলা স্মার্টফোন তৈরির প্রতিযোগিতায় নতুন চমক তৈরি করেছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান টেকনো। স্পেনের বার্সেলোনায় চলা মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) মাত্র ৫ দশমিক ৭৫ মিলিমিটার পুরত্বের টেকনো স্পার্ক স্লিম স্মার্টফোন উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। পাতলা স্মার্টফোন তৈরির প্রতিযোগিতায় এগিয়ে থাকতে চায় অ্যাপলও। সম্প্রতি ফাঁস হওয়া নতুন এক তথ্যে জানা গেছে, টেকনো স্পার্ক স্লিম স্মার্টফোনের চেয়েও পাতলা আইফোন আনতে যাচ্ছে অ্যাপল।
৬ দশমিক ৭৮ ইঞ্চি ওএলইডি পর্দার টেকনো স্পার্ক স্লিম স্মার্টফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রধান ও আলট্রা-ওয়াইড ক্যামেরা এবং ৫ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। পাতলা হলেও শক্তিশালী স্পেসিফিকেশনের কারণে এটি প্রযুক্তিপ্রেমীদের নজর কেড়েছে। তবে টেকনো স্পার্ক স্লিম বেশি দিন বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোনের শিরোপা ধরে রাখতে পারবে না বলে ধারণা করা হচ্ছে। জনপ্রিয় প্রযুক্তি বিশ্লেষক মাজিন বু সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) আইফোন ১৭ এয়ারের একটি ডামি মডেলের ছবি প্রকাশ করেছেন। সেখানে দেখা গেছে, ফোনটির পুরুত্ব মাত্র ৫ দশমিক ৪৪ মিলিমিটার। যদিও এই পরিমাপ ক্যামেরা বাম্প বাদ দিয়ে করা হয়েছে।
আরও পড়ুন৯,৯৯০ টাকায় নতুন স্মার্টফোন আনল গ্রামীণফোন ও আইটেল২৮ জানুয়ারি ২০২৫জানা গেছে, আইফোন ১৭ এয়ার-এ আকারে বড় সরু একটি মাত্র ক্যামেরা থাকতে পারে। ফোনটির নকশা নিয়ে বিতর্ক থাকলেও সম্প্রতি ফাঁস হওয়া তথ্য এই দাবিকে আরও জোরালো করেছে। প্রযুক্তি ওয়েবসাইট ফোনঅ্যারেনা এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন নকশার ক্যামেরার কারণে আইফোন ১৭ এয়ারের সর্বোচ্চ পুরুত্ব ৫ দশমিক ৮৪ মিলিমিটার পর্যন্ত হতে পারে। ফলে ফোনটি স্যামসাংয়ের বাজারে আনতে যাওয়া গ্যালাক্সি এস ২৫ এজ স্মার্টফোনের পুরুত্বের কাছাকাছি হবে।
আরও পড়ুন এআই প্রযুক্তিনির্ভর গ্যালাক্সি এস২৫ সিরিজের স্মার্টফোন আসছে বাংলাদেশে২৩ জানুয়ারি ২০২৫স্যামসাং এখনো গ্যালাক্সি এস ২৫ এজ স্মার্টফোনের চূড়ান্ত স্পেসিফিকেশন প্রকাশ করেনি। অন্যদিকে, অ্যাপলও আইফোন ১৭ এয়ার সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি। অন্যদিকে টেকনো স্পার্ক স্লিম স্মার্টফোনটি বিশ্বব্যাপী সীমিত সংস্করণে বাজারজাত করা হবে। শুধু তা–ই নয়, যুক্তরাষ্ট্রের মতো বড় বাজারে স্মার্টফোনটির বিক্রি কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা বেশ কম। ফলে ফ্ল্যাগশিপ ফোনের প্রতিযোগিতায় ফোনটি খুব বেশি প্রভাব ফেলবে না বলেই ধারণা করা হচ্ছে।
সূত্র: টেক রাডার
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: দশম ক
এছাড়াও পড়ুন:
কক্সবাজারে কেএফসি ও পিৎজা হাটসহ ৫ রেস্টুরেন্টে ভাঙচুর
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান বর্বরতার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল থেকে পর্যটন জোনের অন্তত পাঁচটি রেস্টুরেন্টে ভাঙচুর করা হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে শহরের পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণের শহীদ দৌলত ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি হলিডে মোড় ঘুরে লাবণী হয়ে কলাতলী এলাকায় গিয়ে শেষ হয়। এসময় রেস্টুরেন্টে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
কক্সবাজার রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল বলেন, “ইসরায়েলি পণ্য বিক্রির অভিযোগে কেএফসি, পিৎজা হাট, কাঁচা লংকা, পানসি ও মেরিন ফুড রেস্টুরেন্টে ভাঙচুর চালানো হয়।” কাঁচের আঘাতে কয়েকজন পর্যটক আহত হয়েছেন বলেও জানান তিনি।
আরো পড়ুন:
বর পক্ষকে উদ্ধারে গিয়ে হামলার শিকার পুলিশ, থানায় মামলা
আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭
তিনি আরো বলেন, “আমরাও ফিলিস্তিনের পক্ষে আছি। কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছি। কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি এই (রেস্টুরেন্টে হামলা) ঘটনা ঘটিয়েছে, যা কক্সবাজারের পর্যটন শিল্পের জন্য অশনি সংকেত। ইসরায়েলি পণ্যের সাইনবোর্ড সরিয়ে নিতে বললে তা করা যেত। ভাঙচুর এবং পর্যটক আহত করার কোনো যৌক্তিকতা নেই।”
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সুগন্ধা এলাকার টপ ফ্লোরে থাকা কেএফসি এবং নিচে অবস্থিত পিৎজা হাটে ভাঙচুরের চিহ্ন স্পষ্ট। কেএফসি লক্ষ্য করে ছোড়া ইট-পাটকেল নিচের পিৎজা হাটে গিয়ে পড়ে, এতে কাঁচ ও যন্ত্রপাতির ক্ষতি হয়। ঘটনার পর পিৎজা হাট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, তবে কেএফসি খোলা রয়েছে।
পিৎজা হাট কক্সবাজার শাখার ইনচার্জ পারভেজ মিয়া বলেন, “প্রধানত কেএফসির প্রতি ক্ষোভ থেকেই হামলা শুরু হয়। কেএফসি ওপরের ফ্লোরে থাকায় নিক্ষিপ্ত বস্তু নিচে পিৎজা হাটে গিয়ে পড়ে। এতে আমাদের ক্ষতি হয়েছে।”
কাঁচা লংকা রেস্টুরেন্টের ম্যানেজার ফিরোজ আহমেদ জানান, তাদের সাইনবোর্ডে সেভেন আপের বিজ্ঞাপন ছিল বলে ভাঙচুর চালানো হয়। তিনি বলেন, “আমরাও ফিলিস্তিনকে সমর্থন করি। কেউ বললে সাইনবোর্ড সরিয়ে ফেলতাম।”
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান বলেন, “মিছিলের সামনে এবং পেছনে পুলিশ থাকলেও দীর্ঘ মিছিলে মাঝখান থেকে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি পেপসির সাইনবোর্ড খুলে ফেলে এবং ইট ছোড়ে। মিছিলে থাকা অভিজ্ঞদের হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।”
ঢাকা/তারেকুর/মাসুদ